বাড়ির চারপাশের পরিবেশ বিষয়ক একটি প্রজেক্ট
তোমার বাড়ির চারপাশের পরিবেশ বিষয়ক একটি প্রজেক্ট তৈরী কর।
Page- 1
বিদ্যালয়ের নাম:
বিষয়: বাড়ীর চারপাশের পরিবেশ
ছাত্র/ছাত্রীর নাম:
শ্রেণী:
বিভাগ:
ক্রমিক নং:
page - 2
পরিবেশের সংজ্ঞাঃ
আমাদের চারপাশে অবস্থিত মাঠ-ঘাট, গাছপালা, নদী, জলাশয়, ঘর-বাড়ি মানুষসহ নানা জীবজন্তুদের একসঙ্গে পরিবেশ বলে।
এককথায় আমাদের চারপাশে যা কিছু অবস্থিত তা নিয়েই আমাদের পরিবেশ গঠিত হয়। এই পরিবেশ আঞ্চলিক ভেদে নানা রকম হয়ে থাকে। একটি মরুভূমির পরিবেশ যেমন একটি পাহাড়ি অঞ্চলের পরিবেশের সাথে খাপ খায় না তেমনি একটি শহরের পরিবেশের সাথে একটি গ্রামের পরিবেশ এক হয় না। আমার বাড়ির চারপাশে যে পরিবেশ আমার চোখে পড়ে তার নিম্নরূপ।
Page -3
প্রাকৃতিক পরিবেশঃ
প্রাকৃতিক পরিবেশ বলতে প্রকৃতিগতভাবে গড়ে ওঠা পরিবেশকে বোঝায় যেখানে মানুষের কোনো হস্তক্ষেপ থাকে না। আমার বাড়ির চারপাশের প্রাকৃতিক পরিবেশ বলতে আমাদের বাড়ির পাশে অবস্থিত একটি নদীর সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া যায়। আর সেই নদীর তীরে জন্মানো গাছপালা। এছাড়া প্রাকৃতিভাবে গড়ে ওঠা বনভূমি। পরিষ্কার নীল আকাশ ও সেই আকাশে ডানা মেলে উড়ে চলা শঙ্খচিল, শালিক প্রভৃতি পাখির অপরূপ সৌন্দর্য। এছাড়াও এখানকার বিস্তীর্ণ মাঠের উর্বর মাটি এখানকার ভূমিকে সুজলা সুফলা ও শস্যশ্যামলা করতে সাহায্য করেছে। পাশে অবস্থিত নদীর জলে পানকৌড়িদের আনাগোনা এবং নৌকা চলাচল অপরূপ সৌন্দর্য প্রদান করে। এই গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে উঠে আসে সন্ধ্যা কালীন আকাশে বুক চিরে পাখিদের নিজেদের বাসায় ফিরে যাওয়া, গাছের শাখায় বসে দোয়েল পাখির ডাক, শিউলির গন্ধ প্রভৃতি মিলেমিশে প্রাকৃতিক পরিবেশকে সৌন্দর্য মন্ডিত করে তোলে।
Page -4
সামাজিক পরিবেশঃ
সমাজ পরিবেশের অবিচ্ছেদ্য অঙ্গ। এখানকার সামাজিক পরিবেশের বর্ণনায় প্রথমেই মানুষের মধ্যে সৎ আচরণ বলতে হয়।এখানে সকলে মিলেমিশে থাকা খাওয়ার মধ্যেও মানবিক পরিবেশকে উজ্জ্বল করে তুলেছে। মানুষের ভাষা পোশাক- পরিচ্ছদ এখানকার সংস্কৃতি পরিবেশকে অসাধারণ করে তুলেছে। প্রত্যেক মানুষ নিজে নিজে উপযুক্ত পরিবেশ গড়ে উঠেছে। নানা উৎসব অনুষ্ঠানে মানুষের মিলনে এবং ভাবের আদান-প্রদানের মাধ্যমে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠেছে।
ঔষধি গাছঃ
বাড়ির চারপাশে নানা প্রকার ভেষজ গাছের প্রাচুর্য থাকায় খুব সহজেই তা ব্যবহার করা যায়।
Page -5
কৃতজ্ঞতা স্বীকার
এই প্রকল্পটি করে আমি বিশেষভাবে উপকৃত হয়েছি। নানা ভেষজ গাছ প্রাণীদের উপকার সম্পর্কে অবগত হয়েছি। তাই আমাদের বিদ্যালয়ের শিক্ষকের কাছে আমি কৃতজ্ঞ। এই রকম একটি প্রকল্প করে আমি খুব খুশি।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.