Bengali question class-11 practice set 1

 একাদশ শ্রেণির বাংলা 

বিড়াল সাম্যবাদী ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন 

নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন কর 

১) কমলাকান্তের যে কারণে আনন্দ হয়েছিল-

(ক) বিড়ালকে দুধ খাওয়াতে পেরেছিল

(খ) বিড়ালকে দুধ খাওয়ার থেকে বিরত করতে পেরেছিল

(গ) বিড়ালকে আফিম দিয়েছিল

(ঘ) বিড়ালকে জ্ঞান দান করতে পেরেছিল


২) ক্ষুধানুসারে বিবেচনা করা যাবে' কী বিবেচনা করার কথা বলা হয়েছে- 

(ক) আফিম খাওয়ার

(খ) দুধ খাওয়ার

(গ) হাঁড়ি খাওয়ার

(ঘ) সবগুলি


৩) উভয়ে ভাগ করিয়া খাইব'-উভয়ে ভাগ করে যা খাওয়ার কথা বলা হয়েছে-

(ক) দুধ

খ) ছানা 

(গ) আফিম

ঘ) সবগুলো 


৪) বিড়াল প্রবন্ধে বিড়ালের কণ্ঠস্বর হল- 

ক) স্বাধীনতা কামী মানুষের 

খ) বঞ্চিত মানুষের 

গ) ধনতান্ত্রিক শ্রেণীর 

ঘ) শ্রমিক শ্রেণীর 


৫) ঘটনাগুলির ঠিক বিকল্প 

ক) ইহা বাঞ্ছনীয় নহে। 

খ) মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল। 

গ) আমি তখন ওয়াটারলোর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত 

ঘ) মার্জারির প্রতি ধাবমান হইলাম।

বিকল্প ঃ 

অ) iii, ii, i, iv              আ)  iii, iv, ii, i 

ই) iv, iii, ii, i                 ঈ )  i, iii, iv, ii 


৬) বিড়ালকে পাঠের জন্য কমলাকান্ত যা দিতে চেয়েছেন -

ক) নিউম্যান                        খ) পার্কার 

গ) কমলাকান্তের দপ্তর          ঘ) সবগুলিই 


৭) বিড়াল ও কমলাকান্তের কথোপকথনে যে ভাবনার জয় ঘোষিত হয়েছে 

ক) সমাজতান্ত্রিক                খ) ধনতান্ত্রিক 

গ) উদার নৈতিক                 ঘ) বৈপ্লবিক 


৮) খিদেতে অধীর হলে কমলাকান্ত বিড়ালকে যা দেবার অঙ্গীকার করেছেন- 

ক) ছানা                     খ) দুধ 

গ) আফিম                  ঘ) সবগুলি


৯) বিড়াল প্রবন্ধে যে পদ্ধতিতে বঙ্কিমচন্দ্র সমাজের জ্বলন্ত সমস্যার কথা উত্থাপন করেছেন- 

