রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশের বর্ণনা দাও , সপ্তম শ্রেণী ভূগোল।

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্যাংশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন ও উত্তর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। 

সপ্তম শ্রেণীর class 7 ভূগোল (geography) পাঠ্যাংশের ইউরোপ মহাদেশের রুঢ় শিল্পাঞ্চল সম্পর্কে আলোচনায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের করতেই হবে সেটি নিম্নরূপঃ
সপ্তম শ্রেণীর geography class 7 3rd terminal exam ভূগোল রুঢ় শিল্পাঞ্চল, রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব, third unit test class 7 geography suggestion রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ বর্ণনা, জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত রুঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা। Geography solution for class 7 সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ভূগোল geography class 7 question answer  প্রশ্ন উত্তর ক্লাস সেভেন জিওগ্রাফি mcq acq question answer class 7 জিওগ্রাফি geography সপ্তম শ্রেণীর geography class 7 3rd terminal exam ভূগোল রুঢ় শিল্পাঞ্চল, রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব, third unit test class 7 geography suggestion রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ বর্ণনা, জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত রুঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা। Geography solution for class 7 সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ভূগোল geography class 7 question answer  প্রশ্ন উত্তর ক্লাস সেভেন জিওগ্রাফি mcq acq question answer class 7 জিওগ্রাফি geography, wbbse geography suggestion for class7,bhugol class-7, Europe mohadesh class7 question answer, MCQ question answer for class seven geography rud anchal.

প্রশ্নঃ রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশের বর্ণনা দাও।

উঃ জার্মানির প্রধান নদীর আইন এবং তার দুই উপনদী রুর ও লীপের সংযোগস্থলে অবস্থিত কয়লা খনিকে কেন্দ্র করে ইউরোপের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল রুঢ় শিল্পাঞ্চল গড়ে উঠেছে। এ অঞ্চলটির আয়তন প্রায় ৪ হাজার ৬০০ বর্গক্ষেত্র কিলোমিটার। এই অঞ্চলটি অর্থনৈতিক পরিবেশে উন্নত হওয়ার কারণ গুলি হল 

খনিজ সম্পদঃ 

            রূঢ় শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হল কয়লা। এখানকার রাইন, লিপে ও রুঢ় নদীর মধ্যবর্তী অঞ্চল থেকে প্রচুর পরিমাণে শিল্পের উপযোগী অ্যানথ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় উৎকৃষ্ট মানের কয়লা পাওয়া যায়।

পরিবহন ব্যবস্থাঃ 

            রুঢ় শিল্পাঞ্চলটি রেলপথ সড়ক পথ ও জলপথ দ্বারা বেশ উন্নত। রাইন নদীর পূর্ব দিকে রাইন -হার্নে -ডর্টমুন্ড খাল ও উত্তরে লিপে খাল কাটা হয়েছে। এই খাল পথের মাধ্যমে নদীগুলি পরস্পরের সাথে যুক্ত থাকে। সারাবছর নৌ পরিবহনের উপযুক্ত হওয়ায় খুব সহজেই পরিবহনের সুবিধা হয়। 

সুলভ শ্রমিকঃ 

          রূঢ় অঞ্চলের শিল্প উন্নতির অন্যতম কারণ হলো সুলভ শ্রমিকের জোগান। শিল্প ও পরিবহনে উন্নতির কারণে এই অঞ্চলে ঘন জনবসতি দেখা যায়। ফলে খুব সহজেই দক্ষ ও সুলভ শ্রমিক পাওয়া যায়। 

বাজারঃ

       রুঢ় শিল্পাঞ্চলে দক্ষিণ থেকে উত্তরে নিরবিচ্ছিন্নভাবে জনবসতি লক্ষ্য করা যায়। ফলে বিপুল মানুষের বাজারে চাহিদা থাকার কারণে রুঢ় শিল্পাঞ্চল অর্থনৈতিক দিক থেকে বেশ উন্নতি লাভ করেছে।

অন্যান্য শিল্পাঞ্চলঃ 

             রুঢ় শিল্পাঞ্চলে লৌহ ইস্পাত শিল্প ,ইঞ্জিনিয়ারিং শিল্প ,রেল ইঞ্জিন, মোটরগাড়ি, সিমেন্ট শিল্প, বস্ত্রবয়ন শিল্প, কাচ শিল্প প্রভৃতি একাধিক শিল্পে উন্নত হওয়ায় এই অঞ্চল অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করেছে।

        এছাড়াও এই অঞ্চলে মূলধন বিনিয়োগ, শক্তি সম্পদের প্রাচুর্য এবং সরকারি নীতি সহায়ক থাকায় রুঢ় শিল্পাঞ্চল অর্থনৈতিক দিক থেকে বেশ উন্নতি লাভ করেছে।


সপ্তম শ্রেণীর geography class 7 3rd terminal exam ভূগোল রুঢ় শিল্পাঞ্চল, রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব, third unit test class 7 geography suggestion রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ বর্ণনা, জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত রুঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা। Geography solution for class 7 সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ভূগোল geography class 7 question answer  প্রশ্ন উত্তর ক্লাস সেভেন জিওগ্রাফি mcq acq question answer class 7 জিওগ্রাফি geography সপ্তম শ্রেণীর geography class 7 3rd terminal exam ভূগোল রুঢ় শিল্পাঞ্চল, রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব, third unit test class 7 geography suggestion রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ বর্ণনা, জার্মানির রাইন নদীর তীরে অবস্থিত রুঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা। Geography solution for class 7 সপ্তম শ্রেণীর ভূগোল তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ভূগোল geography class 7 question answer  প্রশ্ন উত্তর ক্লাস সেভেন জিওগ্রাফি mcq acq question answer class 7 জিওগ্রাফি geography, wbbse geography suggestion for class7,bhugol class-7, Europe mohadesh class7 question answer, MCQ question answer for class seven geography rud anchal.





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)