Indian history, short question and answer, MCQ question, Bank rail RRB SSC etc question and answer
১) ভারতের রেলপথের জনক কাকে বলা হয়?
উঃ লর্ড ডালহৌসি
২) ভারতের মাটিতে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রথম রেলপথ চলেছিল কবে?
উঃ 1853 খ্রিস্টাব্দে 16 এপ্রিল
৩) ডালহৌসির শাসনকালে ভারতের রেলপথ নির্মিত হয় কত মাইল?
উঃ 200 মাইল
৪) ভারতের প্রথম রেল কোম্পানির নাম কি?
উঃ গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে
৫) এদেশের সরকারি অর্থে প্রথম রেলপথ নির্মাণের কাজ শুরু করেন কে?
উঃ মেও
৬) ভারতের রেলওয়ে বোর্ড গঠিত হয় কবে?
উঃ 1905 সালে
৭) ইংরেজ রাজত্বের শেষে ভারতের রেলপথের দৈর্ঘ্য কত ছিল?
উঃ 4300 মাইল
৮) কার টেগর অ্যান্ড কোম্পানির সঙ্গে যে বাঙ্গালী যুক্ত ছিলেন তার নাম কি?
উঃ দ্বারকনাথ ঠাকুর
৯) বাংলায় প্রথম নীল কুঠি স্থাপন করেন কে?
উঃ লুই বোনার
১০) ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়?
উঃ রিষরায় তে
১১) আসামের জঙ্গলে প্রথম আবিষ্কৃত হয় কবে?
উঃ 1823 খ্রিস্টাব্দে
১২) লখনৌ আয়রন এন্ড ষ্টীল কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
উঃ নওয়াল কিশোর
১৩) ব্রিটিশ শাসকদের মধ্যে ভারতীয় শিল্প সম্পর্কে সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন কে?
উঃ লর্ড কার্জন
১৪) কলকাতা থেকে চুঁচুড়া পর্যন্ত গঙ্গার দুইটির কি নামে খ্যাত?
উঃ বাংলার ডান্ডি
১৫) পারশি শিল্পপতি জামসেদজী টাটা 1907 খ্রিস্টাব্দে বিহারের সার্কাচ বা জামশেদপুরে কী স্থাপন করেন ?
উঃ টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি
১৬) ভারতে চাগাছ 1823 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হলেও চা শিল্পের সূচনা হয় কবে?
উঃ 1839 খ্রিস্টাব্দে
১৭) রেলপথ নির্মাণে প্রথম গ্যারান্টি ব্যবস্থা চালু হয় কবে?
উঃ 1849 খ্রিস্টাব্দে
১৮) বাংলাদেশের প্রথম কফি চাষ শুরু হয় কবে?
উঃ 1823 খ্রিস্টাব্দে
১৯) ভারতের কোন উপকূলে প্রথম রেল যাত্রা শুরু হয়েছিল?
উঃ পশ্চিম উপকূলে
২০) বাংলাদেশে প্রথম রেল চালিয়েছিলেন কোন কোম্পানি?
উঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
২১) ভারতের লৌহ ইস্পাত শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছিল কোন সময়ে?
উঃ প্রথম বিশ্বযুদ্ধের সময়
২২) কবে সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছিল?
উঃ 1936 খ্রিস্টাব্দে
২৩) ভারতে প্রথম কোথায় কয়লা খনি আবিষ্কৃত হয়?
উঃ রানীগঞ্জ
২৪) কাকে ভারতের আধুনিক শিল্পোদ্যোগের পথিকৃৎ বলা হয়?
উঃ দ্বারকনাথ ঠাকুর
২৫) ভারতের প্রথম চা কোম্পানির নাম কি?
উঃ আসাম টি কোম্পানি
২৬) আসাম টি কোম্পানি কবে গঠিত হয়?
উঃ 1839 খ্রিস্টাব্দে
২৭) স্বদেশী স্টিম শিল্প কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
উঃ চিদাম্বরম পিল্লাই
২৮) ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল?
উঃ বোম্বাই থেকে থানে 21 মাইল বা 33 কিলোমিটার
২৯) বাংলাদেশের প্রথম রেলপথ চালু হয় কবে?
উঃ 1854 সালে
৩০) ভারতের প্রথম চটকল স্থাপন করেন কে?
উঃ অকল্যান্ড
৩১) ভারতের প্রথম কয়লা খনি কবে আবিষ্কৃত হয়?
উঃ 18২০ সালে রানীগঞ্জে
৩২) ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠা করেন কে?
উঃ মার্শাল হিথ
৩৩) কোন ভারতীয় প্রথম কাপড়ের কল স্থাপন করেন?
