রাস্তায় ক্রিকেট খেলা সপ্তম শ্রেণী মাইকেল এন্টনি।
রাস্তায় ক্রিকেট খেলা
-মাইকেল এন্টনি
১) মাইকেল অ্যানটনির খেলার সঙ্গী কারা ছিলেন ?
উঃ অ্যামি ও ভার্ন
২) কে কোথায় বৃষ্টির জল খাবার ভান করছিল ?
উঃ অ্যামি লেখকদের উঠোনে বৃষ্টির জল খাবার ভান করছিল।
৩) ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল ?
উঃ আলশের তলায়
৪) অ্যামি ও ভার্ন কি বলে চিৎকার করছিল ?
উঃ নেবুর পাতায় করমচা,
হে বৃষ্টি, স্পেনে যা।
৫) সেলো খেলার ব্যাট আর বল কোথায় রেখেছিল ?
উঃ বাড়ির তলায়
৬) নিকুচি! মনে মনে বললাম - কে কি বলেছিলেন ?
উঃ লেখক মাইকেল এন্টনি আলোচ্য কথাটি বলেছেন। কারণ তিনি যখনই ব্যাট করেন তখনই কেবল বৃষ্টি পড়ে।
৭) আকাশে বাজ পড়ার শব্দে লেখক কিরূপ আচরণ করেছিলেন ?
উঃ বাজ পড়া শব্দের ভয়ে লেখকের কলজে যেন লাফিয়ে গলায় উঠে এসেছিল। তিনি তাড়াতাড়ি জানালা বন্ধ করে দেন আর ভয়ে সিঁটিয়ে থাকেন।
৮) লেখক কি থেকে ভয় পেতেন বলে গল্পে বলা হয়েছে ?
উঃ বৃষ্টির ভয়, বাজ বিদ্যুতের ভয়, উপকূলে আচড়ানো সমুদ্রের ভয়, ঝোড়ো হাওয়া থেকে তিনি ভয় পেতেন।
৯) লেখককে তার সঙ্গীরা কি বলে ডাকতো ?
উঃ সেলো
১০) ওয়েস্ট ইন্ডিজের মুদ্রার নাম কি ?
উঃ পেনি
১১) লেখক রাস্তায় বেরিয়ে নিজের মনে শিস দিতেন কেন ?
উঃ অ্যামি ও ভার্নকে তার উপস্থিতি জানানোর জন্য।
১২) ভার্ন আর অ্যামির সঙ্গে লেখকের আবার কখন দেখা হয়েছিল ?
উঃ নতুন বছরের গোড়ার দিকে
১৩) চকচকে নতুন ব্যাটের ওপর থেকে সেলোফেন কাগজ ছিঁড়ছিল কে ?
উঃ ভার্ন
১৪) "রাস্তায় ক্রিকেট খেলা" গল্পের লেখক কে ?
উঃ মাইকেল এন্টনি
১৫) মাইকেল এন্টনি কোথায় জন্মগ্রহণ করেন ?
উঃ ওয়েস্ট ইন্ডিজের মেয়ারোতে
১৬) রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি বাংলায় তরজমা করেছেন কে ?
উঃ তীর্থঙ্কর চট্টোপাধ্যায়
১৭) বর্ষাকালে এই রকমই ছিল _________।
উঃ মেয়ারো
১৮) গল্পে কোন স্থানের বর্ণনা করা হয়েছে ?
উঃ ওয়েস্ট ইন্ডিজের মেয়ারো
১৯) "লেবুর পাতায় করমচা / হে বৃষ্টির ধরে যা"- এই প্রচলিত ছড়াটির লেখক কে ?
উঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Comments
Post a Comment
Haven't doubt please let me know.