ময়নামতি বাংলা গল্পের প্রশ্ন উত্তর পঞ্চম শ্রেণী

    দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 

                       ময়নামতি পঞ্চম শ্রেণী

১) নরহরি দাস গল্পের লেখক কে ?

উঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 

২) নরহরি দাস গল্পের নীতি কথাটি লেখ। 

উঃ ইচ্ছা থাকলে উপায় হয়। 

৩) ছাগলছানাটি কোথায় থাকতো ?

উঃ মাঠের পাশে বনের ধারে একটি মস্ত পাহাড়ের গর্তের ভিতর। 

৪) ছাগলছানাকে তার মা কি বলে বাইরে বের হতে দিত না ?

উঃ ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে বাইরে যাসনে।

৫) ছাগলছানা ষাঁড়টিকেও ছাগল ভেবেছিল কেন ?

উঃ ষাঁড়ের মত বড় জন্তু ছাগলছানাটি কক্ষনো দেখেনি। তার শিং দেখে ছাগলছানাটি ষাঁড়কে ছাগল বলে ভেবেছিল।

৬) শিয়াল আসার পর ছাগলছানা তাকে কিভাবে নিজের পরিচয় দিয়েছিল ?

উঃ লম্বা লম্বা দাড়ি /ঘন ঘন নাড়ি/সিংহের মামা আমি নরহরি দাস। পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস।

৭) উত্তম ও অধম কবিতার রচয়িতা কে ?

উঃ সত্যেন্দ্রনাথ দত্ত 

৮) উত্তম অধম কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উঃ মণিমঞ্জুষা কাব্যগ্রন্থ 

৯) কবিতাটি পড়ে তুমি কি নীতি শিক্ষা পেলে ?

উঃ পশু যা করতে পারে, মানুষের পক্ষে সেটা করা উচিত নয়। 

১০) এই কবিতায় উত্তম কে ? উত্তমের কাজ কি ?

উঃ কবিতায় উত্তম হলো পথিক। 

     উত্তমের কাজ হলো ভালো কিছু করা। 

১১) এই কবিতায় অধম কে ? অধম কি করে ?

উঃ কবিতায় অধম হল কুকুর। 

       অধম মানুষের ক্ষতি করে। 

১২) প্রার্থনা কবিতাটি কার লেখা ?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

১৩) প্রার্থনা শব্দের অর্থ কি ?

উঃ কামনা 

১৪) সাধারণত কার কাছে প্রার্থনা জানানো হয়েছে ?

উঃ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে 

১৫) বাঙালি কাদের বলা হয় ?

উঃ বাংলার অধিবাসীদের বাঙালি বলে 

১৬) কে বলল সাগর থেকে আসছি ?

উঃ সাগরের ব্যাঙ 

১৭) সাগরের সঙ্গে কুয়োর তুলনা করা চলে না কেন ?

উঃ সাগর বড় কুয়ো ছোট তাই সাগরের সঙ্গে কুয়োর তুলনা করা চলে না। 

১৮) কুয়োর ব্যাঙ গল্পটি কার লেখা ?

উঃ স্বামী বিবেকানন্দ 

১৯) কে নিজেকে সবজান্তা মনে করত ?

উঃ কুয়োর ব্যাঙ 

২০) কুয়োর ব্যাঙ এর মূল নীতি কথাটি কি ?

উঃ মানব কল্যাণের প্রধান সোপান হল মানুষকে মানুষ বলে গণ্য করা। 


Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)