বাংলা সাজেশন অষ্টম শ্রেণী 2nd Unit Test bangla suggestion class 8

    2nd unit test অষ্টম শ্রেণী 

           বাংলা সাজেশন 

দাঁড়াও 

ক) কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন ও কেন ?

খ) দাঁড়াও কবিতায় কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন ?

পল্লীসমাজ 

১) "ঘৃণায় লজ্জায় ক্রোধে ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল"- রমেশের এমন অবস্থা হয়েছিল কেন ?

২) "মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে"- কে কার সম্পর্কে একথা বলেছিল? সে কেন এ কথা বলেছিল ?

৩) "মোরা নালিশ করতে পারবো না"- কে একথা বলেছে ? সে নালিশ করতে পারবে না কেন ?

৪) "বিস্ময়ে রমেশ হতবুদ্ধি হইয়া গেল"- রমেশের বিস্ময়ের কারণ কি ছিল ?.

ছন্নছাড়া 

১) "প্রাণ আছে এখনো প্রাণ আছে"- এই দুর্মর আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি কবিতায় কিভাবে ঘোষিত হয়েছে আলোচনা কর। 

২) কবিতায় গাছটি কিভাবে প্রাণের প্রতীক হয়ে উঠেছে তা আলোচনা কর। 

অথবা 

গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতচ্ছায়া"-গাছের প্রেতচ্ছায়া বলা হয়েছে কেন ?

গাছের কথা 

১) "গাছের জীবন মানুষের ছায়া মাত্র"- লেখকের এমন উক্তি অবতরণের কারণ বিশ্লেষণ কর। 

২) "প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেউ বলিতে পারে না"- বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশকীয় শর্তগুলি আলোচনা কর। 

হাওয়ার গান 

১) অনুশীলনী ২এর দাগের প্রশ্নগুলি

কি করে বুঝবো 

১) "ছেলের কথা শুনেই বুকর মার মাথায় বজ্রাঘাত"- ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত হল কেন ?

২) "বুকু অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে ছিল কেন ?

পাড়াগার দু পহর ভালোবাসি 

১) পাড়াগাঁয়ের দ্বি প্রহরকে কবি ভালোবাসেন কেন ?

২) পাড়া গায়ের দুই প্রহর ভালবাসি কবিতায় প্রকৃতির কেমন ছবি বর্ণিত হয়েছে তা লেখ। 

নাটোরের কথা 

১) "আজ সকালে মনে পড়ল একটি গল্প"- লেখকের অনুসরণে সেই গল্পটি নিজের ভাষায় লেখো। 

২) "যেন ইন্দ্রপুরী"- কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে, কেনই বা লেখক এমন তুলনা করেছেন। 

৩) "আমাদের তো জয় জয়কার"- কি কারনে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো ?

গড়াই নদীর তীরে 

১) গড়াই নদীর তীরে কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্ম যে গ্রামীণ ফুটিদের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও ।

পথের পাঁচালী 

১) অপু জানালা দিয়ে কি দেখতো ?

২) বনভজনের জন্য নির্বাচিত শান্তির প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 

৩) আজ একটা উৎসবের দিন কে কাক কথাটি বলেছে দিনটিকে উৎসবে দিন মনে হওয়ার কারণ কি ?

৪) পাখিদের ওড়ার ব্যাপারে অপুর ধারণা কি হয়েছিল ?

৫) বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস কেন ? 

৬) জেলে পাড়ায় অপুর করী খেলতে যাওয়ার বিবরণ দাও।




















Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)