বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর।
প্রশ্নঃ বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর।
ভূমিকাঃ
১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় লেলিনের নেতৃত্বে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। ভারতের জাতীয়তাবাদী ও শ্রমিক নেতারাও এই সাম্যবাদী আদর্শের দ্বারা প্রভাবিত হয়।ফলে বিংশ শতকে ভারতে বামপন্থীদের উদ্ভব হয় এবং তাদের উপনিবেশবিরোধী বামপন্থী আন্দোলন লক্ষ করা যায়।
বামপন্থী দল প্রতিষ্ঠাঃ
ক) রাশিয়ার তাসখন্দে ১৯২০ খ্রিস্টাব্দের ১৭ই অক্টোবর মানবেন্দ্রনাথ রায় চব্বিশ জন প্রবাসী ভারতীয়দের নিয়ে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন।
খ) ভারতের কানপুরে ১৯২৫ খ্রিস্টাব্দের ২৬শে ডিসেম্বর ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন এস বি গেটে।
উপনিবেশবিরোধী আন্দোলনে ভূমিকাঃ
বিদ্রোহী অঞ্চলঃ
রাশিয়ায় কমিউনিস্ট আন্দোলনের প্রভাবে ভারতে বামপন্থী আন্দোলনের প্রসার ঘটে। কলকাতায় মুজাফ্ফর আহমেদ, বোম্বাই-এ এস এ ডাঙ্গে, মাদ্রাজে সিঙ্গারাভেল্লু চেট্টিয়ারের নেতৃত্বে বামপন্থী গোষ্ঠী গড়ে ওঠে। তাঁরা বিভিন্ন পত্রপত্রিকার দ্বারা বামপন্থী ভাবধারার প্রসার ঘটাতে থাকে।
সরকারি দমননীতিঃ
‘ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি’ প্রতিষ্ঠাঃ
কৃষক ও শ্রমিকদের স্বার্থে কাজ করার জন্য কাজী নজরুল ইসলাম, হেমন্ত কুমার প্রমুখ ১৯২৫ খ্রিস্টাব্দের কলকাতায় "দ্য লেবার স্বরাজ পার্টি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস" প্রতিষ্ঠা করেন। ১৯২৮ খ্রিস্টাব্দে এই দলের নাম হয় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
মিরাট ষড়যন্ত্র মামলাঃ
শ্রমিক ধর্মঘটে এবং বামপন্থীদের কার্যকোলাপে আতঙ্কিত হয়ে ১৯২৮ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার শিল্পবিরোধী বিল ও জননিরাপত্তা বিল উত্থাপন করে। ১৯২৯ খ্রিস্টাব্দে ৩৩ জন কমিউনিস্ট নেতাকে গ্রেফতার করে শুরু হয় মিরাট ষড়যন্ত্র মামলা। এই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন- মুজফ্ফর আহমেদ, এস এ ডাঙ্গে প্রমুখ।
কমিউনিস্ট পার্টি নিষিদ্ধকরণঃ
ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টি-কে পুনরায় সুসংহত করার চেষ্টা বন্ধ করার জন্য কমিউনিস্ট পার্টি ও তার শাখা সংগঠনগুলিকে নিষিদ্ধ বলে ঘোষণা করে।নিষিদ্ধ ঘোষণা করলেও কমিউনিস্ট পার্টি তার প্রভাব বৃদ্ধি করতে থাকে। ১৯৩৭ খ্রিস্টাব্দে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হলে শ্রমিক দলের প্রভাব বৃদ্ধি পায়।
উপসংহারঃ
বিশ শতকের ব্রিটিশবিরোধী আন্দোলনে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে জাতীয় কংগ্রেসের ব্যাপক প্রভাবের ফলে কমিউনিস্টদের প্রভাব ততটা প্রতিভাত হয়নি।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.