হাট কবিতা যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রশ্ন ও উত্তর
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত – ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 6 Bengali Haat kobitar Question and Answer
Question and Answ : হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত –ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 6 Bengali haat Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 6th Bengali haat Question and Answer, Suggestion, Notes | ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 6th six VI Bengali Examination – পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব important। ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত – ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 6 Bengali haat Question and Answer) গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
তোমরা যারা হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত – ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 6 Bengali Haat Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
রাজ্য (State)পশ্চিমবঙ্গ ,(West Bengal)বোর্ড (Board),WBBSEশ্রেণী (Class) ষষ্ঠ শ্রেণী (WB Class 6) বিষয় (Subject) ষষ্ঠ শ্রেণীর বাংলা (Class 6 Bengali)কবিতা (Kobita) হাট (Haat)লেখক (Writer) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত – ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 6th Bengali Haat Question and Answer
MCQ | হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত– ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 6 Bengali Haat Question and Answer :
হাট
যতীন্দ্রনাথ সেনগুপ্ত
A) নীচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি লেখ
১) বকের পাখায় আলোক লুকায় /ছাড়িয়া-
ক) দখিনের খ) পুবের
গ) পশ্চিমের ঘ) উত্তরের মাঠ।
উঃ পুবের
২) হাটের দোচালাকে বিদ্রুপ বাঁশি শোনায়-
ক) দোকানি খ) ক্রেতা
গ) বায়ু ঘ) রাত্রি।
উঃ বায়ু
৩) খোলা আছে হাট মুক্ত -
ক) আকাশে খ) বাতাসে
গ) আঙিনায় ঘ) বাগিচায়।
উঃ বাতাসে
৪) বিকালবেলায় বিকায় হেলায় -
ক) প্রভাতের ফল খ) মাটির কলস
গ) কাঁসার বাসন ঘ) শুকনো সবজি।
উঃ প্রভাতের ফল
৫) নির্জন হাটে রাত্রে নামিল /একক -
ক) বকের খ) প্যাঁচার
গ) কাকের ঘ) চিলের ডাকে।
উঃ কাকের
B) নিজের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও।
১) নির্মল এর প্রতিশব্দ কবিতায় যে উদ্ধৃত অংশে আছে সেটি লেখো।
উঃ শিশির- বিমল প্রভাতের ফল।
২) হাট কবিতাটি কার লেখা ?
উঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত
৩) উদার আকাশে মুক্ত বাতাসে- উদার আকাশ বলতে কী বোঝো ?
উঃ উদার আকাশ বলতে সীমাহীন আকাশ এবং তার নিচে অবস্থিত মুক্ত পৃথিবীকে বোঝানো হয়েছে।
৪) "বিকেলবেলায় বিকায় হেলায়"- কি হেলায় বিকায় ?
উঃ সকালের তাজা ফল, যেগুলি অবিক্রিত অবস্থায় পড়ে থাকে, সেগুলি অবহেলার সঙ্গে বিকেলে বিক্রি হয়ে থাকে।
৫) কানাকড়ি কি ? তা নিয়ে কি হয় ?
উঃ কানাকড়ি হল অচল মুদ্রা।
হাটের বুকে কানাকড়ি নিয়ে খুব টানাটানি হয়।
৬) ওপারের লোক পসরা নামালে এপারের লোক কি করে ?
উঃ পসরা শব্দের অর্থ পণ্য সামগ্রী। ওপারের লোক পসরা নামালে এপারের লোক কেনার জন্য সেদিকে ছুটে যায়।
৭) হাটে কখন ঝাঁট পড়ে না ?
উঃ প্রভাতে
৮) হাট কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে ?
উঃ মরীচিকা কাব্যগ্রন্থ থেকে
৯) কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে ?
উঃ ১০-১২ খানি গ্রামের পরে।
১০) হাটে সন্ধ্যাপ্রদীপ জলে না কেন ?
উঃ হাটে সারাদিন কেনাবেচা করে লোকগুলি যে যার ঘরে ফিরে যায়।ফলে সন্ধ্যা হলেই হাট জনশূন্য হয়ে পড়ে। তাই সন্ধ্যাবেলায় হাটে প্রদীপ জলে না।
১১) হাটে কার ডাকে রাত্রি নেমে আসে ?
