তোমার গ্রামে নতুন পাঠাগার উদ্বোধন বিষয়ে একটি কাল্পনিক প্রতিবেদন রচনা কর।
প্রশ্নঃ তোমার গ্রামে নতুন পাঠাগার উদ্বোধন বিষয়ে একটি কাল্পনিক প্রতিবেদন রচনা কর।
উঃ জ্ঞানচর্চা সহায়তায় পাঠাগার উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা, বালিপুর, হুগলি, ২৫ এপ্রিল ২০২৪ : পাঠাগার নানা রকম বইয়ের আকর হয়ে থাকে একথা সকলেরই জানা। জ্ঞানপিপাসু মানুষদের জ্ঞান পিপাসা মেটানোর উদ্দেশ্যে গতকাল বালিপুর স্কুল মাঠে একটি পাঠাগার উদ্বোধন হয়। সকাল দশটায় স্থানীয় বিধায়ক মহাশয় ফিতা কেটে বালিপুর ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রন্থাগারটিকে সর্বজনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই পাঠাগারটিতে রয়েছে দেশ-বিদেশের নানা ধরনের দুষ্প্রাপ্য বই। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরও পড়াশোনার সুযোগ দেওয়া হবে বলে জানা যায়। সকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই পাঠাগারটি খোলা থাকবে বলে জানানো হয়। বই ধার করার সুবিধার পাশাপাশি এখান বসে পড়াশোনার ব্যবস্থাও রাখা হয়।গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এক জনৈক ব্যক্তি জানিয়েছেন "সময় কাটানোর জন্য এই পাঠাগারটি স্বর্গের চেয়েও কম নয়। আমরাও আগ্রহে লাইব্রেরীটিকে সমৃদ্ধ করতে সাহায্য করবো। ইতিমধ্যে government এর কাছে খবরটি পৌঁছানোয় সরকার পক্ষ থেকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। তাছাড়াও গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যিক ও অধ্যাপক শ্রীযুক্ত অধীর মুখোপাধ্যায় প্রশংসা করে মূল্যবান বক্তব্য প্রেস করেছেন। সরকার অন্যান্য ক্লাবদেরও নিজস্ব পাঠাগারের জন্য উৎসাহিত করেছে ও অর্থ লগ্নির সিদ্ধান্ত নিয়েছে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.