আমাদের পরিবেশ Class6
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
ষষ্ঠ শ্রেণি
আমাদের পরিবেশ
১) চাপ কাকে বলে ?
👉 একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কে চাপ বলা হয়।
২) SI পদ্ধতিতে চাপের একক কি ?
👉 পাস্কাল
৩) বার্নৌলির নীতিটি লেখ।
👉 কোন গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়।
৪) হৃদপিণ্ড কি ?
👉 সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প বা যন্ত্র।
৫) বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তা হল ____________।
👉 বক্ষাস্থি
৬) পিঠের মাছ বরাবর যে শক্ত হাড় থাকে তাকে বলে ____________।
👉 শিরদাঁড়া
৭) ধমনী কাকে বলে ?
👉 হৃদপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে।
৮) শিরা কাকে বলে ?
👉 সারা শরীরের দূষিত রক্ত যে নালীর মাধ্যমে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে।
৯) মানুষের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ যুক্ত ও কি কি ?
👉 চার প্রকোষ্ঠ যুক্ত- ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ ও বাম নিলয়।
১০) ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে অবস্থিত _____________ কপাটিকা।
👉 ত্রিপত্রক
১১) বাম অলিন্দ ও বাম নির্বয়ের মাঝে অবস্থিত ___________ কপাটিকা।
👉 দ্বিপত্রক
১২) মানুষের হৃদপিণ্ড মিনিটে কতবার ?
👉 ৭২ থেকে ৮০ বার
১৩) রক্ত কি ?
👉 রক্ত হল এক প্রকার তরল যোগকলা।
১৪) রক্ত কি কি উপাদান দিয়ে গঠিত ?
👉 রক্তরস ও রক্তকণিকা
১৫) রক্তরসের কাজ কী ?
👉 রক্ত রসের মধ্যে এক রকম উপাদান থাকে যা, জীবাণুর দেহ থেকে বেরোনো নানা রোগ সৃষ্টিকারী পদার্থকে ধ্বংস করে।
১৬) রক্তে কয় ধরনের রক্ত কণিকা থাকে কি কি ?
👉 তিন ধরনের- লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা।
১৭) লোহিত রক্ত কণিকার কাজ কি ?
👉 অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের কোষে কোষে পৌঁছে দেওয়া।
১৮) শ্বেত রক্ত কণিকার কাজ কি ?
👉 রোগ জীবাণু ধ্বংস করা।
১৯) অনুচক্রিকার কাজ কি ?
👉 রক্ত জমাট বাঁধলে সাহায্য করা।
২০) লালারসে অবস্থিত জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থের নাম কি ?
👉 লাইসোজাইম
২১) পাকস্থলী থেকে কোন এ্যাসিড নিঃসৃত হয় ?
👉 হাইড্রোক্লোরিক অ্যাসিড
২২) রোগ প্রতিরোধকারী সকল উপাদানে মূলত ___________ দিয়ে তৈরি।
👉 প্রোটিন
২৩) হৃদপিণ্ড কোথায় অবস্থিত ?
👉 বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে- বক্ষাস্থির ঠিক পিছনে।
২৪) ফুসফুসের রং কেমন ?
👉 কালচে গোলাপী
২৫) এক একটা ফুসফুসে প্রায় ___________বায়ু থলি থাকে।
👉 দশ কোটি
২৬) একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা কত ?
👉 ২০৬ টি
২৭) অক্ষীয় কঙ্কাল
👉
২৮) জন্মের সময় একজন শিশুর প্রায় _________ হাড় থাকে।
👉 ৩০০ টি
২৯) লিগামেন্ট কি ?
👉 যে সুতোর মতো অংশ দিয়ে অস্থিগুলো যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে।
৩০) অস্থিসন্ধি কাকে বলে ?
👉 হাড়ের জোড়কে অস্থিসন্ধি বলে।
৩১) একটি অচল অস্থি সন্ধির নাম লেখ।
👉 মাথার খুলির অস্থি
Comments
Post a Comment
Haven't doubt please let me know.