Madhyamik question solved
{1}মস্তিষ্কের প্রধান অংশ গুলির অবস্থান ও কাজ লেখ।
উত্তরঃ--
(A) সেরিব্রাল কর্টেক্স বা গুরুমস্তিষ্ক(cerebral cortex):-
এটি দুটি গোলার্ধে বিভক্ত, যথা--বাম গোলার্ধ ও ডান গোলার্ধ। গোলার্ধদ্বয় করপাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে। গুরুমস্তিষ্ক টি অসংখ্য ভাজ (জাইরাস) ও খাঁজ (সার্কাস)নিয়ে গঠিত।
১) অবস্থান:
এটি অগ্রমস্তিষ্কে অবস্থিত এবং করোটির বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত।
২) কাজ:
a) গুরুমস্তিষ্ক প্রাণীদের চিন্তা,স্মৃতি,বুদ্ধি প্রভৃতি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে।
b) চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ইত্যাদি পর্শ বোধ নিয়ন্ত্রণ করে।
(B) থ্যালামাস(Thalamus):-
মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের দুই পাশে গুরু মস্তিষ্কেকের নিচে অবস্থিত দুটি ধূসর বর্ণের ডিম্বাকার অংশবিশেষ। একেে গুরু একে গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার বলে।
১) অবস্থান:
এটি অগ্রমস্তিষ্কের অংশ গুরুমস্তিষ্কের নিচে অবস্থিত।
২) কাজ:
a) প্রেরক স্থান:---ঘ্রাণ প্রবাহ ছাড়া সবরকম সংজ্ঞাবহ স্নায়ুপ্রবাহ থ্যালমাস মধ্য দিয়ে গুরুমস্তিষ্কে প্রবেশ করে।
b) প্রতিবর্তী কেন্দ্র:---থ্যালামাসেরএকটি গুরুত্বপূর্ণ প্রতিবর্তী কেন্দ্র।বিভিন্ন আবেগজনিত প্রতিক্রিয়া গুলি (যেমন- ক্রোধ,পিড়ন)থ্যালামাসের মধ্যেই ঘটে।
(C)হাইপোথ্যালামাস(hypothalamus):-
এটি তৃতীয় মস্তিষ্কেক প্রকোষ্ঠের তলদেশ ও পার্শ্ব প্রাচীরের অপটিক উর্ধাংশ থেকে ম্যামিলারি বডি পর্যন্ত বিস্তৃত থাকে।
১) অবস্থান:
এটি অগ্র মস্তিষ্কের অংশ যা গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত।
২) কাজ:
a) হাইপোথ্যালামাস সমবেদী ও পরাসমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে।
b) এটি তৃষ্ণা,হাসি,কান্না,উত্তেজনা প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে।
(D) মধ্য মস্তিষ্ক(Mid brain):-
এটি টেকটাম ও সেরিব্রাল পেডাঙ্কল নিয়ে গঠিত।
১) অবস্থান:
অগ্রমস্তিষ্ক ও পশ্চাদ্ মস্তিষ্কের মাঝখানে অবস্থিত।
২) কাজ:
a) দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে।
b) অক্ষিগোলকের বিচলন ও আলোক প্রতিবর্ত নিয়ন্ত্রণ করে।
(E) পনস্ বা যোজক (pons):-
এটি পশ্চাদ্ মস্তিষ্কের অংশ। এটি মধ্য মস্তিষ্কের সঙ্গে লঘু মস্তিষ্ক ও সুষুম্নাশীর্ষক এর সঙ্গে সংযোগ স্থাপন করে।
১) অবস্থান:
পনস্ মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্নাশীর্ষকের উপরে অবস্থিত।
২) কাজ:
a) পনস্ অবস্থিতস্থিত মূত্রনালী নিয়ন্ত্রক স্নায়ুকেন্দ্র ডেট্রুসোর পেশীর সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগ সহয়তা করে।
b) পনস্ এ অবস্থিত শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকেন্দ্র শ্বাসক্রিয়ার ক্রিয়ার হার নিয়ন্ত্রণ কর
(F) লঘু মস্তিষ্ক (cerebellum):-
