সকল খাদ্যই পরিপোষক কিন্তু সকল পরিপোষক খাদ্য নয় কেন ?
প্রশ্নঃ সকল খাদ্যই পরিপোষক কিন্তু সকল পরিপোষক খাদ্য নয় কেন ?
উঃ যে সকল আহার্য বস্তু জীবের দেহ গঠনে এবং শক্তি উৎপাদনে সাহায্য করে তাদের খাদ্য বলে।খাদ্যের পরিপাকের প্রয়োজন হয়। প্রাণীরাই প্রধানত খাদ্যগ্রহণ করে।যেমন-শর্করা, প্রোটিন ও স্নেহপদার্থ ইত্যাদি। সব খাদ্যই পরিপোষক।
কিন্তু যে সকল আহার্য বস্তু জীবের মৌলিক ধর্মগুলি পালনে সাহায্য করে তাদের পরিপোষক বলে।পরিপোষকের পরিপাকের প্রয়োজন হয় না। উদ্ভিদরা প্রধানত পরিপোষক গ্রহণ করে।যেমন-ভিটামিন ও খনিজ লবণ ইত্যাদি।
তাই বলা হয় সকল খাদ্যই পরিপোষক কিন্তু সকল পরিপোষক খাদ্য নয়।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.