MCQ question and answer for Bank, rail, group d, SSC,.mcq Short question and answer Indian history

১) কোন বড়লাট 1945 খ্রিষ্টাব্দে 25 শে জুন সিমলায় সর্বদলীয় বৈঠক ডাকেন?
উঃ লর্ড ওয়াভেল

২) 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের নাবিকরা কার পরামর্শে আত্মসমর্পণ করেন?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেল

৩) 1946 খ্রিস্টাব্দে বাংলাদেশের কোথায় তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল?
উঃ দিনাজপুরের ঠাকুরগাঁও মহাকুমায়

৪) জান দেব তবু ধান দিব না-এই ধনী কোন কৃষক আন্দোলনে হয়েছিল?
উঃ তেভাগা

৫) কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন?
উঃ ক্লিমেন্ট এটলি

৬) কবে ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয়?
উঃ 1946 খ্রিস্টাব্দে

৭) কোন দিনটি প্রত্যক্ষ সংগ্রাম দিবস?
উঃ 1946 খ্রিস্টাব্দের 16 ই আগস্ট

৮) কবে বড়লাট মাউন্টব্যাটেন ভারতে আসেন ?
উঃ 1947 খ্রিস্টাব্দে চব্বিশে মার্চ

৯ কবে ভারতীয় স্বাধীনতা আইন গৃহীত হয়?
উঃ 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই

১০) পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ মোহাম্মদ আলী জিন্নাহ

১১) পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ লিয়াকৎ আলি খান

১২) ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন

১৩) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড মাউন্টব্যাটেন

১৪) স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ জওহরলাল নেহেরু

১৫) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ চক্রবর্তী রাজা গোপালাচারী

১৬) লোর্ড ওয়াভেল কে ছিলেন?
উঃ ভারতের বড়লাট

১৭) ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ ক্লিমেন্ট এটলি

১৮) স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ চক্রবর্তী রাজাগোপালাচারী

১৯) ভারত বিভাগ আমাদের দেশের ভবিষ্যতের পক্ষে ক্ষতিকারক-উক্তিটি কার?
উঃ মহাত্মা গান্ধী

২০) কার পরিকল্পনায় ভারত বিভাগ প্রস্তাব দেয়া হয়?
উঃ লর্ড মাউন্টব্যাটেন

২১) কোন আন্দোলনের ফলে জমিদার প্রথার বিলোপ ঘটে?
উঃ তেভাগা

২২) তেভাগা আন্দোলনের নেতা কে ছিলেন?
উঃ চারু মজুমদার ( জলপাইগুড়ি)

২৩) ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতার বিলটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কবে?
উঃ 1947 খ্রিস্টাব্দে 16 ই জুলাই

২৪) নৌ বিদ্রোহ কবে হয়েছিল?
উঃ 1946 সালের 18 ফেব্রুয়ারি

২৫) আধুনিক ভারতের ইতিহাসে সবচেয়ে বড় গেরিলা কৃষক যুদ্ধটি সংঘটিত হয়েছিল কোথায়?
উঃ তেলেঙ্গানা


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)