এটি পশ্চাদ্ মস্তিষ্কের অংশ। দুটি গোলার্ধ নিয়ে গঠিত গোলার্ধ দুটি ভারমিজ নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে।
১) অবস্থান: পনস্ ও সুষুম্নাশীর্ষক এর সংযোগস্থলে করোটির পশ্চাদ্ ভাগে অবস্থিত।
২) কাজ: a) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
b) প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করে।
(B) থ্যালামাস(Thalamus):-
মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের দুই পাশে গুরু মস্তিষ্কেকের নিচে অবস্থিত দুটি ধূসর বর্ণের ডিম্বাকার অংশবিশেষ। একেে গুরু একে গুরু মস্তিষ্কের প্রধান সিংহদ্বার বলে।
১) অবস্থান:
এটি অগ্রমস্তিষ্কের অংশ গুরুমস্তিষ্কের নিচে অবস্থিত।
২) কাজ:
a) প্রেরক স্থান:---ঘ্রাণ প্রবাহ ছাড়া সবরকম সংজ্ঞাবহ স্নায়ুপ্রবাহ থ্যালমাস মধ্য দিয়ে গুরুমস্তিষ্কে প্রবেশ করে।
b) প্রতিবর্তী কেন্দ্র:---থ্যালামাসেরএকটি গুরুত্বপূর্ণ প্রতিবর্তী কেন্দ্র।বিভিন্ন আবেগজনিত প্রতিক্রিয়া গুলি (যেমন- ক্রোধ,পিড়ন)থ্যালামাসের মধ্যেই ঘটে।
(C)হাইপোথ্যালামাস(hypothalamus):-
এটি তৃতীয় মস্তিষ্কেক প্রকোষ্ঠের তলদেশ ও পার্শ্ব প্রাচীরের অপটিক উর্ধাংশ থেকে ম্যামিলারি বডি পর্যন্ত বিস্তৃত থাকে।
১) অবস্থান:
এটি অগ্র মস্তিষ্কের অংশ যা গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত।
২) কাজ:
a) হাইপোথ্যালামাস সমবেদী ও পরাসমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে।
b) এটি তৃষ্ণা,হাসি,কান্না,উত্তেজনা প্রভৃতি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে।
(D) মধ্য মস্তিষ্ক(Mid brain):-
এটি টেকটাম ও সেরিব্রাল পেডাঙ্কল নিয়ে গঠিত।
১) অবস্থান:
অগ্রমস্তিষ্ক ও পশ্চাদ্ মস্তিষ্কের মাঝখানে অবস্থিত।
২) কাজ:
a) দর্শন ও শ্রবণ নিয়ন্ত্রণ করে।
b) অক্ষিগোলকের বিচলন ও আলোক প্রতিবর্ত নিয়ন্ত্রণ করে।
(E) পনস্ বা যোজক (pons):-
এটি পশ্চাদ্ মস্তিষ্কের অংশ। এটি মধ্য মস্তিষ্কের সঙ্গে লঘু মস্তিষ্ক ও সুষুম্নাশীর্ষক এর সঙ্গে সংযোগ স্থাপন করে।
১) অবস্থান:
পনস্ মধ্য মস্তিষ্কের নিচে এবং সুষুম্নাশীর্ষকের উপরে অবস্থিত।
২) কাজ:
a) পনস্ অবস্থিতস্থিত মূত্রনালী নিয়ন্ত্রক স্নায়ুকেন্দ্র ডেট্রুসোর পেশীর সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগ সহয়তা করে।
b) পনস্ এ অবস্থিত শ্বাস নিয়ন্ত্রণকারী স্নায়ুকেন্দ্র শ্বাসক্রিয়ার ক্রিয়ার হার নিয়ন্ত্রণ কর
(F) লঘু মস্তিষ্ক (cerebellum):-
এটি পশ্চাদ্ মস্তিষ্কের অংশ। দুটি গোলার্ধ নিয়ে গঠিত গোলার্ধ দুটি ভারমিজ নামক স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে।
১) অবস্থান: পনস্ ও সুষুম্নাশীর্ষক এর সংযোগস্থলে করোটির পশ্চাদ্ ভাগে অবস্থিত।
২) কাজ: a) দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
b) প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করে।

Comments
Post a Comment
Haven't doubt please let me know.