উঃ একক কাকের ডাকে
১২) বাংলা কাব্যজগতে "দুঃখবাদী" কবি নামে কে পরিচিত ?
উঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত
১৩) যতীন্দ্রনাথ সেনগুপ্ত কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন ?
উঃ কল্লোল পত্রিকা
C) নীচের প্রশ্নগুলির উত্তর দাও
১) "বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি" - কবির এমন মনে হওয়ার কারণ কি ?
উঃ আলোচ্য অংশে কবি হাটের দোচালার কথা বলেছেন। সন্ধ্যা নামলে সেখানে আর ব্যস্ততা থাকে না। চারিদিক জনশূন্য ও নিস্তব্ধ হয়ে যায়। তখন সন্ধ্যার বাতাস হাটের দোচালায় জীর্ণ, ফাটা বাঁশের মধ্য দিয়ে বয়ে যাওয়ার সময় বাতাসের শব্দে বাঁশের মতো বেজে ওঠে।এই আওয়াজটি যেন দিনের কর্মচঞ্চল দোচালার নিঃসঙ্গতাকে ব্যঙ্গ করে যায়।
২) হিসাব নাহিরে- এল আর গেল/ কত ক্রেতা বিক্রেতা"- হিসাব নেই কেন ?
উঃ সারাদিন নানা জায়গা থেকে নানা মানুষ হাটে কেনাবেচা করতে আসে। কেউ তার হিসাব রাখে না। তাই হাটে কত মানুষ এলো বা গেল তার হিসাব থাকে না।
৩) "হাটের দোচালা মুদিল নয়ন" শব্দটিতে কোন সময়ের ছবি ফুটে উঠেছে বলে তোমার মনে হয় লেখ।
উঃ আলোচ্য শব্দটিতে ভরা হাট ভেঙে যাওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ হাট উঠে যাওয়ার ছবি ফুটে উঠেছে।
৮) প্রভাতে পড়েনা ঝাঁট - কোথায় কেন প্রভাতে ঝাঁট পড়ে না ?
উঃ সারাদিনের শেষে হাট ভেঙে গেলে সকলেই নিজের বাড়িতে ফিরে যায়। ফলে সেই ভাঙ্গা হাটের প্রতি কারো দায় থাকে না। তাই প্রভাতে কেউ ঝাঁট দেয় না।
৯) সন্ধ্যায় হাটের চিত্রটি কেমন ?
উঃ সন্ধ্যাবেলায় হাটের চিত্রটি নিদারুণ নিষ্করুণ হয়ে পড়ে। শ্রেণীহারা ক্লান্ত কাকের পাখায় সখানে রাত্রি নেমে আসে। সেই হাটের পাশে থাকা পাকুড় গাছের ডালে নদীর বাতাস প্রশ্বাস ছাড়ে। হাটের দোচালা চোখ বুজে ঘুমোতে যায়। জীর্ণ বাঁশের ফাঁকে বাতাস ঢুকে বিদ্রুপের সুরে বাঁশির মতো বেজে ওঠে।
১০) হানাহানি করে কেউ নিলো ভরে/ কেউ গেল খালি ফিরে "-উদ্ধৃতাংশটির অর্থ বুঝিয়ে দাও।
উঃ হাট প্রতিবার নতুন করে বসে। সেই হাটে বহু মানুষের সমাগম হয়। সেখানে নানা জিনিসপত্র কেনা-বেচা চলতে থাকে। অধিক লাভের আশায় ক্রেতা-বিক্রেতা টানাটানি করে জিনিসপত্র কেনাবেচা করে। আবার কেউ সেই জিনিসপত্র না পেয়ে খালি হাতে ফিরে আসে। আলোচ্য অংশের মধ্য দিয়ে একথাই বোঝানো হয়েছে।
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত– ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 6 Bengali haat Question and Answer
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত– ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 6 Bengali Haat Question and answer
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত ষষ্ঠ শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর
Class 6 Bengali Suggestion | West Bengal WBBSE Class Six VI (Class 6th) Bengali Question and Answer Suggestion
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক ষষ্ঠ শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Six VI / WB Class 9 / WBBSE / Class 6 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 6 Exam / Class 6th / WB Class 6 / Class 6 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে uniidea.54 এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( ষষ্ঠ শ্রেণীর বাংলা সাজেশন / ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর । Class 6 Bengali Suggestion / Class 6 Bengali Haat Question and Answer / Class 6 Bengali Suggestion / Class 6 Pariksha Bengali Suggestion / Bengali Class 6 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 6 Bengali Suggestion উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 6 Bengali Suggestion / West Bengal Six Vi Question and Answer, Suggestion / WBBSE Class 6 th Bengali Suggestion / Class 6 Bengali Haat Question and Answer / Class 6 Bengali Suggestion / Class 6 Pariksha Suggestion / Class 6 Bengali Exam Guide / Class 6 Bengali Suggestion 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 6 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 6 Bengali Suggestion সফল হবে।
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রশ্ন ও উত্তর
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত– প্রশ্ন ও উত্তর | হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত Class 6 Bengali Haat Question and Answer Suggestion ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রশ্ন ও উত্তর।
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর বাংলা
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত MCQ প্রশ্ন ও উত্তর |হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত Class 6 Bengali Haat poem Question and Answer Suggestion ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) হাট MCQ প্রশ্ন উত্তর।
হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণির বাংলা
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ Class 6 Bengali Haat Question and Answer Suggestion নবম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
আকাশে সাতটি তারা (কবিতা) জীবনানন্দ দাশ MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি বাংলা | Class 6 Bengali Haat
নবম শ্রেণি বাংলা (Class 6 Bengali Haat) – Haat (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত– প্রশ্ন ও উত্তর | হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত| Class 6 Bengali Haat Suggestion নবম শ্রেণি বাংলা – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রশ্ন উত্তর।
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | ষষ্ঠ শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রশ্ন উত্তর | Class 6 Bengali Haat Question and Answer Question and Answer, Suggestion
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত| ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট(কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত| পশ্চিমবঙ্গ ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত| ষষ্ঠ শ্রেণীর বাংলা সহায়ক – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত– প্রশ্ন ও উত্তর । Class 6 Bengali Haat Question and Answer, Suggestion | Class 6 Bengali Haat Question and Answer Suggestion | Class 6 Bengali Haat Question and Answer Notes | West Bengal Class 6 th Bengali Question and Answer Suggestion.
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 6 Bengali Question and Answer, Suggestion
ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত। Class 6 Bengali haat Question and Answer Suggestion.
WBBSE Class 6th Bengali hat Suggestion | ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
WBBSE Class 6 Bengali Haat Suggestion ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত| Class 6 Bengali Haat Suggestion ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত– প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 6 Bengali Haat Question and Answer Suggestions |ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত| ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
WB Class 6 BengAli haat Suggestion | ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – হাট (কবিতা) জীবনানন্দ দাশ MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
West Bengal Class 6 Bengali Suggestion, WBBSE Class 6th Bengali short question suggestion . Class 6 Bengali Haat Suggestion Class 6th Question Paper Bengali. WB Class 6 Bengali suggestion and important question and answer. Class 6 Suggestion pdf.পশ্চিমবঙ্গ class 6 বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর দেখে নিন। ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Get the Class 6 Bengali haat Question and Answer Question and Answer by uniqueidea.54.blogspot.com
Class 6 BengAli Haat Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 6 Bengali Suggestion with 100% Common in the Examination .
Class Six 6 Bengali Haat kobita Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 6 Exam
Class 6 BengAli Haat Question and Answer, Suggestion, West Bengal Board of Secondary Education (WBBSE) Class 6 six Bengali Suggestion is provided here. Class 6 BengAli Haat Question and Answer Suggestion Questions Answers.
হাট কবিতা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 6 Bengali হাট Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” হাট (কবিতা) যতীন্দ্রনাথ সেনগুপ্ত– ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 6 Bengali Haat Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই uniqueidea.54.blogspot.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।
TAGSClass 6 Bengali haat Class 6 BengAli haat KobitaClass 6 Bengali haat Kobita Question and AnswerClass 6 Bengali haat Question and AnswerWB Board Class 6 Bengali Haat Question and AnswerWB Class 6 Bengali Haat Question and AnswerWBCHSE Board Class 6 Bengali haat Question and AnswerWBCHSE Class 6 Bengali haat Question and AnswerWest Bengal Board Class 6 Bengali haat Question and AnswerWest Bengal Class 6 Bengali haat Question and Answer
Comments
Post a Comment
Haven't doubt please let me know.