কর্মশিক্ষার প্রশ্ন উত্তর
১) নীচের প্রশ্নগুলির উত্তর দাও (৫টি): ২x৫=১০
ক) মোম কোথা থেকে পাওয়া যায়? ব্লেডের কাজ কি?
উঃ মৌচাক থেকে মন পাওয়া যায়।
ব্লেডের কাজ হল কোন নরম জিনিসকে অতি সূক্ষ্ম ভাবে কাটতে সাহায্য করে।
খ) মোমের ব্যবহার গুলি লেখো।
উঃ কর্মশিক্ষায় হাতের কাজ করতে পুতুল ও ডিম তৈরি করতে মোম ব্যবহার করা হয়।
গ) তালপাতার পাখা তৈরি করতে কি কি লাগে?
উঃ একটি তালপাতা, কাটারি, বাঁশের কঞ্চি, ভারী বস্তু ও সুতো।
ঘ) মোমের পুতুল তৈরি করতে স্টোভ প্রয়োজন হয় কেন?
উঃ মমকে গরম করে তরল করার জন্য স্টোভের প্রয়োজন হয়।
ঙ) তালপাতার পাখা তৈরি করতে ভারি বস্তুর প্রয়োজন হয় কেন?
উঃ তালপাতাকে সাইজ মত কেটে তাকে সমতলে রাখার জন্য ভারী বস্তু দিয়ে চাপিয়ে রাখা হয়।
চ) মোমের পুতুল তৈরি করতে কি কি লাগে?
উঃ মোম, গুঁড়ো রং, জল, একটি প্লাস্টিকের পুতুল, কড়াই, স্টোভ, স্টিলের হাতা, একটি ব্লেড ও এক টুকরো কাপড়।
ছ) মোমের পুতুলের প্রধান উপাদান কি ?
উঃ মোম
২। নীচের যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও:
ক) মোমের পুতুল কি ভাবে তৈরি হয় তা আলোচনা করো।
উঃ একটি প্লাস্টিকের পুতুলের নিচের দিকটা ছিদ্র করো। ব্লেড দিয়ে গোল করে কেটে ছিদ্র করো। তারপর করাই চাপিয়ে স্টোভ জ্বালিয়ে কড়াইতে মোম দিতে হবে। আগুনের তাপে মোম গলে গেলে প্লাস্টিকের পুতুলটিকে উল্টো করে বাঁ হাতে ধরে পায়ের তলা দিয়ে যে ছিদ্র করা হয়েছে সেই ছিদ্র দিয়ে স্টিলের হাতা করে গলিত মোম কড়াই থেকে তুলে আস্তে আস্তে সাবধানে ঢালতে হবে। তারপর পুরোটা ঢালা হলে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখতে হবে। কয়েক ঘন্টা পর পুতুলটাকে জল থেকে তুলে ব্লেড দিয়ে ধীরে ধীরে কেটে ফেলে দিতে হবে। এভাবেই মোমের পুতুল তৈরি করা হয়
খ) তালপাতা পাখা তৈরী পদ্ধতি আলোচনা করো।
উঃ
Comments
Post a Comment
Haven't doubt please let me know.