Indian history MCQ question and answer, ভারতের ইতিহাস অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, SSC bank Rail group c group d RRB MCQ question and answer
১) ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনক কে?
উঃ মানবেন্দ্রনাথ রায়
২) ফাদার সী মার্টিন কার ছদ্মনাম?
উঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য
৩) মানবেন্দ্রনাথ রায় কোন দেশের দীক্ষিত হন?
উঃ মেক্সিকো
৪) AITUC-র প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ লালা লাজপত রায়
৫) নিখিল ভারত কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ স্বামী সহজানন্দ
৬) 1922 এর শেষ দিকে ভারতের বিভিন্ন স্থানে যে কমিউনিস্ট গোষ্ঠীর গড়ে ওঠে কলকাতায় নেতৃত্ব দিয়েছিলেন কে?
উঃ মুজাফফর আহমেদ
৭) ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম হয় কবে?
উঃ 1925 খ্রিস্টাব্দে 26 শে ডিসেম্বর
৮) 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন কে দাসত্বের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন কে?
উঃ জহরলাল নেহেরু
৯) স্যার স্টাফোর্ড ক্রিপস ভারতে আসেন কবে?
উঃ 1942 খ্রিস্টাব্দে
১০) ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?
উঃ 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট
১১) সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ করেন কবে?
উঃ 1941 খ্রিস্টাব্দে 17 ই জানুয়ারি
১২) নেতাজির আজাদ হিন্দ সরকার কে পৃথিবীর কয়টি রাষ্ট্র স্বীকৃতি দেয়?
উঃ 90
১৩) নিখিল ভারত কিষান সভার প্রথম অধিবেশন বসে কোথায়?
উঃ লক্ষ্নৌ
১৪) বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোন বিপ্লবী গোষ্ঠীর সদস্য ছিলেন?
উঃ যুগান্তর
১৫) কোন বাঙালি বিপ্লবী মানবেন্দ্রনাথ নামে পরিচিত?
উঃ মানবেন্দ্রনাথ ভট্টাচার্য
১৬) তাসখন্দে এম এন রায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি?
উঃ ভারতের কমিউনিস্ট পার্টি
১৭) গান্ধী বনাম লেনিন গ্রন্থের রচয়িতা কে?
উঃ ডাংগে
১৮) ভারতের প্রথম কমিউনিস্ট বিরোধী মামলা কোনটি?
উঃ পেশোয়া ষড়যন্ত্র মামলা
১৯) ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?
উঃ এস বি ঘাটে
২০) স্বামী সহজানন্দ সরস্বতী কোথায় কৃষক বিদ্রোহ করে তোলেন?
উঃ বিহারে
২১) কবে নিখিল ভারত কিষান সভার অধিবেশন হয়?
উঃ 1936 খ্রিস্টাব্দে
২২) সর্বভারতীয় কিষাণ দিবস উদযাপিত হয় কবে?
উঃ 1934 খ্রিস্টাব্দে ১লা ডিসেম্বর
২৩) কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হন?
উঃ হরিপুরা অধিবেশনে
২৪) হরিপুরা অধিবেশন ঘটে কবে?
উঃ 1938 খ্রিস্টাব্দে
২৫) ত্রিপুরী কংগ্রেসের অধিবেশন হয় কবে?
উঃ 1939 খ্রিস্টাব্দে
২৬) ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে নির্বাচিত হন?
উঃ পট্টভি সীতারামাইয়া
২৭) ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র ইস্তফা দিলে কংগ্রেসের কংগ্রেসের সভাপতি কে হন?
উঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ
২৮) কে ফরওয়ার্ড ব্লক গঠন করেন?
উঃ সুভাষচন্দ্র বসু
২৯) কবে ফরওয়ার্ড ব্লক গঠিত?
উঃ 1939 সালে থার্ড মে
৩০) জিন্নাহর নির্দেশে মুসলিম লীগ কবে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস পালন করেন?
উঃ 1939 সালে 22 ডিসেম্বর
৩১) মুসলিম লীগের লাহোর প্রস্তাব গৃহীত হয় কবে?
উঃ 194০খ্রিস্টাব্দে
৩২) স্টাফোর্ড ক্রিপস কে ছিলেন?
উঃ চার্চিল মন্ত্রিসভার সদস্য
৩৩) ক্রিপস দৈত্য কবে ভারতে আসেন?
