প্রশ্নঃ নারীদিবস সম্পর্কে সংবাদপত্রে একটি কাল্পনিক প্রতিবেদন রচনা কর।
প্রশ্নঃ নারীদিবস সম্পর্কে সংবাদপত্রে একটি কাল্পনিক প্রতিবেদন রচনা কর।
বিশ্বজুড়ে পালিত হলো নারী দিবস
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৯ মার্চ ২০২৪: গত ৮ মার্চ সারা বিশ্ব জুড়ে নারীর সম্মানার্থে পালিত হলো নারী দিবস। সমাজে নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় এটি তাৎপর্যপূর্ণ। প্রাচীনকালের সমাজে নারীদের সম্মান ছিল না। বর্তমানে নারীরাও পুরুষদের মত সীমান্ত সেনাবাহিনীতে নাম লিখিয়েছে। এক দেশ থেকে অন্য দেশে বিমান উড়িয়ে নিয়ে যাচ্ছে। এক কথায় যে নারীদের ছাড়া দেশের উন্নতি অসম্ভব, তাদের প্রতি বিশ্বব্যাপী মানুষ সম্মান জ্ঞাপন করে এই দিন।দেশের একাধিক স্থানে নারী দিবস পালিত হয়েছে। বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ, অফিস, কার্যালয়ে নারী অধিকার নিয়ে বক্তৃতা দেওয়া হয় । দেশভক্তিতে যে সকল নারী নিজেরা আত্ম বলিদান দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখে নিয়েছেন তাদের কথাই বক্তৃতার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে একত্রে নারী অধিকার ও সম্মান রক্ষার অঙ্গীকারবদ্ধ হয়েছে। এ ব্যাপারে বিশ্বের বিভিন্ন দেশেও নিজেদের সামিল করেছে ,যেমন- রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি ইত্যাদি ।সমাজের সামগ্রিক উন্নতি সাধনে অন্ধকার থেকে আলোর পথে মুক্ত হতে নারী শিল্প প্রসার কাজে সরকার আরো তৎপর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্ত্রী-শিক্ষার জন্য বিশেষ বৃত্তি দেওয়ার সুপারিশ করেছেন। নারীমুক্তি ও নারী স্বাধীনতা নিয়ে একটি বক্তৃতা দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মহাশয় পরিবেশন করেন । এইরকম উন্নয়নমূলক ও সম্মান জ্ঞাপন দিবসে নারীদের সামাজিক অবস্থাকে এগিয়ে দিয়েছে। এক জনৈক ব্যক্তি বলেন, বিশ্ব নারী দিবসের বাস্তবায়ন গতকাল সারা দেশবাসীর আগ্রহ নজির কারার মতো।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.