সপ্তম শ্রেণির ইতিহাস
সপ্তম শ্রেণীর ইতিহাস
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
প্রতিটি প্রশ্নের মান ২
১) কবে ও ইউরোপের কোন অংশে সামন্তপ্রথা সূচনা হয়েছিল ?
উঃ সামন্তপ্রথা ইউরোপে মধ্যযুগে সূচনা হয়েছিল। আনুমানিক নবম থেকে পঞ্চদশ শতাব্দীতে এই প্রথার সূচনা হয়েছিল।
এই প্রথা ফ্রান্সের কারোলিংশিয়ান সাম্রাজ্যে শুরু হয়েছিল।
২) কোন কোন প্রাদেশিক শক্তি, দিল্লি সুলতানি থেকে দূরে সরে গিয়েছিল ?
উঃ বাংলা সুলতানি, জৌনপুরী সুলতানি, বাহমনি ইত্যাদি।
৩) জায়গীরদার কাকে বলে ?
উঃ মুঘল সম্রাট আকবর প্রবর্তিত মনসবদারি প্রথায় মনসবদারদের দুভাবে বেতন দেওয়া হতো- নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে। যেসব মনসবদার কাজের বিনিময়ে জায়গীর পেতেন তাদের বলা হত জায়গীরদার।
যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গীরদাররা নিজেদের ভরণপোষণ করত এবং ঘর্ষণদের দেখাশোনা করত।
৪) দোঁহা বলতে কী বোঝো ?
উঃ
৫) মোগল যুগের দুটি কৃষক বিদ্রোহের নাম লেখ।
উঃ জাঠ বিদ্রোহ ও সৎনামী বিদ্রোহ
৬) বান্দা বাহাদুর কে ছিলেন ?
উঃ বান্দা বাহাদুর ছিলেন একজন শিখ নেতা। তিনি গুরু গোবিন্দ সিং কে হত্যার পর মুঘলদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ফারুকশিয়ারের রাজত্বকালে তাকে বন্দী করা হয়েছিল এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
৭) স্বায়ত্তশাসন বলতে কী বোঝো ?
উঃ স্ব মানে নিজের আর আয়ত্ত মানে অধীন। অর্থাৎ জনগণ যেখানে নিজেই নিজের অধীনে থাকে, সেই শাসনব্যবস্থাকে স্বায়ত্তশাসন বলে। পশ্চিমবঙ্গে এই স্বায়ত্তশাসন দুইভাবে দেখা যায়- শহর বা নগরের ক্ষেত্রে পৌরসভা আর গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত।
৮) গণতন্ত্র কাকে বলে ?
উঃ তন্ত্র কথাটির অর্থ হলো ব্যবস্থা। জনগণ নিজেরাই নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে গণতন্ত্র বলে। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। কারণ ভারতের জনগণই ঠিক করে দেন কে বা কারা দেশ শাসন করবে। তাই ভোট দানের মাধ্যমে নিজেরাই নিজেদের শাসককে বেছে নেন।
৯) বিক্রমশীল বৌদ্ধবিহার কবে কার আমলে প্রতিষ্ঠিত হয় ?
উঃ
১০) বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম লেখ।
উঃ বল্লাল সেন রচিত দুটি গ্রন্থ হল দানসাগর ও অদ্ভুত সাগর।
১১) পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কি ?
উঃ ১৫৫৬ খ্রিস্টাব্দে আকবর ও হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের গুরুত্ব হল -
ক) এই যুদ্ধের ফলে ভারতে আফগান রাজবংশের শাসনকালের অবসান ঘটেছিল।
খ) এই যুদ্ধের ফলে ভারতে মুঘল শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।
গ) আকবরের সিংহাসন শত্রুদের হাত থেকে নিরাপদ হয়েছিল।
১২) দীন- ই- ইলাহী কে প্রবর্তন করেন ?এই মতাদর্শ কোথায় আলোচিত হয় ?
উঃ
১৩) একটি দেশে সংবিধান কেন প্রয়োজন হয় ?
উঃ
১৪) চর্যাপদ কাকে বলে ?
উঃ প্রাচীন বাংলার আদি নিদর্শন হলো চর্যাপদ। ১৯৬০ খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে গ্রন্থটি আবিষ্কার করেন। এই গ্রন্থে ২৪ জন পদকর্তা নাম পাওয়া যায়। এই গ্রন্থে ভাষা আলো আঁধারী তাই একে সান্ধ্য ভাষা বলা হয়। তৎকালীন সমাজ বিষয়ে জানার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।
১৫) পঞ্চরত্ন বলতে কী বোঝো ?
উঃ
১৬) সুলহ- ই- কুল কি ? এটি কে প্রচার করেন ?
উঃ
১৭) গুরু গোবিন্দ সিংহ নির্দেশিত পঞ্চ-ক কি কি ?
উঃ গুরু গোবিন্দ সিং শিখদের পথ ঠিক করে দিয়েছিলেন। তিনি সবসময় পাঁচটি জিনিস কাছে রাখার কথা বলেছেন। এই পাঁচটি জিনিসের নামই ক-অক্ষর দিয়ে শুরু।সেগুলি হল- কেশ, কঙ্ঘা,কচ্ছা, কৃপাণ এবং কড়া।
১৮) নবম শিখ গুরু কে ছিলেন ? তাঁকে কারা হত্যা করে ?
উঃ নবম শিখ গুরু ছিলেন তেগ বাহাদুর।তাকে মুঘলরা বন্দী করে ও হত্যা করে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.