তোমার গ্রামে রক্তদান শিবির পালন প্রসঙ্গে সংবাদপত্রে একটি কাল্পনিক প্রতিবেদন রচনা কর।

 প্রশ্নঃ তোমার গ্রামে রক্তদান শিবির পালন প্রসঙ্গে সংবাদপত্রে একটি কাল্পনিক প্রতিবেদন রচনা কর।

উঃ 

      মহাসমারোহে পালিত হলো রক্তদান শিবির 

নিজস্ব সংবাদদাতা, বালিপুর, হুগলি, ০৪.০৭.২০২৫ : রক্তদান মহৎ দান এই কথাটিকে পাথেয় করেই বালিপুর যাযাবর গোষ্ঠীর উদ্যোগে মহাসমারোহে পালিত হলো রক্তদান  কর্মসূচি।
       স্থানীয় সূত্রে জানা গেছে,বালিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এদিন সকাল আটটায় স্থানীয় বিধায়ক মহাশয়ের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবিরে রক্ত গ্রহণ কর্মসূচী আরম্ভ হয়। এই শিবিরে রক্ত সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন সুদূর কলকাতা থেকে আগত চিকিৎসকরা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই বহু তরুণ-তরুণীরা স্বেচ্ছায় রক্ত দান করতে উপস্থিত হয়। তাদের এই স্বতঃস্ফূর্ত সাড়া দেখে উপস্থিত চিকিৎসকেরা অভিভূত হয়ে যান। এই মহৎ কর্মে অংশগ্রহণকারী রক্ত দাতাদের উদ্দেশ্যে চিকিৎসকেরা ধন্যবাদ জ্ঞাপন করে। ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান শিবির আগামী দিনে আরো বিশাল সমারোহে অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন। এই মহৎকর্ম আয়োজনের ফলে অন্যান্য ক্লাবগুলি অনুপ্রাণিত হয়। এক জনৈক ব্যক্তি বলেন, স্বেচ্ছায় রক্তদানকারীদের অংশগ্রহণ দেখে চোখ কপালে ওঠে। এই ভাবেই মহাসম্মানের মধ্য দিয়ে এদিন রক্তদান শিবির অনুষ্ঠান শেষ হয়।





















Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)