বাংলা একাদশ শ্রেণি প্রাক্টিস সেট প্রশ্নপত্র

 বাংলা একাদশ শ্রেণি প্রাক্টিস সেট প্রশ্নপত্র 

   একাদশ শ্রেণির প্রশ্ন             প্রাক্টিস সেট- ২

A) নীচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও 

১) দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার কি মনে হয় ?

ক) এলিসেন্দা মুক্তবোধ করে 

খ) এলিসেন্দা দুঃখিত হয় 

গ) এলিসেন্দা স্বস্তিবোধ করে, উদাসও হয় 

ঘ) এলিসেন্দা শান্তি পায়।


২) এলিসেন্দা কেন বলেছিল "দেবদুতে থৈ থৈ করা কোন নরকে বাস করা কি যে জঘন্য কান্ড ?

ক) কারণ দেবদূত যখন তখন বাড়ির যেখানে সেখানে ঘুরে বেড়াতো 

খ) কারণ পাদ্রে গোনসাগা বুড়োকে দেবদূত ঘোষণা করেছিল 

গ) কারণ পড়শীরা বুড়োকে নিয়ে তামাশা করত 

ঘ) কারণ এলিসেন্দা বুড়োকে বাড়িতে রাখতে চায়নি


৩) বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল ?

ক) ফল ও জল 

খ) ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট 

গ) ভাত ও জল 

ঘ) কেক ও বিস্কুট 


৪) দর্শকরা বন্দীর ভবিষ্যৎ নিয়ে কি ধরনের জল্পনা কল্পনা করেছিল 

ক) বুড়োকে ভেলায় ভাসিয়ে দেওয়া হবে 

খ) বুড়োকে দেবদূত আখ্যা দেওয়া হবে 

গ) বুড়োকে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত 

ঘ) বুড়োকে পুরস্কৃত করা উচিত।


৫) পাদ্রে গোনসাগা সন্দেহ করলেন যে বুড়ো আসলে একজন চোর ফেরেবাজ কারণ 

ক) গোনসাগা এমন প্রচুর জোচ্চোর দেখেছেন

খ) ডানা লাগিয়ে দেবদূত সাজার চেষ্টা অনেকেই করে থাকে

গ)  বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝেনা

ঘ) এই লোকটি জোচ্চুরি গণনা অতীতে একবার ধরে ফেলেছিলেন


৬) বুড়োকে ভেলায় করে বারদরিয়ায় ছেড়ে দিয়ে আসার কথা ভেবেও কেন তা করতে পারল না পেলাইও ও এলিসেন্দা ?

ক) পড়োশিনি বারণ করেছিল 

খ) পাদ্রে গোনসাগা এসে উপস্থিত হলেন 

গ) পুরো পাড়া মুরগির খাঁচার সামনে জড়ো হয়ে দেবদূতকে নিয়ে তামাশা করছিল 

ঘ) পাড়ার লোকরা বারণ করছিল


৭) এই কোন্দরে বসে কে মানুষের আহ্বান শুনতেন ?

ক) আরবের পাঠক 

খ) আরব অধিবাসী 

গ) আরব দুলাল 

ঘ) মহামানব 


৮) কোন সময় সুশান্ত নিদ্রা লাভ করা যায় ?

ক) দিবসে                  খ) নিশায় 

গ) ঊষায়                    ঘ) গোধূলিতে 


৯) হেমকান্তি বা স্বর্ণপ্রভা কেমন ?

ক) ম্লানহীন                 খ) মলিনতা যুক্ত 

গ) প্রাণহীন                  ঘ) অম্লান 


১০) আহারাভাবে অস্থি কিরূপ হয়েছে ?

ক) শুষ্ক দশা                খ) রুক্ষ দশা 

গ) পরিদৃশ্যমান            ঘ) অদৃশ্যমান 


১১) একজন পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করে কতজনকে বঞ্চিত করে আহার্য সংগ্রহ করে ?

ক) ছয়শত দরিদ্রকে              খ) তিনশত দরিদ্রকে 

গ)  পাঁচশত দরিদ্রকে         ঘ) চারশত দরিদ্রকে


১২) তোমাদের বিদ্যা সকল দেখিয়া আমার বোধহয়- কি বোধহয় ?

ক) শিক্ষালাভ ব্যতীত জ্ঞানোন্নতি সম্ভব নয় 

খ) শিক্ষা লাভের মাধ্যমে জ্ঞানোন্নতি সম্ভব নয় 

গ) বাস্তব শিক্ষার মাধ্যমে জ্ঞানোন্নতি সম্ভব নয় 

ঘ) বিজ্ঞান শিক্ষা নিলেও জ্ঞানোন্নতি সম্ভব নয় 


১৩) মহাপর্বতকে কার সঙ্গে তুলনা করা হয়েছে ?