উঃ 1942 খ্রিস্টাব্দে
৩৪) ভারতছাড়ো আন্দোলনের সময় বাংলার কোথায় স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়?
উঃ পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের
৩৫) কে গান্ধী বুড়ি নামে বিখ্যাত?
উঃ মাতঙ্গিনী হাজরা
৩৬) সুভাষচন্দ্র কবে অন্তরীণ অবস্থায় অন্তর্ধান করেন?
উঃ 1941 খ্রিস্টাব্দে
৩৭) আজাদ হিন্দ ফৌজ প্রথম কার দ্বারা সংঘটিত হয়?
উঃ রাসবিহারী বসু
৩৮) আজাদ হিন্দ ফৌজ এর প্রথম সেনাপতি কে ছিলেন?
উঃ ক্যাপ্টেন মোহন সিং
৩৯) কার নেতৃত্বে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়?
উঃ সুভাষচন্দ্র বসু
৪০) পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতার জনক কাকে বলা হয়?
উঃ রাসবিহারী বসু
৪১) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের কোন প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র কে সর্বতোভাবে সাহায্য করেন?
উঃ তোজো
৪২) নেতাজি কোথায় আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন?
উঃ সিঙ্গাপুরে
৪৩) আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কী?
উঃ ঝাঁসির রানী ব্রিগেড
৪৪) জয় হিন্দ কোন সরকারের বীজ মন্ত্র ছিল?
উঃ আজাদ হিন্দ সরকারের
৪৫) বরদৌলি সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ 1928 খ্রিস্টাব্দের বল্লভ ভাই প্যাটেল
৪৬) সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের কতবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
উঃ দুবার (হরিপুরা ও ত্রিপুরা কংগ্রেস অধিবেশন)
৪৭) পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় কবে?
উঃ 1930 খ্রিস্টাব্দে 26 জনুয়ারি
৪৮) আজাদ হিন্দ ফৌজ এর তিনটি আদর্শ কি কি?
উঃ ঐক্যচেতনা ,আত্মবিশ্বাস ও আত্মত্যাগ
৪৯) আজাদ হিন্দ বাহিনীর বন্দি সেনাদের বিচার শুরু হয়েছিল কোথায়?
উঃ লালকেল্লায়
উঃ মানবেন্দ্রনাথ রায়
২) ফাদার সী মার্টিন কার ছদ্মনাম?
উঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য
৩) মানবেন্দ্রনাথ রায় কোন দেশের দীক্ষিত হন?
উঃ মেক্সিকো
৪) AITUC-র প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ লালা লাজপত রায়
৫) নিখিল ভারত কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ স্বামী সহজানন্দ
৬) 1922 এর শেষ দিকে ভারতের বিভিন্ন স্থানে যে কমিউনিস্ট গোষ্ঠীর গড়ে ওঠে কলকাতায় নেতৃত্ব দিয়েছিলেন কে?
উঃ মুজাফফর আহমেদ
৭) ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম হয় কবে?
উঃ 1925 খ্রিস্টাব্দে 26 শে ডিসেম্বর
৮) 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন কে দাসত্বের এক নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন কে?
উঃ জহরলাল নেহেরু
৯) স্যার স্টাফোর্ড ক্রিপস ভারতে আসেন কবে?
উঃ 1942 খ্রিস্টাব্দে
১০) ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়?
উঃ 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট
১১) সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ করেন কবে?
উঃ 1941 খ্রিস্টাব্দে 17 ই জানুয়ারি
১২) নেতাজির আজাদ হিন্দ সরকার কে পৃথিবীর কয়টি রাষ্ট্র স্বীকৃতি দেয়?
উঃ 90
১৩) নিখিল ভারত কিষান সভার প্রথম অধিবেশন বসে কোথায়?
উঃ লক্ষ্নৌ
১৪) বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোন বিপ্লবী গোষ্ঠীর সদস্য ছিলেন?
উঃ যুগান্তর
১৫) কোন বাঙালি বিপ্লবী মানবেন্দ্রনাথ নামে পরিচিত?
উঃ মানবেন্দ্রনাথ ভট্টাচার্য
১৬) তাসখন্দে এম এন রায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি?
উঃ ভারতের কমিউনিস্ট পার্টি
১৭) গান্ধী বনাম লেনিন গ্রন্থের রচয়িতা কে?
উঃ ডাংগে
১৮) ভারতের প্রথম কমিউনিস্ট বিরোধী মামলা কোনটি?
