আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো।
Class7, সপ্তম শ্রেণী history ইতিহাস Alauddin khiljir arthanaitik sanskar(আলাউদ্দিন খিলজী অর্থনৈতিক শাসন) Alauddin khilji Bazardor Niyontron আলাউদ্দিন খিলজী কিভাবে বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন সপ্তম শ্রেণীর ইতিহাস সপ্তম শ্রেণীর ইতিহাস। class seven historyসপ্তম শ্রেণীর ইতিহাস Alauddin khilji short questions answerআসঢ়প্ত history short questions answer history class-7 Alauddin khilji chapter -5 class seven History question answer MCQ question answer history saq type prashna o uttor class 7 History second summative exam for Class-7 history question answer history suggestion class7
Class 7 History
প্রশ্নঃ আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো।
উত্তরঃ আলাউদ্দিন খলজি অর্থনৈতিক পরীক্ষা-নিরীক্ষা ও নানা সংস্কারগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। বিশাল সংখ্যক সেনাবাহিনীর খরচ এবং দিল্লির নাগরিকদের স্বল্প মূল্যে ভোগ্য পণ্য সরবরাহের জন্য তিনি জিনিসপত্রের দাম বেঁধে দিয়ে বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি সর্বপ্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবর্তক ছিলেন ।
আলাউদ্দিন খলজি শাসনব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল। তিনি বিরাট সৈন্যদল গঠন করেন এবং সৈন্যদের বেতন নির্দিষ্ট করে দেন। তিনি বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঠিক করে দেন। তার আমলে দিল্লিতে চারটি বড় বাজার ছিল। এইসব বাজারের খাদ্যদ্রব্য ঘোড়া বিক্রি হতো। বাজারদর তদারকের জন্য কর্মচারী নিয়োগ করেন। সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে কম দিলে কঠোর শাস্তি দেওয়া হতো। এভাবেই তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন।
প্রশ্নঃ আলাউদ্দিন খলজির অর্থনৈতিক নিয়ন্ত্রণগুলি আলোচনা করো।
উত্তরঃ দিল্লি সুলতানদের মধ্যে আলাউদ্দিন ছিলেন একজন ঘোরতর সাম্রাজ্যবাদী শাসক। তিনি ছিলেন ভারতের মুসলিম সাম্রাজ্যবাদের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি স্বৈরাতান্ত্রিক আদর্শে বিশ্বাস ছিলেন। তার শাসনকালে অর্থনৈতিক সংস্কারগুলি হল -
রাজকোষে আয় বৃদ্ধি করতে আগের সুলতানদের ইক্তা বাজেয়াপ্ত করেন। ধর্মীয় কারণে দেওয়া সম্পত্তি ও নিষ্কর জমিগুলি ফিরিয়ে আনেন। সমস্ত জমির জরিপ করান। রাজস্বের হার বাড়ানো হয়। তার পাশাপাশি সুলতান ও সুলতানীর খরচ কমাতেও চেষ্টা করেন। দোয়াব অঞ্চলের অধিবাসীদের কাছ থেকে উৎপন্ন ফসলের অর্ধেক অংশ রাজস্ব হিসেবে আদায় করেন। ভূমি রাজস্ব ছাড়াও নানা কর তিনি আদায় করতেন, যেমন-গোচারণভূমি কর, গৃহকর, জিজিয়া কর ইত্যাদি।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.