Primary TET examinations important28 question and answer

                           দ্বিতীয় পর্ব
                                   


১) ভারতীয় সংসদীয় প্রথায় ছাঁটাই প্রস্তাব বলতে কী বোঝায়?
উঃ কোন প্রস্তাবিত বিলের দৈর্ঘ্য হ্রাস করা

২) কলকাতার সবচেয়ে পুরনো গির্জা কোনটি?
উঃ আর্মেনিয়ান গির্জা

৩) সেন্ট থোমের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
উঃ 1746 খ্রিস্টাব্দে

৩) ওয়াটারপোলোতে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে?
উঃ সাতজন

৪) টারজান কার্টুন"চরিত্রটি কোন লেখকের সৃষ্টি?
উঃ এডগার রাইস বারোজ

৫) মানুষ সামাজিক জীব"-উক্তিটির প্রবক্তা কে?
উঃ অ্যারিস্টোটল

৬) নেলসন ম্যান্ডেলার প্রথম জীবনের জীবিকা কি ছিল?
উঃ উকিল

৭) নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত দেখা যায়?
উঃ পরিচালন বৃষ্টিপাত

৮) রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ পোলো

৯) এক ঝাঁক প্রজাপতিকে কি বলে?
উঃ সোয়ার্ম

১০) কোন দেশের পতাকাকে ওল্ড গ্লোরি বলা হয়?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র

১১) বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উঃ মার্কস

১২) চোগিয়ালের কর্তৃত্ব থেকে সিকিম কত সালে ভারতের অন্তর্ভুক্ত রাজ্য হয়?
উঃ 1979 সাল

১৩) রবীন্দ্রনাথ তাঁর বিখ্যাত বাংলার মাটি, বাংলার জল"গানটি কত সালে রচনা করেছিলে?
উঃ 1905 সালে

১৪) উত্তর ভারতের শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উঃ হর্ষবর্ধন

১৫) নামদাফা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?
উঃ অরুণাচল প্রদেশ

১৬) পিথাগোরাস এর শিক্ষা গুরু কে ছিলেন?
উঃ খালেস

১৭) পাকিস্তানের হায়দ্রাবাদ কোন রাজ্যের শহর?
উঃ সিন্ধু

১৮) কোন উদ্ভিদের ব্যপ্তি চলন খুব সহজেই চোখে পড়ে?
উঃ লজ্জাবতী

১৯) পাক অধিকৃত কাশ্মীর এর রাজধানী কোথায়?
উঃ মুজাফফরাবাদ

২০) ক্লোরাইডযুক্ত জল পান করলে কি হয়?
উঃ পঙ্গু

২১) ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় কবে?
উঃ 1974 সালে

২২) উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন ও দীর্ঘতম রাত্রি কবে হয়?
উঃ 22 ডিসেম্বর

২৩) কোন সালে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়?
উঃ 1937 সালে

২৪) বেন্ডিগো স্বর্ণ খনি অঞ্চল কোথায় অবস্থিত?
উঃ অস্ট্রেলিয়া

২৫) মহাশূন্যের বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে?
উঃ স্টিফেন হকিং

২৬) ক্ষমতার অলিন্দে বইটি কার লেখা?
উঃ নিতিশ সেনগুপ্ত

২৭) কানের কোন অংশ শব্দতরঙ্গ বহন করে?
উঃ কর্ণকুহর




Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)