চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

                   চন্দ্রনাথ 

             তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 


১) চন্দ্রনাথকে কোন নক্ষত্রের সাথে তুলনা করে লেখক আনন্দ পান ?

👉 কালপুরুষ

২) চন্দ্রনাথকে কালপুরুষ নক্ষত্রের সাথে তুলনা করার কারণ কি ?

👉 কালপুরুষ নক্ষত্রের খড়্গধারী ভীমাকার আকৃতির সঙ্গে চন্দ্রনাথের দেহের আকৃতির সাদৃশ্য থাকায় লেখক তাকে কালপুরুষ নক্ষত্রের সাথে তুলনা করেছেন।

৩) সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে লেখকের কার কার কথা মনে পড়েছে ?

উঃ চন্দ্রনাথ হিরু ও নিশানাথ বাবু 

৪) লেখকের সহপাঠী কারা ছিল ?

উঃ চন্দ্রনাথ ও হীরু

৫) চন্দ্রনাথের দাদার নাম কি ?

উঃ নিশানাথ 

৬) চন্দ্রনাথ গল্পটি কার লেখা ?

উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 

৭) আলোকিত কক্ষে বসে লেখক কাদের কথা ভাবছিলেন ?

উঃ চন্দ্রনাথ, হীরু, নিশানাথ

৮) অতীতের রূপ এই ___________।

উঃ অন্ধকার

৯) চন্দ্রনাথ কেমন প্রকৃতির ?

উঃ দীর্ঘাকৃতি সবল সুস্থদেহ নির্ভীক দৃষ্টিসম্পন্ন কিশোর।

১০) চন্দ্রনাথের মুখাকৃতি কেমন ছিল ?

উঃ চন্দ্রনাথের মুখাকৃতি ছিল অসাধারণ। তার মুখের দিকে তাকালে প্রথমেই চোখে পড়ে অদ্ভুত মোটা নাক। সামান্য চাঞ্চল্য দেখা দিলে নাসিকা প্রান্ত ফুলে ওঠে। তার ছিল বড় বড় চোখ, চওড়া কপাল আর সেই কপালের মাঝখানে ছিল শিরায় রচিত একটি ত্রিশূল চিহ্ন। সামান্য উত্তেজনাতে রক্তচাপ বেড়ে গিয়ে কপালের মাঝে ওই ত্রিশূল চিহ্ন মোটা হয়ে ফুলে উঠতো।

১১) স্কুলের হেডমাস্টার কেমন প্রকৃতির মানুষ ছিল ?

উঃ শীর্ণ, দীর্ঘকায় শান্তপ্রকৃতি 

১২) চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে "- কারণ কি ?

উঃ সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করতে চায় না।

১৩) স্বল্প আলোকিত ঘরে চন্দ্রনাথ বসে কি লিখছিল ?

উঃ ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছিল।

১৪) তাহার কথা শুনে রাগ হইয়াছিল - কার কোন কথা শুনে রাগ হয়েছিল ?

উঃ ইউনিভার্সিটির রেজাল্ট তৈরি করতে গিয়ে চন্দ্রনাথ লেখককে থার্ড ডিভিশন পাওয়ার কথা বললে, লেখকের রাগ হয়েছিল।

১৫) স্কুলে কে ফার্স্ট হয়েছিল ?

উঃ স্কুলের সেক্রেটারির ভাইপো 

১৬) নিশানাথবাবু কেমন প্রকৃতির মানুষ ছিলেন ?

উঃ নির্বিরোধী শান্তপ্রকৃতি।

১৭) চন্দ্রনাথ হিরুকে কয়টি অংক খাতা দেখে টুকতে দিয়েছিল ?

উঃ তিনটি

১৮) সম্পত্তি তো কিছুই ছিল না - কোন সম্পত্তির কথা বলা হয়েছে ?

উঃ একটি বাড়ি, বিঘে কয় জমি ও কিছু বাসনপত্র।

১৯) হিরুর বাড়িতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল কেন ?

উঃ হিরু স্কলারশিপ পাবে সেই উপলক্ষ্যে।

২০) মাস্টারমশাইয়ের গায়ে কিসের চাদর ছিল ?

উঃ এন্ডির

২১) চন্দ্রনাথ চিঠিতে কি লিখেছিল ?

উঃ প্রিয়বরেষু কথাটি কেটে লিখেছিল প্রীতিভাজনেষু, আজই আমার যাত্রার দিন, সুতরাং থাকার উপায় নেই, আমাকে মার্জনা করিও। তোমার সফলতায় আনন্দ প্রকাশ করছি। কিন্তু একটা কথা বারবার মনে হচ্ছে এ উৎসবটা না করলেই পারতে। স্কলারশিপটা কি এমন বড় জিনিস। ভালোবাসা জানিবে। ইতি- চন্দ্রনাথ ।

২২) চন্দ্রনাথের স্মৃতি হিসেবে হীরু কি রেখে দিয়েছিল ?

উঃ চন্দ্রনাথের লেখা চিঠি।

২৩) 

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)