উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস-
ক) বরিশাল খ) যশোর
গ) খুলনা ঘ) ঢাকা
2. আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল-
ক) সাত টাকা খ) নয় টাকা
গ) সাতাশ টাকা ঘ) পাঁচ টাকা
3. নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন
ক) নরেশচন্দ্রের সহিত খ) পরেশচন্দ্রের সহিত
গ) মহেশচন্দ্রের সহিত ঘ)ভবেশচন্দ্রের সহিত
4. কথায় বলে ব্রহাবাক্য-
ক) বেদবাক্য খ) নীতিবাক্য
গ) জ্ঞানবাক্য ঘ) উপদেশবাক্য
5. বামুনহাটে মেলা হয়-
ক) কার্তিক সংক্রান্তিতে খ) পয়লা বৈশাখে
গ) চৈত্র সংক্রান্তিতে ঘ) মকর সংক্রান্তিতে
6. 'মহাভাষ্য' কার লেখা?
ক) পতঞ্জলি খ) পাণিনি
গ) শবরস্বামী ঘ) শঙ্খ ঘোষ
7 . 'বাঙ্গালা ভাষা' প্রবন্ধটির লেখক হলেন-
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ) স্বামী বিবেকানন্দ
গ) রামমোহন রায় ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪. বাঙ্গালা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব?
ক) চলিতভাষা খ) মান্য চলিতভাষা
গ) কথ্য ভাষা ঘ) কলকেতার ভাষা
9. আবদুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন?
ক) কলকাতা খ) উত্তর প্রদেশ
গ) পাঞ্জাব ঘ) হরিয়ানা
10. কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন?
ক) মিথ্যা খ) অহং
গ) সত্য। ঘ) অচেনা
11. "ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা" ভ্যান গঘ ছিলেন একজন-
ক) কবি খ) সাহিত্যিক
গ) চিত্রকর ঘ) শঙ্করাচার্য
12. "আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিধুজলে,"-'পুষ্পক' কী?
ক) অশ্ব খ) ধনুক
গ) রথ ঘ) দ্বীপ
13. কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?
ক) প্রতিষ্ঠান বিরোধিতা খ) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
গ) প্রতিষ্ঠান সহমর্মিতা ঘ) প্রতিষ্ঠান আনুগত্য
14. 'দিগ্বিজয়ের রূপকথা' কার লেখা?
ক) সুনীল গঙ্গোপাধ্যায় খ) শঙ্খ ঘোষ
গ) নবনীতা দেবসেন ঘ) তিলোত্তমা মজুমদার
15. পোটরাজ কে?
ক) গাঁয়ের মোড়ল খ) দুরপত
গ) আনন্দ ঘ) দামা
16. পোটরাজ রোদে বেরোয় না-
ক) তিনদিন হয়ে গেল খ) চারদিন হয়ে গেল
গ) পাঁচদিন হয়ে গেল ঘ) ছয়দিন হয়ে গেল
17. যখন সময় সুবিধের না তখন কী করতে হবে?
