বঙ্গভাষা প্রকাশিকা সভা’ সম্পর্কে যা জানো লেখো ?

প্রশ্নঃ বঙ্গভাষা প্রকাশিকা সভা’ সম্পর্কে যা জানো লেখো ?


ভূমিকাঃ

        ঊনবিংশ শতকের প্রথম দিকে ইংরেজ সরকার বাংলার জমিদারদের নিষ্কর জমিগুলি পুনরায় গ্রহণের প্রস্তাব তোলে। এই প্রস্তাবের বিরুদ্ধেই গড়ে ওঠে ‘বাভাষা প্রকাশিকা সভা’। প্রকৃতপক্ষে ঊনিশ শতকের প্রথমার্ধে গঠিত বাংলার রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন ছিল “বঙ্গভাষা প্রকাশিকা সভা’।

প্রতিষ্ঠাকালঃ

        1836 খ্রিস্টাব্দে কালীনাথ চৌধুরি, প্রসন্নকুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, প্যারীমোহন বসু, রামলোচন ঘোষ প্রমুখের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় "বঙ্গভাষা প্রকাশিকা সভা”। এর প্রথম সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন এবং প্রথম সভাপতি নিযুক্ত হন পণ্ডিত গৌরীশঙ্কর তর্কবাগীশ।

প্রথম অধিবেশনঃ 

             পণ্ডিত যোগেশচন্দ্র বাগলের মতে—“এই সভা প্রতিষ্ঠার সঠিক সন-তারিখ সম্পর্কে আমরা জানিতে পারি নাই।” তবে এই সভার প্রথম অধিবেশন বসে 1836 খ্রিস্টাব্দের 6/8 ডিসেম্বর।

উদ্দেশ্যঃ

          নির্দিষ্ট কিছু উদ্দেশ্যকে সামনে রেখে এই ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’ প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে অন্যতম ছিল – কোম্পানি নিষ্কর জমির ওপর কর নেওয়া শুরু করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা; ভারতীয়দের মঙ্গল-অমঙ্গলকারী বিষয়গুলির পর্যালোচনা করা; বঙ্গভাষার উন্নতিসাধন করা; রাষ্ট্রীয় বিষয় নিয়ে আলোচনা করা প্রভৃতি

কার্যাবলীঃ

        ‘বঙ্গভাষা প্রকাশিকা’ সভাযর আলোচিত বিষয় ও বিতর্কের দিক লক্ষ্য করলে স্বদেশভাবনা ও রাজনৈতিক চেতনার পরিচয় পাওয়া যায়। রাজনৈতিক কার্যকলাপ ও চিন্তাভাবনার দিক থেকে এটিকে তৎকালীন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বলা যায় ৷

মূল্যায়নঃ

             অল্পকালের মধ্যে ‘বঙ্গভাষা প্রকাশিকা সভার অবলুপ্তি ঘটলেও এটি তৎকালীন ভারতে বিশেষ করে বাঙালির তথা ভারতবাসীর প্রথম রাজনৈতিক সংগঠন। জনগণের স্বার্থ রক্ষার ব্যাপারে সরকারের শাসন ব্যবস্থার ত্রুটি সংশোধনে এই সংস্থা অগ্রণী ভূমিকা পালন করেছিল।





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)