Life science short question and answer, MCQ question and answer, SSC, rail, primary, upper primary, RRB etc exams question and answer
১) একটি নীলাভ সবুজ শৈবালের নাম লেখ।
উঃ অ্যানাবিনা, নস্টক
২) জলে দ্রবণীয় ভিটামিন গুলির নাম লেখ।
উঃ B,C,P
৩) তেলে দ্রবণীয় ভিটামিন গুলির নাম লেখ।
উঃ A,D,E,K
৪) মানুষের ফুসফুসের আবরণকে কি বলে?
উঃ প্লুরা
৫) মস্তিষ্কের আবরণকে কি বলে?
উঃ মেনিনজেস
৬) হৃদপিন্ডের আবরণীর নাম কি?
উঃ পেরিকার্ডিয়াম
৭) অস্থি কি ধরনের যোগকলা?
উঃ কঠিন যোগকলা
৮) সর্বজনীন দাতা বলা হয় কোন রক্তের বিভাগকে?
উঃ O বিভাগকে
৯) সার্বজনীন গ্রহীতা বলা হয় কোন রক্তের বিভাগকে?
উঃ AB বিভাগকে
১০) হরমোন উৎপন্নকারী গ্রন্থি গুলিকে কি বলে?
উঃ অন্তঃক্ষরা গ্রন্থি
১১) তিমি মাছের গমন অঙ্গের নাম কি?
উঃ ফ্লিপার
১২) অ্যামিবার গমন অঙ্গের নাম কি?
উঃ ক্ষণপদ
১৩) ইনসুলিনের অভাবে কোন রোগ হয়?
উঃ ডায়াবেটিস
১৪) ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
উঃ অগ্নাশয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে
১৫) রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উঃ ভিটামিন-A
১৬) পিটুইটারি কম ক্ষরণের জন্য কোন রোগ হয়?
উঃ বামনত্ব
১৭) পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত?
উঃ মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলাটরসিকা প্রকোষ্ঠে
১৮) চোখের আলো ঢুকে কোথা দিয়ে?
উঃ মনির মধ্য দিয়ে
১৯) প্রভু গ্রন্থি কাকে বলে?
উঃ পিটুইটারি
২০) অন্ধকারে আমরা দেখতে পাই না কারণ কি?
উঃ রডকোষ সাড়া দেয় না
২১) কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন হয় না?
উঃ ভিটামিন-K
২২) লজ্জায় মুখ লাল হয় কারণ কি?
উঃ অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয়
২৩) আপাতকালীন হরমোন বা জরুরী কালীন হরমোন বলা হয় কোন হরমোনকে?
উঃ অ্যাড্রিনালিন হরমোনকে
২৪) কোলেস্টেরল এক প্রকারের______________।
উঃ লিপিড
২৫) শিশুদের হাড়ের সংযোগস্থলে আক্রমণ করে কোন রোগ?
উঃ রিকেট রোগ
২৬) ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে কোন মশা?
উঃ স্ত্রী এনোফিলিস
২৭) রক্তের রং লাল হয় কেন?
উঃ হিমোগ্লোবিন কাকে বলে
২৮) হিমোগ্লোবিন কি?
উঃ লৌহ ঘটিত রঞ্জক পদার্থ
২৯) হিমোলিম্ফ কি?
উঃ পতঙ্গদের রক্তকে বলে হিমোলিম্ফ
৩০) অ্যামিবা কি জাতীয় প্রাণী?
উঃ প্রোটোজোয়া
৩১) মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি?
উঃ ফিমার
৩২) মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি?
উঃ স্টেপিস
৩৩) মানবদেহে হিমোগ্লোবিনের জন্য কোন খনিজের প্রয়োজন?
উঃ লৌহ
৩৪) ইওসিনোফিল কি ধরনের শ্বেতকণিকা?
উঃ দানাদার
৩৫) রাইবোজোম এর প্রধান কাজ কি?
উঃ প্রোটিন সংশ্লেষ করা
৩৬) সেন্ট্রোজোম এর প্রধান কাজ কি?
উঃ প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করা
৩৭) লোহিত কণিকার জীবনকাল কত দিন?
উঃ একশো কুড়ি দিন
৩৮) রক্ত কনিকা কয় প্রকার ও কি কি?
উঃ রক্তকণিকা তিন প্রকর-লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা
৩৯) চোখে প্রতিবিম্ব গঠিত হয় কোথায়?
উঃ রেটিনাতে
৪০) যকৃৎ থেকে উৎপন্ন পদার্থকে কি বলে?
