ভৌতবিজ্ঞান/physical science short question and answer/madhyamik/Bank SSC exams MCQ question and answer
১) পরমাণুবাদের জনক কে?
উঃ ডালটন
২) পরমাণু কি?
উঃ পরমাণু হলো অবিভাজ্য অংশ
৩) ইলেকট্রন কোন আধানযুক্ত কণা?
উঃ ঋণাত্মক
৪) ইলেকট্রন কে আবিষ্কার করেন?
উঃ টমসম
৫) পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত?
উঃ প্রোটন ও নিউট্রন কণা নিয়ে
৬) প্রোটন আবিষ্কার করেন কে?
উঃ রাদারফোর্ড
৭) প্রোটনের আধান কনা কি?
উঃ ধনাত্মক
৮) নিউটন আবিষ্কার করেন কে?
উঃ স্যান্ডউইচ
৯) নিউটন কোন আধানযুক্ত কণা?
উঃ নিস্তড়িত
১০) পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কি বলে?
উঃ ভরসংখ্যা
১১) ভরসংখ্যা= প্রোটন সংখ্যা+নিউট্রন সংখ্যা
১২) প্রোটন সংখ্যা=পারমাণবিক সংখ্যা÷ইলেকট্রন সংখ্যা
১৩) পারমাণবিক সংখ্যা=ভর সংখ্যা-নিউট্রন সংখ্যা
১৪) ভর সংখ্যা=পারমাণবিক সংখ্যা+নিউট্রন সংখ্যা
১৫) ভর সংখ্যা কথায় লেখা হয়?
উঃ মৌলের চিহ্ন এর ডান দিকে উপরে ভর সংখ্যা লেখা হয়।
১৬) পারমাণবিক সংখ্যা কথায় লেখা হয়?
উঃ মৌলের চিহ্ন এর বাম দিকে নিচে পারমাণবিক সংখ্যা লেখা হয়।
১৭) পর্যায় সারণির প্রথম মৌল টির নাম কি?
উঃ হাইড্রোজেন
১৮) হাইড্রোজেন এর তিনটি আইসোটোপ কি কি?
উঃ সাধারণ হাইড্রোজেন, ডয়টেরিয়াম এবং ট্রাইটিয়াম
১৯) এক ক্যালরি সমান কত জুল?
উঃ 4.2 জুল
২০) উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি?
উঃ থার্মোমিটার
২১) সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত?
উঃ 0 ডিগ্রি সেলসিয়াস
২২) সেলসিয়াস স্কেলে উর্ধ স্থিরাঙ্ক কত?
উঃ 100 ডিগ্রী সেলসিয়াস
২৩) ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত?
উঃ 32 ডিগ্রি ফারেনহাইট
২৪) ফারেনহাইট স্কেলে উর্ধ স্থিরাঙ্ক কত?
উঃ 212 ডিগ্রী ফারেনহাইট
২৫) ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক এর মধ্যবর্তী অংশকে কি বলে?
উঃ প্রাথমিক অন্তর
২৬) সেলসিয়াস ও ফারেনহাইট এর মধ্যে সম্পর্ক কি?
উঃ C/5=F-32/9
২৭) এস আই পদ্ধতিতে উষ্ণতার একক কি?
উঃ কেলভিন
২৮) সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি?
উঃ ক্যালোরি/গ্রাম-ডিগ্রি সেলসিয়াস
২৯) এস আই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি?
উঃ জুল/কেজি
৩০) কার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
উঃ জল
৩১) কম আপেক্ষিক তাপ যুক্ত পদার্থের নাম কি?
উঃ পারদ
৩২) বরফের আপেক্ষিক তাপ কত?
উঃ 2100 জুল/কেজি-কেলভিন
৩৩) জলের আপেক্ষিক তাপ কত?
