দাঁড়াও কবিতার প্রশ্ন উত্তর
দাঁড়াও
শক্তি চট্টোপাধ্যায়
১) কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন ?
উঃ বাংলা কাব্য জগতে অন্যতম শ্রেষ্ঠ কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাড়াও কবিতায় কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। কারণ পাখির উড়ে চলা এবং তার আচার-আচরণের মধ্যে যে স্বাধীন সত্তার প্রতি ইঙ্গিত থাকে, দুঃখিত নিপীড়িত মানুষের সেই স্বাধীনতাই প্রয়োজন। তাই পাখির মতো দুঃসময় থেকে মুক্তির আশ্বাস নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে।
২) "তোমার মত মনে পড়েছে "-এই পঙক্তির অন্তর্নিহিত অর্থ কি ?
উঃ দাঁড়াও কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়, তুমি বলতে কোন বিশেষ ব্যক্তিকে বোঝাননি। আলোচ্য অংশে তুমি বলতে মানবিকতাকে বুঝিয়েছেন, যা পৃথিবীর সমগ্র মানুষের শুভ বোধ ঘটাতে সাহায্য করে। বর্তমান পৃথিবীতে মনুষ্যত্বের বিকৃতি, মানুষের প্রতি মানুষের হিংস্র আচরণ কবিকে পীড়িত করেছে। তাই কবি চিরন্তন মানবিকতা ও মনুষ্যত্বকে মনে মনে কামনা করেছেন এবং মানবিক গুনগুলির যাতে পুনর্জাগরণ ঘটে, তাই চেয়েছেন।
৩) মানুষই ফাঁদ পাতছে"- কবি একথা কেন বলেছেন ?
উঃ মানুষের দুঃখের কারণ মানুষ নিজেই। প্রকৃতির প্রতিকূলতাকে মানুষ এড়িয়ে যেতে পারে কিন্তু মানুষের তৈরি হিংসা, লোভ-লালসার হাত থেকে মানুষ বাঁচতে পারে না। কিছু মানুষের অর্থ ও আসক্তির গুণে শেষ করে দেয় সমগ্র মানবজাতিকে। মানুষের হাতে মানুষ যত সংখ্যায় মারা যায়, অত্যাচারিত হয় তা কোন কিছুর সঙ্গেই তুলনীয় নয়।
৪) "মানুষ বড় কাঁদছে"- কি কারনে কবি এই কথা বলেছেন ?
উঃ দাঁড়াও কবিতা রচনার পটভূমিতে আছে গোটা পৃথিবীর এক অশান্ত পরিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ ও এশিয়া জাতিদ্বন্দ্বে, অর্থনৈতিক দ্বন্দ্বে নিয়োজিত ছিল। ঠান্ডা লড়াইয়ে মানুষ সত্যের চরম অবমাননা প্রতিনিয়ত ঘটে চলেছিল। মানুষের হাতে মানুষ অত্যাচার, নিপীড়ন ও মৃত্যু দেখে কবি বলে উঠেছেন মানুষ বড় কাঁদছে। আলোচ্য অংশের মধ্যে মানুষের জীবনের চরম হতাশার ছবি ফুটে উঠেছে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.