প্রাইমারি, ব্যাংক, এসএসসি, ডাবলু বি সি এস পরীক্ষার ছোট প্রশ্ন ও উত্তর

১) ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণে অক্সিজেন শোষিত হয় এবং দ্রবণের বর্ণ কি রংয়ের হয়?
উঃ বাদামি


২) পটাশিয়াম সায়ানাইড এর সংকেত লেখ।
উঃ kCN


৩) কলিচুন একটি কি জাতীয় পদার্থ?
উঃ অজৈব পদার্থ


৪) অ্যামোনিয়াম সালফেট ব্যবহৃত হয় কিরূপে?
উঃ সার রূপে


৫) যে গ্যাস TV=RT মেনে চলে তাকে কি বলে?
উঃ আদর্শ গ্যাস


৬) বিশুদ্ধ অবস্থায় কস্টিক সোডার রং কি বর্ণের?
উঃ সাদা


৭) ম্যাক সংখ্যা কি?
উঃ বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাত।


৮) একটি তীব্র জলাকর্ষী পদার্থের নাম লেখ?
উঃ কস্টিক সোডা


৯) টিউব ওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার?
উঃ প্রথম শ্রেণীর লিভার

১০) কাজ করার হারকে কি বলে?
উঃ ক্ষমতা

১১) মোমবাতিতে মনের ভিতরে কোন গ্যাস থাকে?
উঃ হাইড্রোকার্বন

১২) রবার ঘন করতে কি ব্যবহার করা হয়?
উঃ ভিনিগার

১৩) কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুতে মোটেই পাওয়া যায় না?
উঃ রেডন

১৪) হাইড্রোজিসনে অনুঘটক হিসাবে কি ব্যবহার করা হয়?
উঃ নিকেল

১৫) ভিনিগার এর প্রকৃতি কিরূপ?
উঃ অ্যাসিটিক অ্যাসিড

১৬) কুইকলাইম কি?
উঃ ক্যালসিয়াম কার্বনেট

১৭) অ্যাসবেস্টস এর একটি উপাদান লেখ।
উঃ সিলিকন

১৮) রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম লেখ।
উঃ ইউরিয়া

১৯) টিট্রিয়াম কোন মৌলের সমস্থানিক?
উঃ হাইড্রোজেন

২০) ইউরেনিয়াম এর আণবিক ওজন কত?
উঃ 237

২১) কপার ডেমন বলতে কী বোঝায়?
উঃ নিকেল

২২) সৌরশক্তি সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কি বলে?
উঃ ফিশন

২৩) প্রয়োজনে বাষ্পীভবনের হার বৃদ্ধি করতে হলে কি করতে হবে?
উঃ তরলের ওপর চাপ কমাতে হবে

২৪) বাষ্পীভবনের লীন তাপ প্রতি গ্রামে কত?
উঃ 540 ক্যালরি

২৫) কাজ করার হারকে কি বলে?
উঃ ক্ষমতা

২৬) খুব পাতলা নাইট্রিক এসিডের সঙ্গে ম্যাগনেসিয়াম এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
উঃ নাইট্রেট ও হাইড্রোজেন

২৭) কাজের একক কি?
উঃ আর্গ

২৮) শব্দের কম্পাঙ্ক কত?
উঃ ২০ হাৎর্জ -এর কম

২৯) মরীচিকা কোন ধরনের প্রতিবিম্ব?
উঃ অসদ প্রতিবিম্ব

৩০) ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত?
উঃ -২৭৩ ডিগ্রী ফারেনহাইট

৩১) ক্ষমতার ব্যবহারিক একক কি?
উঃ ওয়াট

৩২) কোন বর্ণের আলোর বিচ্ছুরণ এর কারণে সবচেয়ে বেশি বিচ্যুত হয়?
উঃ বেগুনি

৩৩) তড়িৎ লেপন এর জন্য ব্যবহৃত উপাদান দিকে ব্যবহার করা হয় কী হিসাবে?
উঃ অ্যানোড

৩৪) শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
উঃ 0

৩৫) বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে?
উঃ টাংস্টেন

৩৬) আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একক কি?
উঃ অ্যাংস্ট্রম

৩৭) সূর্যের প্রচন্ড শক্তির উৎস কি?
উঃ নিউক্লিয় সংযোজন

৩৮) পচা উদ্ভিদ পূর্ণ জলাভূমিতে যে দাহ্য গ্যাস আকস্মিক জ্বলে ওঠে আলেয়া সৃষ্টি করে তার নাম কি?
উঃ মিথেন

৩৯) থার্মোমিটারের নল কোন কাজ দিয়ে তৈরি হয়?
উঃ বোর সিলিকেটর

৪০) পৃথিবীতে কোন মূল্য সবচেয়ে কম পাওয়া যায়?
উঃ সিলিকন

৪১) অধাতু হলেও তাপ ও তড়িৎ পরিবহনে সুপরিবাহী অধাতুর নাম কি?
উঃ গ্রাফাইট

৪২) যেসকল বিক্রিয়া তাপ শোষিত হয় তাকে কি বলে?
উঃ তাপশোষক বিক্রিয়া

৪৩) কোন ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয়?
উঃ টাইটানিয়াম

৪৪) তড়িৎ আধান পরিমাপ করা হয় কোন এককে?
উঃ কুলম্ব

৪৫) নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট তাপমাত্রায় পদার্থের আকার ও আয়তন অপরিবর্তিত থাকে বা নির্দিষ্ট থাকে কোন পদার্থে?
উঃ কঠিন

৪৬) ভিউ ফাইবারে  কি ধরনের দর্পণ ব্যবহৃত হয়?
উঃ উত্তল দর্পণ

৪৭) বাড়িতে ব্যবহৃত ফ্রিজে হিমায়ক রূপে কি ব্যবহার করা হয়?
উঃ ফেরন

৪৮) কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস থার্মোমিটার এর পার্থক্য একই থাকে?
উঃ 40 ডিগ্রি







।।।



Comments

  1. পটাশিয়াম পাইরোগ্যালেট এর সংকেত কী

    ReplyDelete

Post a Comment

Haven't doubt please let me know.

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)