Icds exam questions answer

 প্রশ্নঃ ICDS এর পুরো কথাটি কি ?

👉 Integrated Child Development Services

প্রশ্নঃ ICDS - এর বাংলা অর্থ কী ?

👉 সুসংহত শিশু বিকাশ প্রকল্প 

প্রশ্নঃ ICDS প্রকল্পটি ভারতবর্ষে কবে চালু হয় ?

👉 ১৯৭৫ সালের ২ অক্টোবর

প্রশ্নঃ ICDS প্রকল্পের উদ্দেশ্য কি ?

👉 ৬ বছরের কম বয়সী শিশু এবং তার মাকে পুষ্টিকর খাবার, প্রাক বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সহযোগী পরিষেবা দেওয়া।

প্রশ্নঃ ICDS প্রকল্পটি স্পনসর করেন কে ?

👉 কেন্দ্র সরকার দ্বারা স্পন্সর করা হয়। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলি দ্বারা কার্যকর করা হয়।

প্রশ্নঃ ICDS প্রকল্প দ্বারা কি কি পরিষেবা প্রদান করা হয় ?

👉 পরিপূরক পুষ্টি, টিকা, স্বাস্থ্য পরীক্ষা, অপ্রথাগত শিক্ষা ইত্যাদি।

প্রশ্নঃ ICDS পরিষেবা কারা পায় ?

👉 ০-৬ বছরের শিশুরা, গর্ভবতী মহিলা, সদ্য মা হওয়া মহিলারা।

প্রশ্নঃ প্রাক বিদ্যালয় শিক্ষা দেওয়া হয় কত বছরের শিশুদের ?

👉 ৩ - ৬ বছর 

প্রশ্নঃ জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয় ?

👉 প্রতি বছর ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রশ্নঃ বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় ?

👉 ১৬ অক্টোবর

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ?

👉 ৭ এপ্রিল

প্রশ্নঃ অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ কি ?

👉 একটি উঠানের আশ্রয় 

প্রশ্নঃ ASHA শব্দের পুরো নাম কি ?

👉 Accredited Social Health Activities 

প্রশ্নঃ ডেঙ্গু জ্বরের লক্ষণ কি ?

👉 জ্বর, মাথিব্যাথা ও শরীরে ছোপ ছোপ দাগ 

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথাকার চা স্বাদ ও সুগন্ধির জন্য বিখ্যাত ?

👉 দার্জিলিং 

প্রশ্নঃ দারুচিনির দেশ বলা হয় কাকে ?

👉 শ্রীলঙ্কা

প্রশ্নঃ মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্গের নাম কি ?

👉 

প্রশ্নঃ ভারতবর্ষে চিকিৎসা দ্বারা গর্ভপাতের সময়সীমা গর্ভধারণের কত সপ্তাহ পর্যন্ত আইনানুগ ?

👉 ২৪ সপ্তাহ

প্রশ্নঃ একটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায় ?

👉 ২টি

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোথায় কয়লা পাওয়া যায় ?

👉 রাণিগঞ্জ

প্রশ্নঃ কোন দেশের সাথে ভারতের সবচেয়ে কম দৈর্ঘ্য আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ?

👉 

প্রশ্নঃ বুকার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় ?

উঃ সাংবাদিকতায়

প্রশ্নঃ হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে ?

উঃ 

প্রশ্নঃ লেবুতে কোন এসিড থাকে ?

উঃ সাইট্রিক

প্রশ্নঃ সৌরভ গাঙ্গুলী আন্তর্জাতিক টেস্ট ম্যাচে কতগুলি ১০০ রান করেছেন ?

উঃ 

প্রশ্নঃ এইচ আই ভি এর পুরো কথা কি ?

উঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস

প্রশ্নঃ মানব শরীরে যক্ষা রোগ হলে কোন অংশ আক্রান্ত হয় ?

উঃ ফুসফুস 

প্রশ্নঃ যক্ষা রোগ হলে কোন টিকা দেওয়া হয় ?

উঃ বি সি জি

প্রশ্নঃ দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কোন নদী ?

উঃ 

প্রশ্নঃ কোন ত্রিভুজের সকল বাহুর দৈর্ঘ্য অসমান ?

উঃ বিষমবাহু

প্রশ্নঃ একটি বক্রতলের উদাহরণ দাও।

উঃ ফুটবল

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তমভোগ্য পণ্য আমদানিকারক দেশ কোনটি ?

উঃ চিন

প্রশ্নঃ ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের আয়তন সবচেয়ে কম ?

উঃ 

প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কবে হয়েছিল ?

উঃ ১৭৫৭ সালে

প্রশ্নঃ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মস্থান কোথায় ?

উঃ 

প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি ?

উঃ মৌলানা আবুল কালাম আজাদ 

প্রশ্নঃ জননী সুরক্ষা যোজনা মূল লক্ষ্য কি ?

উঃ 

প্রশ্নঃ DAP -র উপাদানগুলি কি কি ?

উঃ 

প্রশ্নঃ বৃত্তের বৃহত্তম জ্যা এর নাম কি ?

উঃ ব্যাস

প্রশ্নঃ সরল কোণের মান কত ?

উঃ ১৮০⁰

প্রশ্নঃ একটি শঙ্কু আকৃতির ঘনকের উদাহরণ দিন ?

উঃ টোপর

প্রশ্নঃ জলে পিএইচ এর মান কত ?

উঃ 

প্রশ্নঃ আমাদের জাতীয় স্তোত্র কি ?

উঃ বন্দে মাতরম

প্রশ্নঃ আনন্দমঠ গ্রন্থের রচয়িতা কে ?

উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 

প্রশ্নঃ তাজপুর কোন জেলায় অবস্থিত ?

উঃ 

প্রশ্নঃ কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?

উঃ ভিটামিন সি 

প্রশ্নঃ আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয় ?

উঃ 

প্রশ্নঃ শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ন্যূনতম সময়কাল প্রসঙ্গে বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ এর সুপারিশ কি ?

উঃ 

প্রশ্নঃ শ্বেতরক্ত কণিকার কাজ কি ?

উঃ রোগজীবাণু ধ্বংস করা

প্রশ্নঃ একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ ৪০ ডিগ্রী হলে বাকি কোন গুলির মান কত ডিগ্রী ?

উঃ ৯০⁰ ও ৫০⁰

প্রশ্নঃ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে ?

উঃ ১৯১১ সালে

প্রশ্নঃ অঞ্জি ব্রিজ কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে নির্মিত হচ্ছে ?

উঃ 

প্রশ্নঃ শিশু মৃত্যুর হার এর সংজ্ঞা কি ?

উঃ 

প্রশ্নঃ একটি বাচ্চার ছয় মাস বয়স থেকে ৩ বছর বয়স পর্যন্ত যে টিকাকরণ গুলি করা প্রয়োজন সেগুলো সম্বন্ধে আপনি যা জানেন তা ১৫০ শব্দের মধ্যে গুছিয়ে লিখুন।

প্রশ্নঃ একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে ও সেখানে কি কি কাজ হয় সে সম্বন্ধে আপনি যা জানেন তা ১৫০ শব্দের মধ্যে গুছিয়ে লিখুন।

প্রশ্নঃ একজন অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ ও আপনি কিভাবে নিষ্ঠার সাথে সেই কর্তব্য পালন করবেন ?





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)