ক) রবীন্দ্রনাথ ঠাকুর          খ) মাইকেল মধুসূদন দত্ত 

গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.   ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর


১৪) কাশি কোথায় অবস্থিত ?

ক) যমুনার তীরে                        খ) অযোধ্যায় 

গ) বিহারের গয়া জেলায় 

ঘ) উত্তরপ্রদেশের বারানসিতে গঙ্গার পশ্চিম তীরে


১৫) কোন বিষয়টি মিথ্যা হিসেবে কবি শোনেননি ?

ক) মানুষ                             খ) ইতিহাস 

গ) বাংলা সাহিত্য 

ঘ) এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই 


১৬) দুর্বোধ্য ভাষায় কিভাবে জবাব দিলে ?

ক) ভারী গলায়              খ) হালকা গলায় 

গ) রিনরিনে গলায়          ঘ) মিষ্টি গলায় 


১৭) কয়েদ করে রাখা জ্যান্ত দেবদূতকে রান্নাঘর থেকে পেলাইও নজর রাখছিল 

ক) সারা সকাল            খ) সারা দুপুর 

গ) সারা বিকেল            ঘ) সারা সন্ধ্যে 


১৮) মার্চের রাত্রিরে বেলা ভূমির বালি কেমন দেখায় 

ক) তকতক করে           খ) তরতর করে 

গ) ঝকঝক করে           ঘ) চিকচিক করে 


১৯) কি কারনে চোর অপেক্ষা কৃপণ ধনী শতগুনে দোষী ?

ক) ধনী দরিদ্রকে কিছুই দেয় না 

খ) ধনী-দরিদ্রের ধন চুরি করে 

গ) ধনী অন্যের সম্পদ লুট করে 

ঘ) ধনী সমাজের সমস্ত ধন কুক্ষিগত করে


২০) দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায় কারণ 

ক) ওরা দেবদূতকে তার খাঁচা থেকে মুক্তি দিয়েছিল 

খ) রোদে বৃষ্টিতে মুরগির খাঁচা পুরো ভেঙে পড়েছিল 

গ) দেবদূত নিজেই খাঁচা খুলে বেরিয়ে আসতো

ঘ) পেলাইও এলিসেন্দার সন্তান দেবদূতকে নিয়ে ঘুরে বেড়াতো


২১) ভাগ্য বলে পেয়ে সে মহান - 

ক) চরণ                       খ) আশ্রয় 

গ) পর্বত                       ঘ) ছায়া 


২২) দেবদূতকে দেখিয়ে অর্থ উপার্জনের ফলে পেলাইও যা করেছিল,

ক) সাধ্যপালের কাজে ইস্তফা দিয়েছিল 

খ) দু তলা বাড়ি তৈরি করেছিল। 

গ) ক ঠিক খ ভুল। 

ঘ) ক ও খ দুটোই ঠিক


২৩) যে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালের ও তাই কেননা 

ক) দুধ মঙ্গলার     খ) মঙ্গলার দুধ দহন করেছে প্রসন্ন 

গ) ক ঠিক খ ভুল   ঘ) ক ও খ দুটোই ঠিক 


২৪) ইশা মুসা যেখানে সত্যের পরিচয় পেয়েছিল-

ক) মসজিদ।                       খ) মদিনা 

গ) কাবায়                            ঘ) হৃদয়ের মাঝে 


২৫) পাদ্রে গোনসাগা যে ভাষায় দেবদূতকে সুপ্রভাত জানান 

ক) ইংরেজি                   খ) আরবি 

গ) ফারসি                       ঘ) লাতিন 


২৬) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হল একটি-

ক) কাব্যাংশ                   খ)  ছড়া    

গ) গাথা                          ঘ ) সনেট 


২৭) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কিংকরী বলতে বোঝানো হয়েছে- 

ক) পর্বতকে                খ) দীর্ঘশ্বির তরু দলকে 

গ) নদীকে                   ঘ) বনেশ্বরীকে 


২৮) বিড়াল সমাজে ভাগ্যবান হল - 

ক) যারা সহজেই খাবার পায় 

খ) যারা বড়লোক বাড়িতে পালিত 

গ) ক ঠিক খ ভুল 

ঘ) ক ও খ দুটোই ঠিক 

২৯) লাঙ্গুল শব্দের অর্থ- 

ক) লেজ                    খ) লোম 

গ) জন্তু বিশেষ            ঘ) শিরদাঁড়া 


৩০) পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

ক) ভারতী পত্রিকা             খ) কল্লোল পত্রিকা 

গ) প্রবাসী পত্রিকা              ঘ) সবুজ পত্রিকা










Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)