Madhyamik life science chromosome question and answer

[1] একটি আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা করো।
➡️ একটি আদর্শ ক্রোমোজোমের অংশগুলি হলো--------


ক) ক্রোমাটিড:-
                        প্রতিটি ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাদের ক্রোমাটিড বলে।


খ) ক্রোমোনিমাটা:-
              ইন্টারফেজ দশায় ক্রোমোজোম এর মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে তাদের ক্রোমোনিমাটা বলে। আসলে প্রতিটি ক্রোমোনিমাটা মেটাফেজ দশার এক-একটি ক্রোমাটিড গঠন করে।


গ) প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার:-
                                                       ক্রোমোজোমের মাঝে যে খাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বলে। ক্রোমোজোমের প্রাথমিক কাজের যে কোন অংশ থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে সেন্ট্রোমিয়ার বলে। এই সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুসারে ক্রোমোজোম চার প্রকার হয়-----
১)টেলোসেন্ট্রিক ২) অ্যাক্রোসেট্রিক ৩) মেটাসেন্ট্রিক ৪) সাব--মেটাসেন্ট্রিক


ঘ) গৌণ খাঁজ:-
                        ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়া ক্রোমোজোমের উপর কোনো খাঁজ থাকলে তাকে গৌণ খাঁজ বলে।


ঙ) স্যাটেলাইট:-
                          গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে তাহলে টেলোমিয়ার টিকে সমবাস বিশিষ্ট ফোলা বাল্বের মতো দেখায়। তখন তাকে স্যাটেলাইট বলে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে।



চ) টেলোমিয়ার:-
                          ক্রোমোজোমের দুই প্রান্ত দেশে কে টেলোমিয়ার বলে।টেলোমিয়ার ক্রোমোজোমকে অন্য কোনো  ক্রোমোজোমের কোনো অংশের সঙ্গে যুক্ত হতে দেয় না।




Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)