Madhyamik life science chromosome question and answer
[1] একটি আদর্শ ক্রোমোজোমের গঠন বর্ণনা করো।
➡️ একটি আদর্শ ক্রোমোজোমের অংশগুলি হলো--------
ক) ক্রোমাটিড:-
প্রতিটি ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাদের ক্রোমাটিড বলে।
খ) ক্রোমোনিমাটা:-
ইন্টারফেজ দশায় ক্রোমোজোম এর মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে তাদের ক্রোমোনিমাটা বলে। আসলে প্রতিটি ক্রোমোনিমাটা মেটাফেজ দশার এক-একটি ক্রোমাটিড গঠন করে।
গ) প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার:-
ক্রোমোজোমের মাঝে যে খাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বলে। ক্রোমোজোমের প্রাথমিক কাজের যে কোন অংশ থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে সেন্ট্রোমিয়ার বলে। এই সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুসারে ক্রোমোজোম চার প্রকার হয়-----
১)টেলোসেন্ট্রিক ২) অ্যাক্রোসেট্রিক ৩) মেটাসেন্ট্রিক ৪) সাব--মেটাসেন্ট্রিক
ঘ) গৌণ খাঁজ:-
ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়া ক্রোমোজোমের উপর কোনো খাঁজ থাকলে তাকে গৌণ খাঁজ বলে।
ঙ) স্যাটেলাইট:-
গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে তাহলে টেলোমিয়ার টিকে সমবাস বিশিষ্ট ফোলা বাল্বের মতো দেখায়। তখন তাকে স্যাটেলাইট বলে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে।
চ) টেলোমিয়ার:-
ক্রোমোজোমের দুই প্রান্ত দেশে কে টেলোমিয়ার বলে।টেলোমিয়ার ক্রোমোজোমকে অন্য কোনো ক্রোমোজোমের কোনো অংশের সঙ্গে যুক্ত হতে দেয় না।
➡️ একটি আদর্শ ক্রোমোজোমের অংশগুলি হলো--------
ক) ক্রোমাটিড:-
প্রতিটি ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাদের ক্রোমাটিড বলে।
খ) ক্রোমোনিমাটা:-
ইন্টারফেজ দশায় ক্রোমোজোম এর মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে তাদের ক্রোমোনিমাটা বলে। আসলে প্রতিটি ক্রোমোনিমাটা মেটাফেজ দশার এক-একটি ক্রোমাটিড গঠন করে।
গ) প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার:-
ক্রোমোজোমের মাঝে যে খাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বলে। ক্রোমোজোমের প্রাথমিক কাজের যে কোন অংশ থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে সেন্ট্রোমিয়ার বলে। এই সেন্ট্রোমিয়ার এর অবস্থান অনুসারে ক্রোমোজোম চার প্রকার হয়-----
১)টেলোসেন্ট্রিক ২) অ্যাক্রোসেট্রিক ৩) মেটাসেন্ট্রিক ৪) সাব--মেটাসেন্ট্রিক
ঘ) গৌণ খাঁজ:-
ক্রোমোজোমের মুখ্য খাঁজ ছাড়া ক্রোমোজোমের উপর কোনো খাঁজ থাকলে তাকে গৌণ খাঁজ বলে।
ঙ) স্যাটেলাইট:-
গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে তাহলে টেলোমিয়ার টিকে সমবাস বিশিষ্ট ফোলা বাল্বের মতো দেখায়। তখন তাকে স্যাটেলাইট বলে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে।
চ) টেলোমিয়ার:-
ক্রোমোজোমের দুই প্রান্ত দেশে কে টেলোমিয়ার বলে।টেলোমিয়ার ক্রোমোজোমকে অন্য কোনো ক্রোমোজোমের কোনো অংশের সঙ্গে যুক্ত হতে দেয় না।

Comments
Post a Comment
Haven't doubt please let me know.