বিজ্ঞান ও পরিবেশ class 8 question answer
বিজ্ঞান ও পরিবেশ
অষ্টম শ্রেণি
১) ঠিক উত্তরটি নির্ভর কর।
১.১ যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করে,সেটি হল--
ক) গল্গিবস্তু খ) নিউক্লিয়াস
গ) মাইটোকন্ড্রিয়া ঘ) লাইসোজোম
১.২ যে কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে সেটি হল----
ক) লাইসোজোম খ) রাইবোজোম
গ) সেন্ট্রোজোম ঘ) গলগি বস্তু।
১.৩ উদ্দীপনা পরিবহন করা যে কলার কাজ সেটি হল---
ক) আবরণী কলা খ) যোগ কলা
গ) পেশী কলা ঘ) স্নায়ু কলা
২) সংক্ষিপ্ত উত্তর দাও
২.১ উজ্জ্বল আলোয় বর্ণদর্শনে সাহায্য করে কোন কোষ ?
উঃ শঙ্কু আকৃতির কোণ কোষ। (page-176)
২.২ আমি একটি পর্দা ঘেরা কোষ অঙ্গাণু যার মধ্যে পুরানো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে। আমার নাম কি ?
উঃ লাইসোজোম (page-183)
২.৩ ক্রোমোপ্লাস্টিডের কাজ কি ?
উঃ ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করা (page-186)
৩) একটি বা দুটি বাক্যে উত্তর লেখ।
৩.১ লোহিত রক্ত কণিকার আকৃতি দুপাশ চ্যাপ্টা এবং চাকতির মত। এর ফলে লোহিত রক্ত কণিকার কি সুবিধা হয় ?
উঃ লোহিত রক্তকণিকার দুপাশ চ্যাপ্টা ও চাকতির মতো হওয়ায় বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াতে আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনে সুবিধা হয়। (Page-177)
৩.২ কোষ পর্দা এবং কোষ প্রাচীর এর মধ্যে একটি মিল ও অমিল উল্লেখ করা।
উঃ কোষ পর্দা ও কোষ প্রাচীর এর মধ্যে মিল ও অমিল হলো---
মিলঃ
উভয়ই কোষকে চারিদিক থেকে বেষ্টন করে রাখে।
অমিল হলোঃ
কোষ পর্দা প্রাণী কোষে দেখা যায় কিন্তু কোষপ্রাচীর প্রাণী কোষে দেখা যায় না। (Page-185 & 182)
৩.৩ এন্ডোপ্লাজমিক জালিকার কাজ উল্লেখ করো
উঃ বিভিন্ন কোষীয় বস্তু (প্রোটিন ও লিপিড) সংশ্লেষ, পরিবহন এবং সঞ্চয় করা এর প্রধান কাজ। (Page-183)
৩.৪ যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ?
উঃ ক) ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন জানার জন্য ব্যবহার করা হয়।
খ) জীবদেহের বিভিন্ন অঙ্গ ও তার প্রস্থচ্ছেদ করে তার কলার গঠন জানার জন্য ব্যবহার হয়।
গ) উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য ব্যবহার হয়। (Page-175)
৪) তিন চারটি বাক্যে উত্তর দাও।
৪.১ প্রাইমরডিয়াল ইউট্রিকল কিভাবে সৃষ্টি হয় ?
উঃ উদ্ভিদ কোষের ভ্যাকুওলকে বেষ্টন করে কোন পর্দা থাকে না । কোষগহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াসসহ সাইটোপ্লাজম ও কোষপ্রাচীরের ভেতর দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসই প্রাইমোরডিয়াল ইউট্রিকল। (Page-185)
৪.২ স্থায়ী কলার কাজ কি কি ?
উঃ স্থায়ী কলার কাজ গুলি হল--
ক) খাদ্য সংশ্লেষ, সঞ্চয় ও পরিবহন করা।
খ) জল সংবহন করা।
গ) উদ্ভিদ দেহের ভারবহন ও দৃঢ়তা প্রদান করা।
ঘ) ফল ও বীজ এর বিস্তার করা এবং ক্ষত নিরাময় করা। ( Page-180)
Comments
Post a Comment
Haven't doubt please let me know.