মাকু লীলা মজুমদার, মাকু গল্পের প্রশ্ন উত্তর
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রণীত সপ্তম শ্রেণীর বাংলা সহায়ক গল্প হিসাবে লীলা মজুমদারের "মাকু" গল্পটি অংশগ্রহণ করা হয়েছে। সেই মাকু গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে।
মাকু
লীলা মজুমদার
১) মাকু কিভাবে কেঁদে ফেলল ?
উঃ ঘড়িওয়ালা মাকুর নাকের কল টিপে দিতেই সে ঘুমিয়ে পড়ে। তারপর দুটি কান ধরে কষে পেঁচালো। তখন মাকুর মাথার খুলি বাক্সের ঢাকনার মতো খুলে গেল। তারপর সোনা পুঁটলি খুলে ফুটো জ্যামের টিন, ফোঁদল, রবারের নল দিয়ে মাথার খুলির মধ্যে জল ঢেলে দিল। তারপর ঘুম থেকে উঠে বসার সঙ্গে সঙ্গেই মাকু কেঁদে দিয়ে ভাসিয়ে দিল। এইভাবেই মাকু কেঁদে ছিল।
২) হোটেলওয়ালার জন্মদিনের বিকেলে কোন কোন খেলার আয়োজন করা হয়েছিল ?
উঃ প্রথমে দড়াবাজির খেলা, তারপর কুকুরদের খেলা এবং শেষে জাদুকরের খেলার আয়োজন করা হয়েছিল। এটি ছিল সবচেয়ে আকর্ষণীয় খেলা কারণ জাদুকর আকাশ থেকে পরীদের রানীকে নামাবে।
৩) সোনা টিয়া নতুন জামা কিভাবে পেল ? জামা দুটি কেমন দেখতে ?
উঃ বেহারী সোনা ও টিয়ার জন্য নতুন জামা কেনার পয়সা দিয়ে গিয়েছিল সং এর কাছে। সং নতুন জামা কিনে এনে সোনা টিয়াকে দিয়েছে।
জামা দুটির একটি ছিল গোলাপি আর অন্যটি ছিল ফিকে বেগুনি রংয়ের। তলায় কুঁচি দেওয়া আর গলায় ছোট একটা করে রুপালি ফুলের মত বোতাম ছিল।
৪) হোটেলওয়ালার জন্মদিনে পরীদের রানী কেমন পোশাকে সাজবে ?
উঃ পরীদের রানী খুব সুন্দর পোশাকে সাজবে। পোশাকটি ধবধবে সাদা, ছোট ছোট রুপোলি বুটিক তলা থাকবে। সেই পোশাকের পাশে রুপোলি ডানা জোড়া থাকবে। মাথায় মুকুট, হাতে রাজদণ্ড, গলায় সীতাহার, কানের ঝুমকো দিয়ে সুন্দরভাবে সাজবে।
৫) মাকুর জন্য কাঁদার কল কে বানিয়ে দেবে ও কেন ?
উঃ ঘড়িওয়ালা মাকুর জন্য কাঁদার ফল বানিয়ে দেবে।
কারণ মাকু যন্ত্র দিয়ে তৈরি। তার মধ্যে হাসা কাঁদার কোন ব্যাপার নেই। কিন্তু সার্কাসে খেলা দেখতে গেলে কখনো কাঁদতে হয় আবার কখনো হাসতে হয়।
৬) ঘড়িওয়ালার পিছনে পেয়াদা লেগেছিল কেন ? মাকুকে পেলে সে কি করত ?
উঃ ঘড়িওয়ালা ঘড়ির দোকান থেকে কলকব্জা চুরি করে মাকুকে তৈরি করেছিল। তাই চুরির অভিযোগে ঘড়িওলার পিছনে পেয়াদা লেগেছিল।
মাকুকে পেলে সে একমাস খেলা দেখিয়ে ধার দেনা শোধ করে দিত।
৭) মাকুর সঙ্গে পরীদের রানীর বিয়ে হবে না কেন ?
উঃ মাকু হল কলের পুতুল। সে হাসতে জানে না, কাঁদতে জানে না। তাই তার সঙ্গে পরীদের রানীর বিয়ে হতে পারে না।
৮) গান শুনে ঝোপ থেকে কি বেরিয়ে এসেছিল ? তখন সোনা টিয়া কি করেছিল ?
উঃ গান শুনে ঝোপ থেকে সরসর করে একটা ডোরাকাটা বিরাট বড় সাপ বেরিয়ে এসেছিল।
এত বড় সাপ দেখে সোনা টিয়া খুব ভয় পেয়ে গিয়েছিল। তখন সোনা টিয়ার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে দৌড়াতে লেগেছিল।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.