উঃ কাওয়াসজি, বোম্বাই
উঃ লর্ড ডালহৌসি
২) ভারতের মাটিতে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রথম রেলপথ চলেছিল কবে?
উঃ 1853 খ্রিস্টাব্দে 16 এপ্রিল
৩) ডালহৌসির শাসনকালে ভারতের রেলপথ নির্মিত হয় কত মাইল?
উঃ 200 মাইল
৪) ভারতের প্রথম রেল কোম্পানির নাম কি?
উঃ গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে
৫) এদেশের সরকারি অর্থে প্রথম রেলপথ নির্মাণের কাজ শুরু করেন কে?
উঃ মেও
৬) ভারতের রেলওয়ে বোর্ড গঠিত হয় কবে?
উঃ 1905 সালে
৭) ইংরেজ রাজত্বের শেষে ভারতের রেলপথের দৈর্ঘ্য কত ছিল?
উঃ 4300 মাইল
৮) কার টেগর অ্যান্ড কোম্পানির সঙ্গে যে বাঙ্গালী যুক্ত ছিলেন তার নাম কি?
উঃ দ্বারকনাথ ঠাকুর
৯) বাংলায় প্রথম নীল কুঠি স্থাপন করেন কে?
উঃ লুই বোনার
১০) ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়?
উঃ রিষরায় তে
১১) আসামের জঙ্গলে প্রথম আবিষ্কৃত হয় কবে?
উঃ 1823 খ্রিস্টাব্দে
১২) লখনৌ আয়রন এন্ড ষ্টীল কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
উঃ নওয়াল কিশোর
১৩) ব্রিটিশ শাসকদের মধ্যে ভারতীয় শিল্প সম্পর্কে সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন কে?
উঃ লর্ড কার্জন
১৪) কলকাতা থেকে চুঁচুড়া পর্যন্ত গঙ্গার দুইটির কি নামে খ্যাত?
উঃ বাংলার ডান্ডি
১৫) পারশি শিল্পপতি জামসেদজী টাটা 1907 খ্রিস্টাব্দে বিহারের সার্কাচ বা জামশেদপুরে কী স্থাপন করেন ?
উঃ টাটা আয়রন এন্ড ষ্টীল কোম্পানি
১৬) ভারতে চাগাছ 1823 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হলেও চা শিল্পের সূচনা হয় কবে?
উঃ 1839 খ্রিস্টাব্দে
১৭) রেলপথ নির্মাণে প্রথম গ্যারান্টি ব্যবস্থা চালু হয় কবে?
উঃ 1849 খ্রিস্টাব্দে
১৮) বাংলাদেশের প্রথম কফি চাষ শুরু হয় কবে?
উঃ 1823 খ্রিস্টাব্দে
১৯) ভারতের কোন উপকূলে প্রথম রেল যাত্রা শুরু হয়েছিল?
উঃ পশ্চিম উপকূলে
২০) বাংলাদেশে প্রথম রেল চালিয়েছিলেন কোন কোম্পানি?
উঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
২১) ভারতের লৌহ ইস্পাত শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছিল কোন সময়ে?
উঃ প্রথম বিশ্বযুদ্ধের সময়
২২) কবে সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছিল?
উঃ 1936 খ্রিস্টাব্দে
২৩) ভারতে প্রথম কোথায় কয়লা খনি আবিষ্কৃত হয়?
উঃ রানীগঞ্জ
২৪) কাকে ভারতের আধুনিক শিল্পোদ্যোগের পথিকৃৎ বলা হয়?
উঃ দ্বারকনাথ ঠাকুর
২৫) ভারতের প্রথম চা কোম্পানির নাম কি?
উঃ আসাম টি কোম্পানি
২৬) আসাম টি কোম্পানি কবে গঠিত হয়?
উঃ 1839 খ্রিস্টাব্দে
২৭) স্বদেশী স্টিম শিল্প কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
উঃ চিদাম্বরম পিল্লাই
২৮) ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল?
উঃ বোম্বাই থেকে থানে 21 মাইল বা 33 কিলোমিটার
২৯) বাংলাদেশের প্রথম রেলপথ চালু হয় কবে?
উঃ 1854 সালে
৩০) ভারতের প্রথম চটকল স্থাপন করেন কে?
উঃ অকল্যান্ড
৩১) ভারতের প্রথম কয়লা খনি কবে আবিষ্কৃত হয়?
উঃ 18২০ সালে রানীগঞ্জে
৩২) ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা প্রতিষ্ঠা করেন কে?
উঃ মার্শাল হিথ
৩৩) কোন ভারতীয় প্রথম কাপড়ের কল স্থাপন করেন?
উঃ কাওয়াসজি, বোম্বাই
Comments
Post a Comment
Haven't doubt please let me know.