উঃ পিত্তরস
উঃ অ্যানাবিনা, নস্টক
২) জলে দ্রবণীয় ভিটামিন গুলির নাম লেখ।
উঃ B,C,P
৩) তেলে দ্রবণীয় ভিটামিন গুলির নাম লেখ।
উঃ A,D,E,K
৪) মানুষের ফুসফুসের আবরণকে কি বলে?
উঃ প্লুরা
৫) মস্তিষ্কের আবরণকে কি বলে?
উঃ মেনিনজেস
৬) হৃদপিন্ডের আবরণীর নাম কি?
উঃ পেরিকার্ডিয়াম
৭) অস্থি কি ধরনের যোগকলা?
উঃ কঠিন যোগকলা
৮) সর্বজনীন দাতা বলা হয় কোন রক্তের বিভাগকে?
উঃ O বিভাগকে
৯) সার্বজনীন গ্রহীতা বলা হয় কোন রক্তের বিভাগকে?
উঃ AB বিভাগকে
১০) হরমোন উৎপন্নকারী গ্রন্থি গুলিকে কি বলে?
উঃ অন্তঃক্ষরা গ্রন্থি
১১) তিমি মাছের গমন অঙ্গের নাম কি?
উঃ ফ্লিপার
১২) অ্যামিবার গমন অঙ্গের নাম কি?
উঃ ক্ষণপদ
১৩) ইনসুলিনের অভাবে কোন রোগ হয়?
উঃ ডায়াবেটিস
১৪) ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়?
উঃ অগ্নাশয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে
১৫) রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উঃ ভিটামিন-A
১৬) পিটুইটারি কম ক্ষরণের জন্য কোন রোগ হয়?
উঃ বামনত্ব
১৭) পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত?
উঃ মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলাটরসিকা প্রকোষ্ঠে
১৮) চোখের আলো ঢুকে কোথা দিয়ে?
উঃ মনির মধ্য দিয়ে
১৯) প্রভু গ্রন্থি কাকে বলে?
উঃ পিটুইটারি
২০) অন্ধকারে আমরা দেখতে পাই না কারণ কি?
উঃ রডকোষ সাড়া দেয় না
২১) কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন হয় না?
উঃ ভিটামিন-K
২২) লজ্জায় মুখ লাল হয় কারণ কি?
উঃ অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয়
২৩) আপাতকালীন হরমোন বা জরুরী কালীন হরমোন বলা হয় কোন হরমোনকে?
উঃ অ্যাড্রিনালিন হরমোনকে
২৪) কোলেস্টেরল এক প্রকারের______________।
উঃ লিপিড
২৫) শিশুদের হাড়ের সংযোগস্থলে আক্রমণ করে কোন রোগ?
উঃ রিকেট রোগ
২৬) ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে কোন মশা?
উঃ স্ত্রী এনোফিলিস
২৭) রক্তের রং লাল হয় কেন?
উঃ হিমোগ্লোবিন কাকে বলে
২৮) হিমোগ্লোবিন কি?
উঃ লৌহ ঘটিত রঞ্জক পদার্থ
২৯) হিমোলিম্ফ কি?
উঃ পতঙ্গদের রক্তকে বলে হিমোলিম্ফ
৩০) অ্যামিবা কি জাতীয় প্রাণী?
উঃ প্রোটোজোয়া
৩১) মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম কি?
উঃ ফিমার
৩২) মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি?
উঃ স্টেপিস
৩৩) মানবদেহে হিমোগ্লোবিনের জন্য কোন খনিজের প্রয়োজন?
উঃ লৌহ
৩৪) ইওসিনোফিল কি ধরনের শ্বেতকণিকা?
উঃ দানাদার
৩৫) রাইবোজোম এর প্রধান কাজ কি?
উঃ প্রোটিন সংশ্লেষ করা
৩৬) সেন্ট্রোজোম এর প্রধান কাজ কি?
উঃ প্রাণী কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করা
৩৭) লোহিত কণিকার জীবনকাল কত দিন?
উঃ একশো কুড়ি দিন
৩৮) রক্ত কনিকা কয় প্রকার ও কি কি?
উঃ রক্তকণিকা তিন প্রকর-লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা
৩৯) চোখে প্রতিবিম্ব গঠিত হয় কোথায়?
উঃ রেটিনাতে
৪০) যকৃৎ থেকে উৎপন্ন পদার্থকে কি বলে?
উঃ পিত্তরস
Comments
Post a Comment
Haven't doubt please let me know.