Chromosome chapter class 10
#ক্রোমোজোমের রাসায়নিক উপাদান গুলি আলোচনা করো।
==ক্রোমোজোম প্রধানত প্রোটিন(হিস্টোন ও নন হিস্টোন)এবং নিউক্লিক অ্যাসিড(DNAওRNA) নিয়ে গঠিত।
(a) প্রোটিন:--
ক্রোমোজোমেে দুই রকমের প্রোটিন থাকে। যথা-- ক্ষারীয় প্রোটিন ও আম্লীয় প্রোটিন। ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয়। এতে আর্জিনিন, হিস্টিডিন ও লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। আর আম্লীয় প্রোটিন হলো নন হিস্টোন জাতীয়। এতে ট্রিপটোফ্যান ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে।
(b) নিউক্লিক অ্যাসিড:--
ক্রোমোজোম এ দুই রকমের নিউক্লিক অ্যাসিড থাকে। যথা--DNA ও RNA।
a) DNA:-
DNA এক প্রকার রাসায়নিক জৈব যৌগে। রাসায়নিক উপাদান গুলি হল--১) ডি-অক্সিরাইবোজ
২) পিউরিন ও পিরিমিডিন ৩) ফসফরিক অ্যাসিড।DNA এর গঠন গত ও কার্যগত একক কে নিউক্লিওটাইড বলে।
DNA অনুতে অ্যাডিনিন ও গুয়ানিন নামক দুই রকমের পিউরিন এবং সাইটোসিন ও থাইমিন নামক দুই রকমের পিরিমিডিন থাকে।
b)RNA:-
RAN এক প্রকার রাসায়নিক জৈব যৌগ। এটি রাইবোজ, শর্করা, ফসফরিক অ্যাসিড এবং দুই রকমের নাইট্রোজেন বেস পিউরিন ও পিরিমিডিন নিয়ে গঠিত। পিউরিন অণুতে অ্যাডেনিন ও গুয়ানিন এবং পিরিমিডিন অণুতে সাইটোসিন ও ইউরাসিল থাকে।
==ক্রোমোজোম প্রধানত প্রোটিন(হিস্টোন ও নন হিস্টোন)এবং নিউক্লিক অ্যাসিড(DNAওRNA) নিয়ে গঠিত।
(a) প্রোটিন:--
ক্রোমোজোমেে দুই রকমের প্রোটিন থাকে। যথা-- ক্ষারীয় প্রোটিন ও আম্লীয় প্রোটিন। ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয়। এতে আর্জিনিন, হিস্টিডিন ও লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। আর আম্লীয় প্রোটিন হলো নন হিস্টোন জাতীয়। এতে ট্রিপটোফ্যান ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে।
(b) নিউক্লিক অ্যাসিড:--
ক্রোমোজোম এ দুই রকমের নিউক্লিক অ্যাসিড থাকে। যথা--DNA ও RNA।
a) DNA:-
DNA এক প্রকার রাসায়নিক জৈব যৌগে। রাসায়নিক উপাদান গুলি হল--১) ডি-অক্সিরাইবোজ
২) পিউরিন ও পিরিমিডিন ৩) ফসফরিক অ্যাসিড।DNA এর গঠন গত ও কার্যগত একক কে নিউক্লিওটাইড বলে।
DNA অনুতে অ্যাডিনিন ও গুয়ানিন নামক দুই রকমের পিউরিন এবং সাইটোসিন ও থাইমিন নামক দুই রকমের পিরিমিডিন থাকে।
b)RNA:-
RAN এক প্রকার রাসায়নিক জৈব যৌগ। এটি রাইবোজ, শর্করা, ফসফরিক অ্যাসিড এবং দুই রকমের নাইট্রোজেন বেস পিউরিন ও পিরিমিডিন নিয়ে গঠিত। পিউরিন অণুতে অ্যাডেনিন ও গুয়ানিন এবং পিরিমিডিন অণুতে সাইটোসিন ও ইউরাসিল থাকে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.