চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১) চন্দ্রনাথকে কোন নক্ষত্রের সাথে তুলনা করে লেখক আনন্দ পান ? 👉 কালপুরুষ ২) চন্দ্রনাথকে কালপুরুষ নক্ষত্রের সাথে তুলনা করার কারণ কি ? 👉 কালপুরুষ নক্ষত্রের খড়্গধারী ভীমাকার আকৃতির সঙ্গে চন্দ্রনাথের দেহের আকৃতির সাদৃশ্য থাকায় লেখক তাকে কালপুরুষ নক্ষত্রের সাথে তুলনা করেছেন। ৩) সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে লেখকের কার কার কথা মনে পড়েছে ? উঃ চন্দ্রনাথ হিরু ও নিশানাথ বাবু ৪) লেখকের সহপাঠী কারা ছিল ? উঃ চন্দ্রনাথ ও হীরু ৫) চন্দ্রনাথের দাদার নাম কি ? উঃ নিশানাথ ৬) চন্দ্রনাথ গল্পটি কার লেখা ? উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ৭) আলোকিত কক্ষে বসে লেখক কাদের কথা ভাবছিলেন ? উঃ চন্দ্রনাথ, হীরু, নিশানাথ ৮) অতীতের রূপ এই ___________। উঃ অন্ধকার ৯) চন্দ্রনাথ কেমন প্রকৃতির ? উঃ দীর্ঘাকৃতি সবল সুস্থদেহ নির্ভীক দৃষ্টিসম্পন্ন কিশোর। ১০) চন্দ্রনাথের মুখাকৃতি কেমন ছিল ? উঃ চন্দ্রনাথের মুখাকৃতি ছিল অসাধারণ। তার মুখের ...