স্বাস্থ্য ও শারীরশিক্ষা ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন উত্তর second unit test

    দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন    

          স্বাস্থ্য ও শারীরশিক্ষা

ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্ন উত্তর 

A। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।

(ক) অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার অবকাশকালীন সময়ে অসুস্থ ব্যক্তির জীবনরক্ষা ও আঘাতের সাময়িক নিরাময়ের যে___________ শুশ্রুষা করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বলে।
উঃ বিজ্ঞানসম্মত


(খ) প্রাথমিক প্রতিবিধানকারীর লক্ষ্য আহত ব্যক্তিবর্গের_______________ করা।
উঃ জীবনরক্ষা


(গ) আহত বা অসুস্থ বা আক্রান্ত ব্যক্তির _______________ কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। বিষয়টি প্রাথমিক প্রতিবিধানকারীর।
উঃ চিকিৎসা


(ঘ) চিকিৎসার সহায়তা না পাওয়া পর্যন্ত _______________প্রাথমিক প্রতিবিধান চালিয়ে যেতে হবে।
উঃ প্রাথমিক প্রতিবিধানকারীকে


(ঙ) প্রাথমিক চিকিৎসাকারীকে হতে হবে ____________ বিচারশীল ও নির্ভীক।
উঃ সতর্ক


(চ) প্রতিবিধানকারীর লক্ষ্য অসুস্থ ব্যক্তিকে অবস্থার______________ রোধ করা।
উঃ অবনতি


(ছ) প্রাথমিক প্রতিবিধানকারীকে _____________ অগ্রাধিকার দিয়ে সমস্ত কাজ নির্বাহ করতে হবে। 
উঃ প্রাথমিক প্রতিবিধানের


(জ) আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম___________ চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উঃ শ্বাস প্রশ্বাস


(ঝ) লিউকোপ্লাস্ট একপ্রকার ____________।
উঃ ব্যান্ডেজ


(ঞ)__________ পক্ষে ক্ষতিকারক, এইরূপ কোনো কাজ করা উচিত নয়।
উঃ স্বাস্থ্যের/রোগীর 


(ট) আহত ব্যক্তিকে _____________ করে শান্ত রাখতে হবে।
উঃ


(ঠ) বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ____________ থাকা আবশ্যক।
উঃ সরঞ্জাম


(ড) আঘাতের ফলে সাধারণ _________  প্রাথমিক চিকিৎসায় মারকিউরোক্রোম ব্যবহার  করা হয়। 
উঃ কাটা বা ছোড়া


(ঢ) শরীরের তাপমাত্রা _________ ডিগ্রি সেলসিয়াসের উপর উঠে গেলে হিট স্ট্রোক  হতে পারে।
উঃ 40⁰


(ণ) মারকিউরোক্রোম সলিউশনের রং________।
উঃ লাল


৩। সত্য/মিথ্যা লেখোঃ

(ক) রোগীর পক্ষে ক্ষতিকারক, এইরূপ কোনো কাজ করা উচিত নয়।
উঃ সত্য


(খ) অপ্রয়োজনে রোগীর গায়ের বস্তু উন্মোচন করা উচিত নয়।
উঃ সত্য


(গ) রোগীর কাছ থেকে জনতার ভিড় সরিয়ে দিয়ে হাওয়া-বাতাসের প্রবাহ অব্যাহত রাখতে হবে।
উঃ সত্য


(ঘ) কোনো ক্ষেত্রেই রোগীর আঘাতের কারণ অনুসন্ধানের প্রয়োজন নেই।
উঃ মিথ্যা


ঙ)  দ্রুত আথমিক চিকিৎসা দিয়ে যত দ্রুত সম্ভব রোগীকে ডাক্তারের কাছে পাঠাতে হবে।
উঃ সত্য


(চ) ছোটো কাটা, ছিঁড়ে যাওয়া বা থেঁতলে যাওয়া স্থান পরিষ্কার করতে তরল জীবাণুনাশকের ব্যবহার করা হয়।
উঃ সত্য


(ছ) যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি দিতে শীতলকারক স্প্রে ব্যবহার করা হয়।
উঃ সত্য


