আমাদের আদর্শ বিদ্যালয় রচনা, অনুচ্ছেদ রচনা
আমাদের আদর্শ বিদ্যালয়
ভূমিকাঃ
আমাদের বিদ্যালয়ের নাম বালিপুর মেলাতলা উচ্চ বিদ্যালয়। এটি একটি প্রাচীন বিদ্যালয়। এটি বালিপুরের একটি অন্যতম ভালো বিদ্যালয়।
অবস্থানঃ
বিদ্যালয়টি মুণ্ডেশ্বরী নদীর শাখানদী হরিণাকালী নদীর তীরে অবস্থিত। বিদ্যালয়টির পারিপার্শ্বিক অবস্থা খুবই সুন্দর। বিদ্যালয়ের কাছে একটি বড় বাজার এবং পোস্ট অফিস ও ডাকঘর আছে।
বর্ণনাঃ
এটি একটি চারিদিকে তিনতলা বিশিষ্ট ভবন। এই বিদ্যালয়ে প্রায় ৯০টি কক্ষ আছে। একটি কক্ষ প্রধান শিক্ষকের জন্য, একটি শিক্ষকদের জন্য, একটি অফিসের জন্য এবং একটি সাধারণ কক্ষ। বাকি কক্ষগুলো আমাদের শ্রেণিকক্ষ। সবগুলো কক্ষ খোলামেলা এবং আলোময়, যা সহজেই বাতাস চলাচল করতে পারে।
শিক্ষকবৃন্দঃ
আমাদের বিদ্যালয়ে ৮০ জন শিক্ষক আছেন। শিক্ষকগণ আমাদের অতি যত্ন সহকারে শিক্ষা দেন। তাঁরা আমাদেরকে খুব ভালোবাসেন। আমরাও তাঁদেরকে শ্রদ্ধা করি।
ছাত্র/ছাত্রীবৃন্দ :
আমাদের বিদ্যালয়ে প্রায় ৩ হাজার জন ছাত্র-ছাত্রী আছে। তারা খুব শান্তশিষ্ট, নম্র ও শৃঙ্খলা পরায়ণ। আমরা প্রত্যেকে টিফিন পর্বে টিফিন খেয়ে খেলার মাঠে গিয়ে নানা খেলায় মেতে উঠে। নির্দিষ্ট সময়ে স্কুলে যাই ও স্কুল ছুটির পরে বাড়ি ফিরে আসি।
ফলাফলঃ
আমাদের বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল সব সময় ভালো হয়। প্রতিবছর ছাত্র-ছাত্রীরা প্রায় ৯৮ শতাংশ নম্বর পায়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ভালো ফলাফল হয়।
উপসংহারঃ
আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়। এজন্য আমরা গর্বিত। বিদ্যালয়ের মতো অতি পবিত্র স্থান পেয়ে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.