কাজী নজরুলের গান class 7 Bengali

       কাজী নজরুলের গান 

                   রামকুমার চট্টোপাধ্যায় 


১) নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় বক্তৃতা দিতে এসেছিলেন ?

উঃবিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে

২)" স্কুলের দিকে আর গেলাম না"- কার কথা বলা হয়েছে ?

উঃ আলোচ্য অংশে"কাজী নজরুলের গান" গল্পের লেখক রামকুমার চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে।

৩) দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কখনো ভাবিনি"- দুই প্রিয় মানুষ কে কে ?

উঃ নেতাজি সুভাষচন্দ্র ও কাজী নজরুল ইসলাম।

৪) উত্তেজনায় আমি তখন টগবগ করছি "- কারণ কি ?

উঃ "কাজী নজরুলের গান" গল্পের অন্তর্গত আলোচ্য অংশে লেখক স্কুল যাওয়ার পথে শুনেছিলেন যে বিডন স্ট্রিটের এর কাছে সরকার বাগানে নেতাজি সুভাষচন্দ্র বক্তৃতা দেবেন এবং কাজী নজরুল ইসলাম গান গাইবেন। দুই প্রিয় মানুষকে কাছ থেকে দেখার উত্তেজনায় তিনি টগবগ করে উঠেছিলেন।

৫) মঞ্চে কে কাকে হাত তুলে প্রণাম করেছেন ?

উঃ নেতাজি সুভাষচন্দ্র বসু কাজী নজরুল ইসলামকে হাত তুলে প্রণাম করেছেন।

৬) "এই ছিল তখনকার কোন স্বদেশী মিটিং এর রীতি" - কোন রীতির কথা বলা হয়েছে ?

উঃ নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে।

৭) সভা একেবারে স্তব্ধ হয়ে গেল"- স্তব্ধ হওয়ার কারণ কি ?

উঃ মঞ্চে নজরুলের গানে মুগ্ধ হওয়ায় সভা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল।

৮) "এ ছবি আমি পরেও দেখেছি"- কিসের কথা বলা হয়েছে ?

উঃ মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গান গাইছেন ।

৯) কাজী নজরুলের গান শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হয়েছিল ?

উঃ কাজী নজরুলের গান শুনে লেখক অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। সেই উত্তেজনায় তার গায়ের রক্ত যেন টগবগ করে ফুটছিল। সেই উত্তেজনাকে কমানোর জন্য তিনি তবলার বোলে ডুবে গিয়েছিলেন।

১০) পাঠ্যাংশে কার, কেমন দেহ সৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে ?

উঃ রামকুমার চট্টোপাধ্যায় রচিত"কাজী নজরুলের গান" গল্পাংশে কাজী নজরুলের দেহ সৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে। 

            পাঠ্যাংশে জানা যায়, কাজী নজরুল ছিলেন গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ রূপে প্রতিভাত হয়েছেন। 

১১) "কাজী নজরুলের গান" গল্পাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?

উঃ "পুরাতনী" নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 

১২) রামকুমার চট্টোপাধ্যায় কে ছিলেন ?

উঃ বাংলা সংগীত জগতের একজন প্রবাদ পুরুষ। হারিয়ে যাওয়া বাংলা পুরাতনী গানকে তুমি নতুন প্রাণ দিয়েছিলেন।

১৩)" কাজী নজরুলের গান" গল্পটির অনুলিখন করেছেন কে?

উঃ সাহানা নাগচৌধুরী 


     আছেন কোথায় স্বর্গপুরে 

                     লালন ফকির 


১৪) আছেন কোথায় স্বর্গপুরে গানটির রচয়িতা কে ?

উঃ লালন ফকির

১৫) লালন ফকির কে ছিলেন ?

উঃ একজন শ্রেষ্ঠ বাউল সাধক।

১৬) জ্ঞানীগুণী তাই মানে - কি মানার কথা বলা হয়েছে ?

উঃ গোলাকার পৃথিবী নিজেই দিনরাত্রি ঘোরে তাই দিন ও রাত হয়। এ কথাটাই জ্ঞানীগুণী মনে করে।

১৭) ঈশ্বরকে কিভাবে দেখা যায় বলে লালন জানিয়েছেন ?

উঃ দিব্যজ্ঞানে

১৮)"আছেন কোথায় স্বর্গপুরে" গানটির উৎস কি ?

উঃ আবুল আহসান চৌধুরী রচিত "লালন সমগ্র" গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

১৯) অহর্নিশি শব্দের অর্থ কি ?

উঃ দিনরাত্রি

২০) খোদার কথা জিজ্ঞাসা করিলে লোকে কি দেখায় ?

উঃ আশমান

২১) লালন ফকির কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?

উঃ অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে বাংলাদেশের যশোহর জেলার ঝিনাইদহে।





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)