History class -11 first semester question answer

 History(ইতিহাস একাদশ শ্রেণি) class eleven first semester question answer, history suggestion(ইতিহাস একাদশ শ্রেণি) class 11,class eleven first semester suggestion (ইতিহাস সাজেশন একাদশ শ্রেণি) history, history class 11, History suggestion, History question answer first semester, history exam question answer first semester, history question answer, first semester question answer history, history MCQ question answer,multiple type question answer history class11

History(ইতিহাস একাদশ শ্রেণি) class eleven first semester question answer, history suggestion(ইতিহাস একাদশ শ্রেণি) class 11,class eleven first semester suggestion (ইতিহাস সাজেশন একাদশ শ্রেণি) history, history class 11, History suggestion, History question answer first semester, history exam question answer first semester, history question answer, first semester question answer history, history MCQ question answer,multiple type question answer history class11

        History class 11

First semester question answer 

১) ইতিহাসের জনক বলা হয় কাকে ?

উঃ হেরোডোটাস 

২) হিস্ট্রি শব্দটি কোন শব্দ থেকে এসেছে ?

উঃ লাতিন শব্দ হিস্তর এবং গ্রিক শব্দ হিস্তোরিয়া থেকে 

৩) ইতিহাস হল প্রকৃতপক্ষে "science of men in time "- উক্তিটির বক্তা কে ?

উঃ মার্ক ব্লখ

৪) সর্বপ্রথম তথ্য নির্ভর ও বিবরণমূলক ইতিহাস চর্চা শুরু করেন কে ?

উঃ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস

৫) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে ?

উঃ থুকিদিদিস

৬) আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে ?

উঃ ইবন খালদুনকে

৭) আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক কে ?

উঃ লিওপোল্ড ভন রাঙ্কে 

৮) ইতিহাসের যুগবিভাজন ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে কোনগুলি ?

উঃ মানুষের ব্যবহৃত হাতিয়ার যন্ত্রপাতি লিপি ও অন্যান্য নিদর্শন।

৯) আধুনিক মানব প্রজাতির আদিপুরুষ কোনটি ?

উঃ রামাপিথেকাস 

১০) আজ থেকে প্রায় ১০ থেকে ২০ লক্ষ বছর আগে পৃথিবীর প্রায় ৩০ শতাংশ বরফের চাদরে মোড়া ছিল, একে ভূতাত্বিক ভাষায় কি বলে ?

উঃ প্লেইস্টোসিন পর্ব 

১১) pre- History কথাটি প্রথম ব্যবহার করেন কে ?

উঃ ড্যানিয়েল উইলসন (১৮৫১খ্রীঃ) 

১২) প্রাচীন প্রস্তর যুগের মানুষ উনান তৈরি করে খাবার রান্না করা শিখেছিল- এর নিদর্শন কোথায় পাওয়া গেছে ?

উঃ দক্ষিণ ফ্রান্সের লেজারেট গুহায়

১৩) আগে মানুষের প্রথম পোষা প্রাণীর নাম কি ?

উঃ কুকুর

১৪) কুকুরকে গৃহে পালন করা প্রথম শুরু করেছিল কোন দেশ ?

উঃ উত্তর সাইবেরিয়া (২৬০০০ থেকে ১৯,৭০০ বছর আগে)

১৫) প্লেইস্টোসিন পর্বের পর পৃথিবীতে আসে কোন পর্ব ?

উঃ হোলোসিন পর্ব

১৬) মধ্য প্রস্তর যুগীয় সেতু বলে অভিহিত করা হয় কোন সময়কালকে ?

উঃ প্লেইস্টোসিন পর্ব থেকে হোলোসিন পর্ব পর্যন্ত সময়কাল।

১৭) Man makes himself "-  গ্রন্থের রচয়িতা কে ?

উঃ গর্ডন চাইল্ড 

১৮)  মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত ?

উঃ বালুচিস্থানের বোলান নদীর তীরে কাচ্ছি উপত্যকায়।

১৯) হরপ্পা সভ্যতায় বাড়িগুলি তৈরি হতো কোন পদ্ধতিতে ?

উঃ পোড়া ইটের বাড়ি, গ্রিড পদ্ধতিতে তৈরি হতো।

২০) কোন সময় থেকে ঐতিহাসিক যুগ শুরু হয় ?

উঃ তাম্র প্রস্তর বা তাম্র ব্রোঞ্জ যুগের পর থেকে।

২১) বিভিন্ন যুগের প্রত্নতাত্ত্বিক উপাদান গুলি লেখ।

উঃ জীবাশ্ম, হাতিয়ার, শিল্পকর্ম, গুহাচিত্র, সমাধি, প্রাচীন ধ্বংসাবশেষ।

২২) রেডিও কার্বন ডেটিং পদ্ধতির আবিষ্কর্তা কে ?

উঃ উইলার্ড ফ্রাঙ্ক লিবি 

২৩) ডেনড্রোক্রোনোলজি পদ্ধতির আবিষ্কর্তা কে ?

