Primary TET 22 question and answer

                              Set--2
                              ---------
           

১) মুহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করে নতুন রাজধানীর নাম দেন দৌলতাবাদ। দৌলতাবাদ এর আগের নাম কি ছিল?
উঃ দেবগিরি

২) নিচের চারটি রাজ্যের মধ্যে কোনটিতে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
ক) অরুণাচল প্রদেশ খ) মেঘালয় গ) মিজোরাম ঘ) নাগাল্যান্ড
উঃ অরুণাচল প্রদেশ

৩) কোন জাতীয় পুষ্টি প্রক্রিয়া ছত্রাকের মধ্যে দেখা যায় না?
উঃ স্বভোজী পুষ্টি

৪) the last judgement চিত্রটি কে এঁকেছেন?
উঃ মাইকেল এঞ্জেলো

৫) বাস্কেটবলের গোল দেওয়ার রিংটি মাটি থেকে কতখানি উঁচুতে থাকে?
উঃ 11 ফুট

৬) পেশাদারী মঞ্চে সাধারণের বিনোদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটকের নাম কি?
উঃ কুলীনকুল সর্বস্ব

৭) স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা পদ্ধতির উদ্দেশ্য কি?
উঃ ক্লাসে শিক্ষা পদ্ধতির কার্যকারীতা বিচার করা,ক্লাসে আপেক্ষিকভাবে ছাত্র-ছাত্রীদের গুণগতমান বিচার করা,ছাত্র-ছাত্রীরা পাঠ্য বিষয়বস্তু কতখানি আয়ত্ত করেছে সেটা জানা এসবের কারণেই ছাত্র-ছাত্রীদের পরীক্ষা পদ্ধতি নেয়া হয়।

৮) সংসদীয় রীতি অনুসারে তারকা চিহ্নিত প্রশ্ন কথার অর্থ কি?
উঃ যে প্রশ্নের উত্তর জরুরী ভিত্তিতে দিতে হয়

৯) পদত্যাগ করতে ইচ্ছুক হলে রাষ্ট্রপতি তাকে জানাতে পারেন?
উঃ উপরাষ্ট্রপতি

১০) land of cakes কোন দেশকে বলা হয়?
উঃ স্কটল্যান্ড

১১) the dying swan কিসের নাম?
উঃ ব্যালে নাচ

১২) the prince and the panpur বইটির লেখক কে?
উঃ হাওয়ার্ড কাস্ট

১৩) একটি উভয়লিঙ্গ শ্রেণীর প্রাণীর নাম লেখ।
উঃ কেঁচো

১৪) কোন ভিটামিনের অভাবে চোখের পুষ্টি ব্যাহত হয়?
উঃ ভিটামিন এ

১৫) কোন দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে চিহ্নিত করা হয়?
উঃ ৮ সেপ্টেম্বর

১৬) 1940 সালের লাহোর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাব কে উত্থাপন করেন?
উঃ এম এ জিন্না

১৭) transactional analysis কথাটি কিসে ব্যবহার করা হয়?
উঃ কেমিস্ট্রি

১৮) একটি ধাতু কল্পের উদাহরণ দাও।
উঃ আর্সেনিক, অ্যান্টিমনি

১৯) bicycle thief সিনেমাটির পরিচালক কে?
উঃ বিঃ সিকা

২০) স্বাস্থ্যের কারণে যাদের চিনি খাওয়া নিষেধ, তারা স্যাকারিন ব্যবহার করেন, যদিও স্যাকারিন চিনির থেকে অনেক বেশি মিষ্টি। এর কারণ কি?
উঃ শরীরের মধ্যে বিশ্লিষ্ট হয়না

২১) দূরের বস্তু দেখতে অসুবিধা হলে কি ধরনের চশমা ব্যবহার করা হয়?
উঃ উত্তল লেন্স যুক্ত চশমা

২২) বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম কোথায়?
উঃ জয়সালমীর

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)