উঃ 4200 জুল/কেজি কেলভিন
৩৪) কয়েকটি স্কেলার রাশির উদাহরণ দাও।
উঃ দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, আয়তন, তড়িৎ প্রবাহ, চাপ
৩৫) মান ও অভিমুখ আছে অথচ স্কেলার রাশি এমন কয়েকটি রাশির উদাহরণ দাও।
উঃ সময়, তড়িৎ প্রবাহ
৩৬) কয়েকটি ভেক্টর রাশির উদাহরণ দাও।
উঃ বেগ, সরণ, ত্বরণ, বল, ওজন, ভরবেগ
৩৭) একক বিহীন রাশির উদাহরণ দাও।
উঃ পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, বাষ্পীয় ঘনত্ব, তুল্যাঙ্কভার, দ্রাব্যতা প্রভৃতি
৩৯) কয়েকটি মূল একক এর নাম লেখ।
উঃ দৈর্ঘ্য, ভর, সময়
৪০) এসআই পদ্ধতিতে মূল একক এর সংখ্যা কয়টি?
উঃ সাতটি
৪১) এস আই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কি?
উঃ অ্যাম্পিয়ার
৪২) এস আই পদ্ধতিতে দীপ্তির একক কি?
উঃ ক্যান্ডেলা
৪৩) কোণের একক কি?
উঃ রেডিয়ান
৪৪) ঘনকের একক কি?
উঃ স্টেরেডিয়ান
৪৫) গ্রহ ও নক্ষত্রের দূরত্ব মাপতে কোন একক ব্যবহার করা হয়?
উঃ আলোকবর্ষ
৪৬) শূন্য মাধ্যমে আলোর বেগ কত?
উঃ ৩×১০×১০×১০×১০×১০ কিমি/সেকেন্ড
৪৭) জ্যোতিষ শাস্ত্রে দৈর্ঘ্যের বৃহত্তম একক কি?
উঃ পারসেক
৪৮) 1 কারাট=কত মিলিগ্রাম?
উঃ 200 মিলিগ্রাম
৪৯) বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উঃ সাধারণ তুলা যন্ত্র
৫০) বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উঃ স্প্রিং তুলা যন্ত্র
৫১) ওজন বাক্সের বাটখারা গুলি ভরের অনুপাত কত?
উঃ ৫:২:২:১
উঃ ডালটন
২) পরমাণু কি?
উঃ পরমাণু হলো অবিভাজ্য অংশ
৩) ইলেকট্রন কোন আধানযুক্ত কণা?
উঃ ঋণাত্মক
৪) ইলেকট্রন কে আবিষ্কার করেন?
উঃ টমসম
৫) পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত?
উঃ প্রোটন ও নিউট্রন কণা নিয়ে
৬) প্রোটন আবিষ্কার করেন কে?
উঃ রাদারফোর্ড
৭) প্রোটনের আধান কনা কি?
উঃ ধনাত্মক
৮) নিউটন আবিষ্কার করেন কে?
উঃ স্যান্ডউইচ
৯) নিউটন কোন আধানযুক্ত কণা?
উঃ নিস্তড়িত
১০) পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কি বলে?
উঃ ভরসংখ্যা
১১) ভরসংখ্যা= প্রোটন সংখ্যা+নিউট্রন সংখ্যা
১২) প্রোটন সংখ্যা=পারমাণবিক সংখ্যা÷ইলেকট্রন সংখ্যা
১৩) পারমাণবিক সংখ্যা=ভর সংখ্যা-নিউট্রন সংখ্যা
১৪) ভর সংখ্যা=পারমাণবিক সংখ্যা+নিউট্রন সংখ্যা
১৫) ভর সংখ্যা কথায় লেখা হয়?
উঃ মৌলের চিহ্ন এর ডান দিকে উপরে ভর সংখ্যা লেখা হয়।
১৬) পারমাণবিক সংখ্যা কথায় লেখা হয়?
উঃ মৌলের চিহ্ন এর বাম দিকে নিচে পারমাণবিক সংখ্যা লেখা হয়।
১৭) পর্যায় সারণির প্রথম মৌল টির নাম কি?
উঃ হাইড্রোজেন
১৮) হাইড্রোজেন এর তিনটি আইসোটোপ কি কি?