(জ) হিট স্ট্রোকের ক্ষেত্রে বমিবমি ভাব থাকলেও বমি হয় না।
উঃ সত্য


(ঝ) প্রবল গরমে শরীরের তাপমাত্রা আচমকা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে মস্তিষ্কের তাপনিয়ন্ত্রক কোশটি সাময়িকভাবে বিকল হলে শরীরের তাপ বাইরে বেরোতে পারে না।
উঃ সত্য


(ঞ) দেহের ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যাওয়া হিট স্ট্রোকের একটি উপসর্গ।
উঃ সত্য


৬। দু-এক কথায় উত্তর দাও:

(ক) প্রাথমিক চিকিৎসা কাকে বলে ?

উঃ কোন আকস্মিক দুর্ঘটনায় ডাক্তার আসার পূর্বে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা ও আঘাত নিরাময়ের জন্য যে বিজ্ঞানসম্মত সাহায্য করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।

(খ) মারকিউরোক্রোম কী?

উঃ মারকিউরোক্রম হলো একটি জীবাণুন নাশক তরল পদার্থ। এর রং লাল। আঘাতের ফলে কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া প্রাথমিক চিকিৎসায় এটি ব্যবহার করা হয়।


(গ) প্লিন্ট কী ?

উঃ অস্থিভঙ্গ নিরাময়ক এক প্রকার ব্যান্ডেজ।

(ঘ) প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য কী?

উঃ আহত বা অসুস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গের জীবন রক্ষা করা।

(ঙ) প্রাথমিক চিকিৎসা বলতে কী বোঝো ?

উঃ কোন আকস্মিক দুর্ঘটনায় ডাক্তার আসার পূর্বে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা ও আঘাত নিরাময়ের জন্য যে বিজ্ঞানসম্মত উপায় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।

(চ) হিট স্ট্রোকের কারণগুলি কী কী ?

উঃ হিট স্ট্রোকের কারণগুলি হল -
i) প্রবল গরমে ,কঠোর পরিশ্রম করলে শরীরের ভিতরের তাপমাত্রা আচমকা বেড়ে গিয়ে মস্তিষ্কের তাপনিয়ন্ত্রক কোশ বিকল হয়ে হিট স্ট্রোক হয়।
i i) প্রচন্ড গরমে ঘামের সঙ্গে পটাশিয়াম, সোডিয়াম দেহ থেকে বেরিয়ে হিট স্ট্রোকের সৃষ্টি হয়।

(ছ) শীতলকারক স্প্রে কী কাজে লাগে ?

উঃ খেলার সময় পেশি,হাড়ে ব্যাথার হলে শীতলকারক স্প্রে ব্যবহার করে যন্ত্রনার হাত থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয়।

(জ) প্রাথমিক চিকিৎসার বাক্সের দুটি উপকরণ-এর নামে লেখো।

উঃ কাঁচি, ছুরি, গজ ইত্যাদি

৭। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

(ক) প্রাথমিক চিকিৎসা করা হয়।

(1) ডাক্টারের দেখার পর

(ii) ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে

(iii) রোগ থেকে সেরে ওঠার পর

(iv) হাসপাতালে ভরতি হওয়ার পর।


উঃ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে


(খ) প্রাথমিক চিকিৎসার বাক্সের গায়ে লাল রং-এর কোন প্রতীক চিহ্নটি থাকে।

উঃ

গ) 'প্লিন্ট 'বাবহার করা হয়-

(1) রক্তপাত বন্ধ করতে (দ্র) মাথাব্যথার জন্য (iii) অস্থিভঙ্গের ক্ষেত্রে (iv) জ্বর কমাবার জন্য।
উঃ অস্থিভঙ্গের ক্ষেত্রে


ঘ) বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিলিয়ে লেখো।

(i) প্রাথমিক চিকিৎসক    (ক) ত্রিকোণ ব্যান্ডেজ

(Ii) ডেটল।              খ) তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি

(iii) ড্রেসিং।           (গ) সতর্ক, বিচারশীল

(iv) হিট স্ট্রোক।     (ঘ) জীবাণুনাশক


উঃ  i)  -  গ
      ii)  - ঘ
     iii)  - ক
     iv)  - খ







Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)