ক) সমালোচনামূলক                খ) কৌতুক পূর্ণ 

গ) তাত্ত্বিক                                ঘ) সবগুলিই 


১০) ইহাও বাঞ্ছনীয় নহে- 

ক) মানুষের সমাজে কুলাঙ্গার হওয়া 

খ) মানুষের সমাজে কুলাঙ্গার না হওয়া 

গ) পুরুষের মতো আচরণ করা 

ঘ) সবগুলোই 


১১) সাম্যবাদী কবিতাটি যে পত্রিকায় প্রকাশিত হয় -

ক) মসলেম ভারত            খ) লাঙ্গল 

গ) ইসলাম দর্পণ               ঘ)  ধূমকেতু 


১২) গ্রন্থসাহেব গ্রন্থে যাঁর ধর্মমতো কথা আছে- 

ক) জরাথ্রুস্ট                খ) গুরু নানক 

গ) কনফুসিয়াস             গ) কেউই নন


১৩) মানুষ দেবতাকে খুঁজে ফেরেন - 

ক) মন্দিরে মন্দিরে।            খ) মানুষের মাঝে 

গ) মৃত পুঁথির কঙ্কালে          গ)  কোনোটিই নয়


১৪) নবী হলেন- 

ক) ঈশ্বর                         খ) ঈশ্বরের দূত 

গ) পয়গম্বর                     ঘ) সবগুলিই 


১৫) সাম্যবাদী কবিতায় উল্লেখিত একটি দর্শন গ্রন্থ হল 

ক) বেদ                       খ) বেদান্ত 

গ) পুরাণ                      ঘ) ত্রিপিটক 


১৬) তোমাতে রয়েছে - 

ক) সকল কেতাব।            খ) সকল বিধানের জ্ঞান 

গ) ক ঠিক খ ভুল              ঘ) ক ও খ দুটোই ঠিক 


১৭) যেখানে সকল শাস্ত্র খুঁজে পাবার কথা বলা হয়েছে 

ক) মানুষের মাঝে                 খ) দেবালয়ের মাঝে 

গ) গ্রন্থাগারের মাঝে              ঘ) নিজের প্রাণের মধ্যে


১৮) হঠাৎ কিছু বুঝিতে পারলাম না কারণ - 

ক) বক্তা ঘুমিয়ে ছিল            

খ) বক্তা নেশা করছিল 

গ) বক্তা হঠাৎ করে ভয় পেয়েছিল 

ঘ) কোনোটিই নয় 


১৯) শাক্যমুনি যা ত্যাগ করেছিলেন- 

ক) রাজ্য                    খ) তনু 

গ) ধর্ম                        ঘ) বাসনা 


২০) সাম্যবাদী কবিতাটি লাঙ্গল পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়- 

ক) আশ্বিন                  খ) কার্তিক 

গ) অগ্রহায়ণ                ঘ) পৌষ 


২১) দাসরূপ ধারণ করে- 

ক) গিরিশ।               খ) নদী 

গ) তরুদল                ঘ) কোনোটি নয় 


২২) নিশা শব্দের প্রতিশব্দ হলো 

ক) বিভাবরী।               খ) যামিনী 

গ) ত্রিয়ামা                    ঘ) সবগুলোই 


২৩) পরম আদরে যা যোগায় 

ক) অমৃত ফল                 খ) তৃষ্ণার জল 

গ) ক্লান্ত শরীরের আরামের জোগাড় 

ঘ )সবগুলোই


২৪) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির লেখক হলেন 

ক) মাইকেল মধুসূদন দত্ত 

খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর 

গ) বুদ্ধদেব বসু 

ঘ) কেউই নন


২৫) দীর্ঘ শির তরুদল যা করে -

ক) অমৃত ফলদান               খ) শীতল ছায়া প্রদান 

গ) শীতল বাতাস দান           ঘ) সবগুলোই 


২৬) দানে বারি - বারি দান করে 

ক) বিমলা                    খ) কিঙ্করী 

গ) গিরিশ                      ঘ) নদী 


২৭) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সনেটটি __________সময়ে লেখা হয়।

ক) মাদ্রাজে বাস কাল।        খ) কলকাতার বাসকালে 

গ) ইউরোপের বাসকালে       ঘ) মৃত্যুশয্যায় 


২৮) কবি খোদার মিতা যাকে বলেছেন 

ক) ইশাকে                       খ) মুসাকে 

গ) মেষের রাখালকে         ঘ) নবীদেরকে 


২৯) কেন এ পন্ডশ্রম - পন্ড শ্রমটি হল 

ক) ধর্মগ্রন্থ পাঠ 

খ) মানুষের মানুষের হানাহানি 

গ) মন্দির মসজিদে গিয়ে উপাসনা করা 

ঘ) সবগুলি 


৩০) সেই জানে মনে- মন যা জানে - 

ক) বিদ্যাসাগর ভারত বিখ্যাত 

খ) বিদ্যাসাগর করুণার সিন্ধু 

গ) বিদ্যাসাগর দীনের বন্ধু 

ঘ) সবগুলি 














Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)