Class 9 history question and answer

১) নেপোলিয়নের সংস্কার গুলি আলোচনা করো।

উত্তর:
    নেপোলিয়ন ছিলেন একজন সেনানায়ক তথা একজন সুশাসক। তিনি তার সংস্কারের মধ্য দিয়েই এক অসাধারণ কৃতিত্বের পরিচয় রেখে গেছেন।তিনি ফ্রান্সের শাসনভার গ্রহণ করার পর সমস্ত দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেন। নানা সংস্কার করে তিনি ফ্রান্সকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যান।

শাসন সংস্কার:
           ফ্রান্সে আইনের শাসন প্রবর্তনের জন্য তিনি একটি কেন্দ্রীভূত স্বৈরশাসন গড়ে তোলেন এবং চালু করেন অষ্টম বর্ষের সংবিধান। এই সংবিধান অনুযায়ী ফ্রান্সের কনস্যুলেটের শাসন চালু হয়। তিনি আইনসভাকে -কাউন্সিল অফ স্টেট, ট্রিবিউনেট, বিধানসভা ও সিনেট এই চারটি কক্ষে বিভক্ত করেন।নিম্নকক্ষের সদস্যরা নির্বাচিত হলেও বাকি তিন পক্ষের সদস্যরা প্রথম কনসালের দ্বারা নির্বাচিত হতেন। প্রথম কোন সালের অনুমতি ছাড়া কোন বিল আইনের মর্যাদা পেত না। শাসনের সুবিধার জন্য তিনি সমগ্র দেশকে 83 টি প্রদেশে ভাগ করেন এবং প্রতিটি প্রদেশে কে আবার জেলায় ভাগ করেন।

শিক্ষা সংস্কার:
         শিক্ষা সংস্কারের দিকেও নেপোলিয়ন সংস্কার করেছিলেন। প্রাথমিক শিক্ষার দায়িত্ব দেন পৌরসভার ওপর। তার উদ্যোগে প্রচুর মাধ্যমিক, কারিগরি, আইন, চিকিৎসা ও সামরিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সমগ্র দেশের বিভিন্ন শহরে 29 টি নির্বাচিত আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। একই শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য তিনি চালু করেন ইউনিভার্সিটি অফ ফ্রান্স।

ধর্ম সংস্কার:
        পোপের সঙ্গে বিরোধ মিটিয়ে নেয়ার উদ্দেশ্যে 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও পোপ সপ্তম পায়াসের সঙ্গে এক মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন । এই চুক্তি অনুসারে স্থির হয় যে----
ক) পোপ বিপ্লবী আমলের ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তি জাতীয়করণ মেনে নেবে।
খ) ফরাসি সরকার রোমান ও ক্যাথলিক গির্জা ও ধর্মমতকে স্বীকৃতি দেবে।
গ) ভবিষ্যতে যা যোগ্য সরকার কর্তৃক মনোনীত হবেন এবং পোপ আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন।
ঘ) রাষ্ট্র পোপ ও যাজকদের বেতন দেবে।

জনহিতকর কার্যাবলী:
                  নেপোলিয়ন কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির দিকে নজর দেন। তার আমলে বহু রাজপথ, নদী বাঁধ, সেতু ও বন্দর নির্মিত হয়েছিল। তিনি ফ্রান্সের প্রাচীন সৌধ গুলি সংস্কার করেন এবং বহু নতুন সৌধ নির্মাণ করেন।

অর্থনৈতিক সংস্কার:
                নেপোলিয়ন অর্থনৈতিক সংস্কারের উদ্দেশ্যে সরকারি দপ্তর গুলিতে ব্যয় সংকোচের নির্দেশ দেন। এবং অডিট প্রথা চালু করেন। সকলকে আয়কর দিতে বাধ্য করেন। নতুন কোন কর ধার্য না করে তিনি প্রচলিত কর আদায়ের উপর জোর দেন।1803 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন ব্যাংক অফ ফ্রান্স এবং স্টক এক্সচেঞ্জ স্থাপনের মাধ্যমে ফাটকা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)