সাহারা মরুভূমি অঞ্চলের প্রশ্ন উত্তর class 7
প্রশ্ন ্সাহারা মরুভূমি অঞ্চলে গঠিত ভূমিরূপ গুলির বর্ণনা দাও।
উঃ আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি হল পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। এই মরুভূমির ওপর দিয়ে বাতাস দ্রুত গতিতে প্রবাহিত হয়। গাছপালাহীন প্রান্তরে বাতাস পাথরের গায়ে ধাক্কা খেয়ে নানা ভূমিরূপ সৃষ্টি করে।
ক) আর্গঃ সাহারা মরুভূমির যেসব অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট ছোট পাহাড়ের মতো ভূমিরূপ সৃষ্টি করে সেগুলিকে আর্গ বলে।
খ) হামাদাঃ সাহারা মরুভূমির যেসব অঞ্চল শক্ত পাথরে ভর্তি থাকে, বালির অস্তিত্ব প্রায় চোখেই পড়ে না, তাদের হামাদা বলে।
গ) ওয়াদিঃ সাহারা মরুভূমির বেশিরভাগ নদীগুলি আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে। এই নদীগুলি বেশির ভাগই শুকনো থাকে। এই শুকনো নদী খাত গুলিকে ওয়াদি বলে।
ঘ) রেগঃ এই মরুভূমি অঞ্চলে বালির সঙ্গে পাথরের টুকরো মিশে গিয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে রেক বলে।
প্রশ্নঃ সাহারা মরুভূমির চতুঃসীমা নির্ণয় কর।
উঃ পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হল আফ্রিকার সাহারা মরুভূমি। এই মরুভূমির উত্তরে আছে আটলাস পর্বত ও ভূমধ্যসাগর, দক্ষিনে অবস্থিত সাহেল তৃণভূমি। পূর্বে লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
প্রশ্নঃ সাহারা মরুভূমির জলবায়ু সম্পর্কে লেখ।
উঃ সাহারা মরুভূমি হলো আফ্রিকা মহাদেশের অন্তর্গত পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি। এত বিশাল আয়তনের জন্য এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন জলবায়ু পরিলক্ষিত হয়।
দিনের বেলাঃ সাহারা মরুভূমি অঞ্চলে দিনের বেলায় ভীষণ গরম এবং বাতাসে জলীয়বাষ্প থাকে না। তাই এখানে তাপমাত্রা মাঝে মাঝে 58° সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখানে গরম কালে একপ্রকার শুকনো বাতাস বয়ে যায় একে খামসিন বলে। আবার কখনো কখনো প্রবল বালির ঝড় হতে দেখা যায় একে সাইমুম বলে।
রাতের বেলাঃ সাহারা মরুভূমি অঞ্চলে দিনের বেলা যতটা উত্তপ্ত হয়ে পড়ে রাত্রিবেলা ততটাই ঠান্ডা হয়ে যায়। রাত্রিবেলা এখানকার তাপমাত্রা প্রায় চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। দীন ও রাত্রি উষ্ণতার পার্থক্য বেশি থাকায় সত্ত্বেও মানুষ নিজেকে বাঁচিয়ে রেখেছে।
গাছপালাঃ এখানে ক্যাকটাস জাতীয় গাছ দেখা যায়। মরুদ্যানের আশেপাশে ঘাস, খেজুর প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। এছাড়াও সামান্য জলের যোগানে ভুট্টা, জোয়ার, বাজরা চাষ হয়।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.