উঃ এলিকট ডগলাস 

২৪) প্রাগৈতিহাসিক যুগের কোন বস্তুর প্রাচীনত্ব নির্ণয়ের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হয় ?

উঃ পটাশিয়াম আর্গন পদ্ধতি এবং ইউরেনিয়াম- থোরিয়াম পদ্ধতি।

২৫) প্রথম মানুষের উদ্ভব হয়েছিল কোথায় ?

উঃ আফ্রিকা 

২৬) ড্রায়োপিথেকাস শব্দের অর্থ কি ?

উঃ বৃক্ষবাসি বানর

২৭) লুসি কি ?

উঃ শিশুকন্যার পূর্ণাঙ্গ জীবাশ্ম

২৮) শিশুকন্যার পূর্ণাঙ্গ জীবাশ্ম কোথায় পাওয়া গেছে ?

উঃ দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামক স্থানে।

২৯) হোমিনিট পরিবারভুক্ত মানুষের সৃষ্টি হয়েছে কোন মানব গোষ্ঠীর পর ?

উঃ অস্ট্রালোপিথেকাস

৩০) দণ্ডায়মান মানুষ হল _______।

উঃ হোমো ইরেকটাস 

৩১) আধুনিক মানুষের নাম কি ?

উঃ হোমো স্যাপিয়েন্স 

৩২) ইউরোপে হোমোস্যাপিয়েন্সের প্রথম প্রতিনিধি ছিল _______।

উঃ ক্রো-ম্যাগনন

 ৩৩) মানুষের প্রথম হাড়ের তৈরি হাতিয়ারগুলি কি কি ?

উঃ বঁড়শি, সূঁচ ,তীর ও বর্শার ফলা।

৩৪) তাম্র প্রস্তর যুগে মানুষ প্রথম ________ ও _________মিশিয়ে ব্রোঞ্জের ধাতু আবিষ্কার করে।

উঃ তামা ও টিন 

৩৫) আলতামিরা গুহা কোথায় অবস্থিত ?

উঃ স্পেনে 

৩৬) আদিম মানুষের প্রথম আঁকা গুহাচিত্র কোনটি ?

উঃ আলতামিরা গুহার দেওয়ালে অঙ্কিত একটি বাইসনের চিত্র।

৩৭) আলতামিরা গুহায় অঙ্কিত ষাঁড়টি কে প্রথম দেখেছিল ?

উঃ মারসেলিনোর কন্যা মারিয়া।

৩৮) পিরামিডের দেশ বলা হয় কাকে ?

উঃ মিশর 

৩৯) মিশরের রাজাকে কি বলা হয় ?

উঃ ফ্যারাও 

৪০) মিশরে সর্বপ্রথম পিরামিড স্থাপন করেন কে? এর স্থপতি কে ছিলেন ?

উঃ জোস, ইমহোটেপ 

৪১) সবচেয়ে বড় পিরামিড কোনটি ?

উঃ খুফুর পিরামিড

৪২) কার মূর্তিতে শরীরটি সিংহের আর মাথাটি মানুষের মতো ছিল ?

উঃ স্ফিংসের

৪৩) সুমের সভ্যতার প্রত্যেক নগরে  অবস্থিত মন্দিরগুলিকে কি বলা হত ?

উঃ জিগুরাত

৪৪) লিপি উৎকীর্ণবিদ্যাকে কি বলে?

উঃ এপিগ্রাফি

৪৫) লিপি অধ্যয়ন বিদ্যাকে কি বলে ?

উঃ প্যালিয়োগ্রাফি

৪৬) প্রথম লিপি ও লিখন পদ্ধতি আবিষ্কার করে কারা ?

উঃ সুমেরীয়রা 

৪৭) চিত্রলিপি কাকে বলে ?

উঃ মনের ভাব প্রকাশক লিপিকে চিত্রলিপি বলে।

৪৮) সুমেরীয়দের লিপি কি নামে পরিচিত ?

উঃ কিউনিফর্ম 

৪৯) ব্যাবিলনের রাজার নাম কি ?

উঃ হামুরাবি 

৫০) আইনসংহিতা গ্রন্থের রচয়িতা কে ?

উঃ হামুরাবি


History(ইতিহাস একাদশ শ্রেণি) class eleven first semester question answer, history suggestion(ইতিহাস একাদশ শ্রেণি) class 11,class eleven first semester suggestion (ইতিহাস সাজেশন একাদশ শ্রেণি) history, history class 11, History suggestion, History question answer first semester, history exam question answer first semester, history question answer, first semester question answer history, history MCQ question answer,multiple type question answer history class11

History(ইতিহাস একাদশ শ্রেণি) class eleven first semester question answer, history suggestion(ইতিহাস একাদশ শ্রেণি) class 11,class eleven first semester suggestion (ইতিহাস সাজেশন একাদশ শ্রেণি) history, history class 11, History suggestion, History question answer first semester, history exam question answer first semester, history question answer, first semester question answer history, history MCQ question answer,multiple type question answer history class11

Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)