Bengali class7 suggestion

 ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:        ১×১০=১০

ক) এফিড উড়বার সময় প্রতি সেকেণ্ডে (ছয় শোবার ডানা নাড়ায় / একশো বার ডানা নাড়ায় / চার শোবার ডানা নাড়ায়)।

খ) অসীমার বয়স ছিল (সাতাশ / সতেরো / সাঁইত্রিশ)।

গ) তালের সারি আছে (তাল দিঘির পাড়ে/ জোড়া দিঘির পাড়ে/ গোল দিঘির পাড়ে)।

ঘ) এর ১১ বছর পরে, ১৯৩০ র সেপ্টেম্বর রবীন্দ্রনাথ জেনিভা থেকে গেলেন (সোভিয়েট রাশিয়া / মিশর / আমেরিকা)।

ঙ) অরণি কথার অর্থ বটগাছ/ আমগাছ/ বেলগাছ/ চিত্রক গাছ।

চ) নিরব এখানে অমর তাঁতী পাড়া /জেলেপাড়া /কিষানপাড়া/ বাগদী পাড়া। 

ছ) আটলান্টিস এর ব্যাপারটা রোমান /গ্রীক /ফ্রেঞ্চ/ জার্মানদের জল্পনা কল্পনা।

জ) কোনটি শব্দদৈত্যের উদাহরণ নয় টুকরো টুকরো/ টুংটাং/ হেসে খেলে/ ছমছম। 

ঝ) সঠিক বানানটি হলো শশিভূষণ/শশিভূষন/শশীভূষণ/সসিভূষণ।

ঞ) স্মরণীয় কি ধরনের শব্দ - যৌগিক /রুঢ়/যোগরূঢ়।


২। একটি বাক্যে উত্তর দাও (সাতটি) 10×1=10


ক) কোথায় জনমত গড়ে ওঠে?

খ) মূঢ় ওরা কবিতায় মূঢ় কাদের বলা হয়েছে?

গ) ইস্কুল যাবার পথে লেখক কী দেখেছিলেন?

ঘ) শূন্যস্থান পূরণ করো: ওরে রামা ছুটে আয়, নিয়ে আয়__________

ঙ) সংহপ্তায় কত বার গ্রামের পোস্টাপিসে যায়?

চ) হোটেলওয়ালা সোনা টিয়ার শোবার ব্যবস্থা কোথায় করেছিল?

ছ) সোনা টিয়া পোষা খরগোশের নাম কি দেবে বলে ঠিক করেছিল?

জ) হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হয়েছিল?

ঝ) বল দেখি চার্জ কেন জোয়ানের আরকে - "আরকে" কথার অর্থ কি?

ঞ) তুমি একটা স্পাই - কে কাকে কথাটি বলেছে ?


৩। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:      ৩×২=৬


ক) কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। ৪

খ) 'কেবা রক্ষা করে'- কী রক্ষা করার কথা বলা হয়েছে? তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন?      ১+৩

গ) 'মেঘ চোর' গল্পে কাকে মেঘ চোর বলা হয়েছে? তার মেঘচুরির কৌশলটি বর্ণনা করো।      ১+৩


৪) যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ২×৪=৮

ক) জাদুকর কিভাবে পরীদের রানীকে নামিয়ে ছিল তার বর্ণনা দাও। 

খ) হোটেল বলে হোটেল সে এক এলাহী ব্যাপার- হোটেলে যে বর্ণনা পাওয়া যায় তা মাকু গল্প অবলম্বনে লেখ ।

গ) সার্কাসের দল বনের মধ্যে কেন লুকিয়ে ছিল ?


৫। নীচের বাক্যে দাগ দেওয়া শব্দগুলি থেকে শব্দদ্বৈত ও ধ্বন্যাত্মক শব্দ চিহ্নিত করো-


ক) টাকা টাকা করেই জীবনটা কাটল।

খ) তারারা আকাশে জ্বলজ্বল করছে।

গ) এসো এসো তোমার কথাই হচ্ছিল।

ঘ) শুদ্ধ বালানটি লেখো -  প্রনাম /প্রণাম/পনাম 

ঙ) বাগানে রাশি রাশি ফুল ফুটেছে।


৫। প্রবন্ধ রচনা করো (যে কোনো এক,টি)।   ১×৫=৫

ক) দেশভ্রমণ

খ) তোমার একটি মেলা দেখার অভিজ্ঞতা।

গ) পরিবেশ দূষণ রক্ষায় ছাত্রছাত্রীদের কর্তব্য 










Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)