ভারতের ইতিহাস (Bank,rail, group d, SSC, primary examination) question and answer

১) চম্পারন সত্যাগ্রহ গান্ধীজীর পাশে যেসব জননেতা ছিলেন তাদের মধ্যে একজনের নাম লেখ।
উঃ রাজেন্দ্র প্রসাদ

২) খেদা সত্যাগ্রহ গান্ধীজীর পাশে যেসব জননেতা ছিলেন তাদের মধ্যে একজনের নাম লেখ।
উঃ বল্লভভাই প্যাটেল

৩) গান্ধীজী রবাবরের মত আফ্রিকা ছেড়ে ভারতে আসেন কবে?
উঃ 1915 খ্রিস্টাব্দে

৪) গান্ধীজী ভারতের জাতীয় আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন কবে?
উঃ 1920 খ্রিস্টাব্দে

৫) অহিংস অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বঙ্গীয় জাতীয় মহা বিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন কে?
উঃ সুভাষচন্দ্র বসু

৬) ভারতে খিলাফত আন্দোলনের শেষ পর্যন্ত ব্যর্থ হয় কারণ কি?
উঃ খিলাফত তন্ত্রের অবসান

৭) ইংল্যান্ডে সাইমন কমিশন কবে গঠিত হয়?
উঃ 1927 খ্রিস্টাব্দে

৮) 1929 খ্রিস্টাব্দে দিল্লির আইন পরিষদে বিপ্লবী ভগৎ সিং এর সঙ্গে বোমা নিক্ষেপ করেছিলেন বাঙালি বিপ্লবী তার নাম কি?
উঃ বটুকেশ্বর দত্ত

৯) বিপ্লবী যতীন দাস একনাগাড়ে কত দিন অনশন চালিয়ে ছিলেন?
উঃ 64 দিন

১০) কবে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে ভারতের পুরনো স্বাধীনতাকে কংগ্রেসের লক্ষ্য বলে ঘোষণা করা হয়?
উঃ 1929 খ্রিস্টাব্দে

১১) আইন অমান্য আন্দোলনকালে ভারতের বড়লাট কে ছিলেন?
উঃ লর্ড আরউইন

১২) 1932 খ্রিস্টাব্দে 22 শে সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব নিয়েছিলেন কে?
উঃ প্রীতিলতা ওয়াদ্দেদার

১৩) রাইটার্স বিল্ডিং অভিযানে কারাবিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসন কে গুলি করে হত্যা করেন?
উঃ বিনয় বোস

১৪) বিনয় বাদল দীনেশ এর রাইটার্স বিল্ডিং অভিযান ও মরণ যুদ্ধকে অলিন্দ যুদ্ধ নামে কে বর্ণনা করেছিলেন?
উঃ আনন্দবাজার পত্রিকা

১৫) গান্ধীজীর রাজনৈতিক জীবনের প্রথম পর্যায় শুরু হয় কোথায়?
উঃ দক্ষিণ আফ্রিকার নাটালে

১৬) দক্ষিণ আফ্রিকার নাটালি গান্ধীজী কি নামে একটি পত্রিকা প্রকাশ করেন?
উঃ ইন্ডিয়ান ওপিনিয়ন

১৭) গান্ধীজীর রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্যায় শুরু হয় কবে?
উঃ 1915 খ্রিস্টাব্দে

১৮) প্রথম কোন ভারতীয় নেতা জাতীয় মুক্তি আন্দোলনে জনগণের ও গণপ্রতিরোধের ভূমিকা উপলব্ধি করেছিলেন?
উঃ গান্ধীজী

১৯) কিংডম অফ গড গ্রন্থের রচয়িতা কে?
উঃ রাস্কিন

২২) গান্ধীজীর গুরু ছিলেন কে?
উঃ গোপালকৃষ্ণ গোখলে

২৩) প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশের সঙ্গে সহযোগিতা করার জন্য সরকার গান্ধীজিকে কি উপহার দেন?
উঃ কাইজার-ই-হিন্দ নামক স্বর্ণপদক

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)