স্বাস্থ্য ও শারীর শিক্ষা
প্রাথমিক চিকিৎসা তৃতীয় অধ্যায়
ষষ্ঠ শ্রেণি
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
১) প্রাথমিক চিকিৎসার জনক কে ?
উঃ জার্মানির শল্য চিকিৎসক ফ্রেডরিক এজমার্ক
২) প্রাথমিক চিকিৎসাকে ইংরেজিতে কী বলে ?
উঃ First Aid
৩) আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ?
উঃ 104⁰F
৪) শরীরের তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
উঃ থার্মোমিটার
৫) প্রাথমিক চিকিৎসা কখন শুরু করা হয় ?
উঃ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে
৬) প্রাথমিক চিকিৎসার বাক্সের গায়ে কোন চিহ্ন থাকে ?
উঃ +
৭) প্লিন্ট ব্যবহার করা হয় কখন ?
উঃ শরীরের কোন আহত বা ভাঙ্গা অংশে নড়াচড়া, ব্যথা ও ফোলা কমাতে প্লিন্ট ব্যবহার করা হয়।
৮) প্রাথমিক প্রতিবিধানকারী অসুস্থ ব্যক্তির প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাবেন কতক্ষন পর্যন্ত ?
উঃ চিকিৎসা বা স্বাস্থ্য কেন্দ্রের সহায়তা না পাওয়া পর্যন্ত প্রাথমিক প্রতিবিধানকারীকে প্রাথমিক প্রতিবিধান চালিয়ে যেতে হবে।
৯) প্রাথমিক প্রতিবিধান কারীর প্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্য কি ?
উঃ আহত বা অসুস্থ বা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করাই হলো প্রাথমিক প্রতিবিধানকারির প্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্য।
১০) প্রাথমিক চিকিৎসার সুশ্রূষা পদ্ধতি কেমন হবে ?
উঃ বিজ্ঞানসম্মত শুশ্রূষা
১১) প্রাথমিক প্রতিবিধানকারীর কাছে আক্রান্তের প্রতি কোন কর্তব্যটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ?
উঃ আক্রান্ত ব্যক্তির চিকিৎসা
১২) শরীরের কোথাও কেটে যাওয়ার পরে ক্ষতস্থান তৈরি হলে প্রাথমিক করনীয় কি ?
উঃ রক্তপাত বন্ধ ও সংক্রমণ রোধ করা
১৩) কোন ধাতব ও নোংরা বস্তুর কারণে ক্ষত তৈরি হলে কি করতে হবে ?
উঃ ক্ষতস্থান ও বস্তুটির ওপর আলতো করে গজ বা পরিষ্কার কাপড় দিয়ে মুড়িয়ে দ্রুত হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে।
১৪) আঘাত প্রাপ্ত হাতের আঙুলের ক্ষতস্থানে বরফ কাপড়ে পেঁচিয়ে রক্তপাত বন্ধ করবার জন্য কোন স্থান কিভাবে রাখতে হবে ?
উঃ কাটা স্থানটি একটু উঁচু করে হৃদপিন্ডের উপরে রাখতে হবে।
১৫) রক্তপাত হওয়া ক্ষতস্থান দিতে জীবাণুমুক্ত করবার জন্য কি করতে হবে ?
উঃ জীবাণুনাশক দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করার পর অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করতে হবে।
১৬) কেটে ছেড়ে যাওয়ার পর যদি ফিনকি দিয়ে রক্ত ছোটে তাহলে কি কেটে রক্তপাত হচ্ছে ?
উঃ রক্তনালী
১৭) হিমোফিলিয়া রোগীদের কি সমস্যা হয় ?
উঃ রক্ত সহজে বন্ধ হয় না
১৮) দীর্ঘদিন ধরে অ্যাসপিরিন সেবন করা রোগীদের রক্ত সম্পর্কিত কি সমস্যা দেখা দিতে পারে ?
উঃ রক্তপাত সহজে বন্ধ হয় না
১৯) অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হৃদস্পন্দনের কি পরিবর্তন হয় ?
উঃ রোগীর জীবন বিপন্ন হতে পারে
২০) রড জাতীয় কোন বস্তু ঢুকে দেহ থেকে রক্তপাত হলে ক্ষতস্থানে কি করতে হবে ?
উঃ কোনভাবেই ক্ষতস্থানের ওপর চাপ দেয়া যাবে না বরং ক্ষতস্থান ও বস্তুটির ওপর আলতো করে গজ দিয়ে মুড়িয়ে দিতে হবে এবং হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে।
২১) গরম কালে কঠিন পরিশ্রম করলে বা অনেক সময় রোদে থাকলে শরীরের ভিতরে তাপমাত্রা আচমকা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে শরীরের কোষ সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে ?
উঃ হ্যাঁ, ফলে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক গোষ্ঠী সাময়িকভাবে বিকল হয়ে যায়
২২) একটি তরল জীবাণুন নাশকের নাম লেখ।
উঃ জীবাণুনাশক অ্যান্টিসেপটিক , মারকিউরোক্রাম
২৩) প্রাথমিক চিকিৎসার বাক্সে কি কি রাখতে হবে ?
উঃ জীবাণুমুক্ত গোটানো ব্যান্ডেজ, ত্রিকন ব্যান্ডেজ, তুলোর প্যাকে, লিউকোপ্লাস্ট, মারকিউরোক্রম ইত্যাদি।
২৪) তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধে রোগীকে কি করতে হবে ?
উঃ ক) সারা শরীরে জলে ভেজানো কাপড় দিয়ে মুছিয়ে দিতে হবে।
খ) বাতাস চলাচল করে এমন ঘরে রাখতে হবে।
২৫) তাপপ্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধে কি করতে হবে ?
উঃ
২৬) প্রাথমিক চিকিৎসার ফলে ব্যক্তির আঘাতের কি অবস্থা হয় ?
উঃ
২৭) হিট স্ট্রোকের ফলে মানব শরীরের কি পরিবর্তন দেখা যায় ?
উঃ মানব শরীরে জল ও সোডিয়াম পটাশিয়ামের মত খনিজ পদার্থ কমে যায়। গা, হাত-পা জিভ শুকনো দেখায়, শিরায় টান ধরে।
২৮) শিশু ও বয়স্কদের গরমের অনুভূতি কেন বেশি ?
উঃ শিশু ও বয়স্কদের বিপাক এবং হৃদস্পন্দনের হার বেশি বলে।
২৯) প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য কি ?
উঃ আহত বা অসুস্থ ব্যক্তির চিকিৎসা করাই হলো প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য।
৩০) এসিতে বা হারে আঘাত লাগলে ওই যন্ত্রনা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে কি ব্যবহার করতে হবে ?
উঃ
৩১) প্রাথমিক চিকিৎসা First Aid এর ইংরেজি অক্ষর গুলি First এর আক্ষরিক অর্থ কি ?
উঃ F- Fast (দ্রুত কাজ সম্পন্ন করা)
I - investigation (অনুসন্ধান করা)
R- Resourcefull (উপায়াক্ষম হতে হবে )
S- suitable ( সঠিকভাবে )
T- treatment (শুশ্রূষা চালিয়ে যাওয়া)
৩২) মানব দেহের ভিতরের তাপমাত্রা আচমকা কত ডিগ্রী সেলসিয়াসের উপরে উঠে গিয়ে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক গোষ্ঠী সাময়িকভাবে বিকল্প হয়ে যেতে পারে ?
উঃ 40⁰c/104⁰F
Comments
Post a Comment
Haven't doubt please let me know.