উঃ পেশোয়া ষড়যন্ত্র মামলা
১৯) ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন?
উঃ এস বি ঘাটে
২০) স্বামী সহজানন্দ সরস্বতী কোথায় কৃষক বিদ্রোহ করে তোলেন?
উঃ বিহারে
২১) কবে নিখিল ভারত কিষান সভার অধিবেশন হয়?
উঃ 1936 খ্রিস্টাব্দে
২২) সর্বভারতীয় কিষাণ দিবস উদযাপিত হয় কবে?
উঃ 1934 খ্রিস্টাব্দে ১লা ডিসেম্বর
২৩) কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হন?
উঃ হরিপুরা অধিবেশনে
২৪) হরিপুরা অধিবেশন ঘটে কবে?
উঃ 1938 খ্রিস্টাব্দে
২৫) ত্রিপুরী কংগ্রেসের অধিবেশন হয় কবে?
উঃ 1939 খ্রিস্টাব্দে
২৬) ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে নির্বাচিত হন?
উঃ পট্টভি সীতারামাইয়া
২৭) ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র ইস্তফা দিলে কংগ্রেসের কংগ্রেসের সভাপতি কে হন?
উঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ
২৮) কে ফরওয়ার্ড ব্লক গঠন করেন?
উঃ সুভাষচন্দ্র বসু
২৯) কবে ফরওয়ার্ড ব্লক গঠিত?
উঃ 1939 সালে থার্ড মে
৩০) জিন্নাহর নির্দেশে মুসলিম লীগ কবে মুক্তি দিবস বা নিষ্কৃতি দিবস পালন করেন?
উঃ 1939 সালে 22 ডিসেম্বর
৩১) মুসলিম লীগের লাহোর প্রস্তাব গৃহীত হয় কবে?
উঃ 194০খ্রিস্টাব্দে
৩২) স্টাফোর্ড ক্রিপস কে ছিলেন?
উঃ চার্চিল মন্ত্রিসভার সদস্য
৩৩) ক্রিপস দৈত্য কবে ভারতে আসেন?
উঃ 1942 খ্রিস্টাব্দে
৩৪) ভারতছাড়ো আন্দোলনের সময় বাংলার কোথায় স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়?
উঃ পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের
৩৫) কে গান্ধী বুড়ি নামে বিখ্যাত?
উঃ মাতঙ্গিনী হাজরা
৩৬) সুভাষচন্দ্র কবে অন্তরীণ অবস্থায় অন্তর্ধান করেন?
উঃ 1941 খ্রিস্টাব্দে
৩৭) আজাদ হিন্দ ফৌজ প্রথম কার দ্বারা সংঘটিত হয়?
উঃ রাসবিহারী বসু
৩৮) আজাদ হিন্দ ফৌজ এর প্রথম সেনাপতি কে ছিলেন?
উঃ ক্যাপ্টেন মোহন সিং
৩৯) কার নেতৃত্বে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়?
উঃ সুভাষচন্দ্র বসু
৪০) পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতার জনক কাকে বলা হয়?
উঃ রাসবিহারী বসু
৪১) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের কোন প্রধানমন্ত্রী সুভাষচন্দ্র কে সর্বতোভাবে সাহায্য করেন?
উঃ তোজো
৪২) নেতাজি কোথায় আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন?
উঃ সিঙ্গাপুরে
৪৩) আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কী?
উঃ ঝাঁসির রানী ব্রিগেড
৪৪) জয় হিন্দ কোন সরকারের বীজ মন্ত্র ছিল?
উঃ আজাদ হিন্দ সরকারের
৪৫) বরদৌলি সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয়েছিল?
উঃ 1928 খ্রিস্টাব্দের বল্লভ ভাই প্যাটেল
৪৬) সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের কতবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
উঃ দুবার (হরিপুরা ও ত্রিপুরা কংগ্রেস অধিবেশন)
৪৭) পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় কবে?
উঃ 1930 খ্রিস্টাব্দে 26 জনুয়ারি
৪৮) আজাদ হিন্দ ফৌজ এর তিনটি আদর্শ কি কি?
উঃ ঐক্যচেতনা ,আত্মবিশ্বাস ও আত্মত্যাগ
৪৯) আজাদ হিন্দ বাহিনীর বন্দি সেনাদের বিচার শুরু হয়েছিল কোথায়?
উঃ লালকেল্লায়
Comments
Post a Comment
Haven't doubt please let me know.