সংস্কৃত ব্যাকরণ অব্যয়ীভাব ও তৎপুরুষ সমাস
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
সংস্কৃত ব্যাকরণ অব্যয়ীভাব ও তৎপুরুষ সমাস
অষ্টম শ্রেণী
সমাস
A. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
প্রত্যেকটির মান - ১
১) সমাস শব্দের অর্থ কি ?
উঃ সংক্ষেপ
২) সমাস শব্দের ব্যুৎপত্তি লেখো ।
উঃ সম্- অস্ + ঘঞ
৩) সমাস কাকে বলে ?
উঃ "একপদীভাবঃ সমাসঃ" অর্থাৎ একাধিক পদের এক পদে পরিণত করাকে সমাস বলে।
৪) ব্যাসবাক্যের অপর নাম কি ?
উঃ বিগ্রহ বাক্য
৫) সমাসবদ্ধ পদ কাকে বলে ?
উঃ সমাসের ক্ষেত্রে যে একাধিক পদ মিলিত হয়ে একটিমাত্র পদ গঠন করে তাকে সমাসবদ্ধ পদ বলে।
উদা- ভিক্ষায়া অভাবঃ = দুর্ভিক্ষম্
৬) সমাসবদ্ধ পদের অপর নাম কি ?
উঃ সমস্তপদ
৭) ব্যাসবাক্য কাকে বলে ?
উঃ যে একাধিক পদগুলি মিলিত হয়ে সমাসবদ্ধ পদ গঠন করে তাদের বিগ্রহ বাক্য বলে।
৮) কোন সমাসে সমাসবদ্ধ পদটির রুপ দ্বিবচন ও বহুবচন হয় ?
উঃ দ্বন্দ্ব সমাস
৯) অর্থ প্রাধান্য অনুযায়ী সমাস কয় প্রকার কি কি ?
উঃ চার প্রকার - অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব ও বহুব্রীহি।
১০) পূর্ব পদের অর্থ প্রধান হয় কোন সমাসে ?
উঃ অব্যয়ীভাব
১১) উত্তর পদ /পরপদের অর্থ প্রধান হয় কোন সমাসে ?
উঃ তৎপুরুষ
১২) কোন সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ পদটি ক্লীবলিঙ্গ হয় ?
উঃ অব্যয়ীভাব
১৩) অব্যয়ীভাব সমাসে পূর্বপদ __________ হয়।
উঃ অব্যয়
১৪) কোন কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয় ?
উঃ অভাব,সামীপ্য,পশ্চাৎ প্রভৃতি
১৫) অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও।
উঃ ভিক্ষায়া অভাবঃ= দুর্ভিক্ষম
১৬) সমাস নির্ণয় কর
কুম্ভকারঃ - কুম্ভং করোতি যে স = উপপদ তৎপুরুষ
ব্যাঘ্রভীতঃ - ব্যাঘ্রাৎ ভীতঃ = পঞ্চমী তৎপুরুষ
পিতৃসমঃ - পিত্রা সম = তৃতীয়া তৎপুরুষ
দুঃখাপন্নঃ - দুঃখম্ আপন = দ্বিতীয়া তৎপুরুষ
উপনদী - নদ্যা সমীপম্ = অব্যয়ীভাব
অনুরূপম্ - রুপস্য যোগ্যম্ =অব্যয়ীভাব
বিদ্যালয়ঃ - বিদ্যায়া আলয়ঃ = ষষ্ঠী তৎপুরুষ
কদন্নম্ - কুৎসিতম্ অন্নম্= কু-তৎপুরুষ
রাজপথঃ -পন্থানাম্ রাজা = ষষ্ঠী তৎপুরুষ
বৃক্ষপতিতঃ - বৃক্ষাৎ পতিতঃ = পঞ্চমী তৎপুরুষ
১৭) সন্ধিবিচ্ছেদ করো
পিতারক্ষ - পিতঃ + রক্ষ
প্রাতরেব -প্রাতঃ + এব
বিধূরাজতে - বিধুঃ + রাজতে
চক্ষূরোগম্ - চক্ষুঃ + রোগম্
পুনরপি - পুনঃ+ অপি
নিশ্চয় - নিঃ + চয়
ইতস্ততঃ - ইতঃ + ততঃ
আশ্চর্যঃ -আ + চর্যঃ
রবিরুদেতি - রবিঃ + উদেতি
সদ্যোজাতঃ - সদ্যঃ + জাতঃ
১৮) শব্দরূপ নির্ণয় কর
ক) মহৎ শব্দের দ্বিতীয় বহুবচন - মহতঃ
খ) মহৎ শব্দের ষষ্ঠী বহুবচন - মহতাম্
গ) রাজন শব্দের দ্বিতীয় একবচন - রাজানম্
ঘ) রাজন শব্দের সপ্তমী একবচন - রাজসু
ঙ) পয়স শব্দের তৃতীয়া একবচন - পয়সা
চ) ইদম পুংলিঙ্গ ষষ্ঠী একবচন -
ছ) কিম স্ত্রীলিঙ্গ তৃতীয়া বহুবচন - কয়া
জ) কিম স্ত্রীলিঙ্গ চতুর্থী একবচন - কস্যৈ
ঝ) কর্মন পঞ্চমী দ্বিবচন - কর্মভ্যাম্
ঞ) ইদম পুংলিঙ্গ পঞ্চমী একবচন
Comments
Post a Comment
Haven't doubt please let me know.