একদিন সব ঘড়ি ভেঙে চুরমার করে দেবে মানুষ, সময়কে হারিয়ে দেবে মানুষ"- কে কখন এরূপ উক্তি করেছেন? এর তাৎপর্য ব্যক্ত কর।
প্রশ্নঃ "একদিন সব ঘড়ি ভেঙে চুরমার করে দেবে মানুষ, সময়কে হারিয়ে দেবে মানুষ"- কে কখন এরূপ উক্তি করেছেন? এর তাৎপর্য ব্যক্ত কর।
উঃ কথা সাহিত্যিক মতি নন্দীর "কোনি" উপন্যাসে কোনিকে তার সক্ষমতার চূড়ান্ত স্থানে পৌঁছানোর জন্য ক্ষিতীশ সিংহ কথাগুলি বলেছেন। কোণিকে তার শক্তি ও সাম্যর্থ্য দিয়ে ধীরে ধীরে সকল রেকর্ড ভেঙে ফেলতে হবে। নিজেকে সকল সেরাদের অন্যতম করে তুলতে হবে। এ কথাগুলি বলতে গিয়েই ক্ষিতিশ আলোচ্য কথাগুলি বলেছেন।
কোনি এক সাধারন পরিবারের সন্তান। গঙ্গার পাড় থেকে তুলে এনে ক্ষিতিশ সিংহ তাকে আলোকবৃত্তে উত্তরণ ঘটাতে চান। কণির সামনে এমন এক আদর্শ তিনি স্থাপন করতে চান যেন-
"থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে।।"
এই জাতীয় বোধের উত্তরণ ঘটাতে পারলে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের পথ খুঁজে পায়। সাঁতার প্রতিযোগিতায় কোনিকে নামানোর আগে তার সমস্ত অনুশীলনে শারীরিক ও মানসিক ধৈর্য সৃষ্টি করতে এরূপ উক্তির অবতারণা করেন।
মানুষ ইতিহাস রচনা করে। রেকর্ডের পর রেকর্ড গড়ে এবং ভাঙ্গে। আমাদের সমাজে যা কিছু মহৎ তা মানুষেরই সৃষ্টি। ইতিহাস, বিজ্ঞান, অর্থনীতি সমস্তই মানুষের দ্বারা রচিত। এখন আলোর গতিকে মানুষ পিছনে ফেলে এগিয়ে যেতে চায়। আসলে মানুষ মুক্তিকামী। বন্ধন থেকে মুক্তি পাওয়াই তার একমাত্র লক্ষ্য। এই মুক্তির খোঁজ করতে করতেই সময়ের বন্ধন একদিন চুরমার করে দিয়ে মানুষ এগিয়ে যাবে সামনের দিকে, এমনটাই ক্ষিতিশের ধারণা। এরূপ দার্শনিক উপলব্ধির কথা শুনে কোনি সাঁতারে গভীরভাবে মননিবেশ ঘটাতে পারবে বলেই বক্তার অনুমান।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.