উঃ সাধারণ হাইড্রোজেন, ডয়টেরিয়াম এবং ট্রাইটিয়াম
১৯) এক ক্যালরি সমান কত জুল?
উঃ 4.2 জুল
২০) উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি?
উঃ থার্মোমিটার
২১) সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত?
উঃ 0 ডিগ্রি সেলসিয়াস
২২) সেলসিয়াস স্কেলে উর্ধ স্থিরাঙ্ক কত?
উঃ 100 ডিগ্রী সেলসিয়াস
২৩) ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত?
উঃ 32 ডিগ্রি ফারেনহাইট
২৪) ফারেনহাইট স্কেলে উর্ধ স্থিরাঙ্ক কত?
উঃ 212 ডিগ্রী ফারেনহাইট
২৫) ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক এর মধ্যবর্তী অংশকে কি বলে?
উঃ প্রাথমিক অন্তর
২৬) সেলসিয়াস ও ফারেনহাইট এর মধ্যে সম্পর্ক কি?
উঃ C/5=F-32/9
২৭) এস আই পদ্ধতিতে উষ্ণতার একক কি?
উঃ কেলভিন
২৮) সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি?
উঃ ক্যালোরি/গ্রাম-ডিগ্রি সেলসিয়াস
২৯) এস আই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি?
উঃ জুল/কেজি
৩০) কার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি?
উঃ জল
৩১) কম আপেক্ষিক তাপ যুক্ত পদার্থের নাম কি?
উঃ পারদ
৩২) বরফের আপেক্ষিক তাপ কত?
উঃ 2100 জুল/কেজি-কেলভিন
৩৩) জলের আপেক্ষিক তাপ কত?
উঃ 4200 জুল/কেজি কেলভিন
৩৪) কয়েকটি স্কেলার রাশির উদাহরণ দাও।
উঃ দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, আয়তন, তড়িৎ প্রবাহ, চাপ
৩৫) মান ও অভিমুখ আছে অথচ স্কেলার রাশি এমন কয়েকটি রাশির উদাহরণ দাও।
উঃ সময়, তড়িৎ প্রবাহ
৩৬) কয়েকটি ভেক্টর রাশির উদাহরণ দাও।
উঃ বেগ, সরণ, ত্বরণ, বল, ওজন, ভরবেগ
৩৭) একক বিহীন রাশির উদাহরণ দাও।
উঃ পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, বাষ্পীয় ঘনত্ব, তুল্যাঙ্কভার, দ্রাব্যতা প্রভৃতি
৩৯) কয়েকটি মূল একক এর নাম লেখ।
উঃ দৈর্ঘ্য, ভর, সময়
৪০) এসআই পদ্ধতিতে মূল একক এর সংখ্যা কয়টি?
উঃ সাতটি
৪১) এস আই পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক কি?
উঃ অ্যাম্পিয়ার
৪২) এস আই পদ্ধতিতে দীপ্তির একক কি?
উঃ ক্যান্ডেলা
৪৩) কোণের একক কি?
উঃ রেডিয়ান
৪৪) ঘনকের একক কি?
উঃ স্টেরেডিয়ান
৪৫) গ্রহ ও নক্ষত্রের দূরত্ব মাপতে কোন একক ব্যবহার করা হয়?
উঃ আলোকবর্ষ
৪৬) শূন্য মাধ্যমে আলোর বেগ কত?
উঃ ৩×১০×১০×১০×১০×১০ কিমি/সেকেন্ড
৪৭) জ্যোতিষ শাস্ত্রে দৈর্ঘ্যের বৃহত্তম একক কি?
উঃ পারসেক
৪৮) 1 কারাট=কত মিলিগ্রাম?
উঃ 200 মিলিগ্রাম
৪৯) বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উঃ সাধারণ তুলা যন্ত্র
৫০) বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উঃ স্প্রিং তুলা যন্ত্র
৫১) ওজন বাক্সের বাটখারা গুলি ভরের অনুপাত কত?
উঃ ৫:২:২:১
Comments
Post a Comment
Haven't doubt please let me know.