ক) ব্যস্ত হতে হবে খ) নিদ্রা যেতে হবে
গ) আনন্দ করতে হবে। ঘ) সমঝে পার হতে হবে
18. বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে-
ক) ভাষার অতীত নিয়ে
খ) সমকালীন ভাষায় গঠনরীতি নিয়ে
গ) বিভিন্ন ভাষার ঐক্য ও অনৈক্য নিয়ে
ঘ) ভাষার ভবিষ্যৎ নিয়ে
19. বাগযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হল-
ক) রূপতত্ত্ব খ) ধ্বনিবিজ্ঞান
গ) শব্দার্থ পরিবর্তন ঘ) কম্পিত ধ্বনি
20. বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল-
ক) আটটি খ) 11 টি
গ) সাতটি ঘ) চারটি
21 'র' ধ্বনিটি হল-
ক) কম্পিত ধ্বনি খ) পারসিক ধনী
গ) উষ্ম ধ্বনি ঘ) তাড়িত ধ্বনি
22. শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়-
ক) ব্যাপকার্থকতা খ) সমার্থকতা
গ) অর্থান্তরভুক্তি ঘ) বিপরীতার্থকতা
23. 'দারুণ' শব্দের আদি অর্থ
ক) অত্যন্ত খ) নির্মম
গ) কাঠ ঘ) অতীব
24. উপবাস' শব্দটির অর্থ 'নিকটে বাস' বর্তমান অর্থ 'অনাহার'-এটি শব্দার্থ পরিবর্তনের যে ধারায় পড়ে-
ক) অর্থের সংকোচ খ) অর্থের রূপান্তর
গ) অর্থের প্রসার ঘ) কোনটি না
25. 'থিসরাস' হল একটি-
ক) পোর্তুগিজ শব্দ। খ) জাপানি শব্দ
গ) গ্রিক শব্দ ঘ) ফারসি শব্দ
26. শব্দার্থের প্রথম ভাগটির নাম-
ক) নিদর্শন খ) খণ্ডিত অর্থ
গ) সাধারণ অর্থ ঘ) বাঞ্ছনা অর্থ
27. 'হাফ আখড়াই' গানের জন্ম দেন-
ক) মোহনচাঁদ বসু খ) নিধুবাবু
গ) ঈশ্বরগুপ্ত ঘ) রসিকচন্দ্র রায়
28. 'বসুবিজ্ঞান মন্দির' স্থাপিত হয়-
ক) ১৯১৭ খ্রিস্টাব্দে খ) ১৯৩২ খ্রিস্টাব্দে
গ) ১৯৩৪ খ্রিস্টাব্দে। ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে
29.ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন-
ক) নীলরতন সরকার খ) জগদীশচন্দ্র বসু
গ) নীলরতন ধর ঘ) অক্ষয়কুমার দত্ত
30. নীচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত ছিলেন-
ক) জগদীশচন্দ্র বসু খ) আরতি সাহা
গ) ঝুলন গোস্বামী ঘ) নীলরতন সরকার
B. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও
৩১) সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ____________ বসিয়া সমবেত বন্ধু মন্ডল এর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করিলেন।
ক) বাগানে খ) বৈঠকখানায়
গ) শয়নকক্ষে ঘ) আরাম কেদারায়
32. যাঁরা ___________ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণ কে শিক্ষা দিয়েছেন।
ক) দেশে খ) গ্রামে
গ) শহরে ঘ) লোকহিতায়
33. দিগ্বিজয়ে যেতে হবে ____________দিলেন সাজিয়ে।
ক) ছোটোরানি খ) সুয়োরানি
গ) পাটরানি ঘ) দুয়োরানি
34) ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো
(1) পরদিন বেলা সাতটার সময় হস্তিনী আসিল। তাহার নাম-আদরিণী।
(ii) বাড়িতে হাতী আসিবামাত্র পাড়ার তাবৎ বালক-বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল।
) এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল,বলিল-"হাতী পাওয়া গেল না।"
(iv) শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিন জন জমিদারের হস্তী ছিল।
35) সত্য ও মিথ্যা নির্ণয় করো।
(1) ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়-লক্ষণ।
(ii) বুদ্ধিমান অবশ্যই গ্রাম্যভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন।
(iii) কলকেতার ভাষাই অল্প দিনে সমস্ত বাঙ্গালা দেশের ভাষা হয়ে যাবে।
( iv) চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত ঐ কলকেতার ভাষাই চলবে।
(1) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(1) সতা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য
(1) সত্য, (u) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা
36. (1) দূরপতের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে।
(iii) তোমার সুমুখে কলা দিই, নারকেল দিই।
(1) সত্য, (u) সত্য, (iii) সত্য,(iv) মিথ্যা
(i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
(1) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
(i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
Comments
Post a Comment
Haven't doubt please let me know.