Class10 History questions and answers
১) অহিংস অসহযোগ আন্দোলনের সময় নারীদের অংশগ্রহণের গুরুত্ব লেখো।
উঃ মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯২০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে গান্ধীজী নারীদের বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য ব্যবহারের আবেদন জানান। গান্ধীজীর ডাকে সাড়া দিয়ে বহু সাধারন নারী বিভিন্ন সভা ও শোভাযাত্রায় অংশ নেয় এবং বিলাতি পণ্যের দোকানের সামনে পিকেটিং চালায়। চিত্ত রঞ্জন দাসের স্ত্রী, বোন ও ভাইঝি কলকাতার রাস্তায় প্রকাশ্য বিক্ষোভ দেখিয়ে কারাবরণ করেন। বহু নারী চরকায় সুতো কেটে এবং কাপড় বুনে স্বদেশী প্রচার চালায়। এছাড়া উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের নারীদের পাশাপাশি বহু প্রান্তিক নারীরা এই আন্দোলনে যোগ দেন। এই আন্দোলনের ফলেই নানা ছাত্রী সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল।
২) আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর সম্পর্কে যা জানো লেখো।
👉 নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের পাঁচটি ব্রিগেড ছিল। এদের মধ্যে অন্যতম ছিল ঝাঁসির রানী ব্রিগেড বা ঝাঁসি বাহিনী। ইহা এশিয়ার প্রথম নারী বাহিনী। এর নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মী স্বামীনাথন। প্রায় ১৫০০ মহিলা এই নারী বাহিনীতে যোগ দিয়েছিল। এই বাহিনী সকল সদস্যগণ রানী নামে পরিচিত হতেন। ১৯৪৩ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে এই বাহিনীর সামরিক ট্রেনিং শুরু হয়েছিল। এই বাহিনীর সঙ্গে যুক্ত কয়েকজন নারী হলেন - প্রতিমা সেন, মমতা মেহতা, মায়া বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
৩) বীণা দাস ইতিহাসের স্মরণীয় কেন ?
👉 ভারতের বিপ্লবী ছাত্র আন্দোলনের ইতিহাসে বীনা দাসের নাম স্মরণীয়। তিনি অতি শৈশব থেকেই আদর্শবাদ ও দেশপ্রেমমূলক মানসিকতায় উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি কলকাতার বেথুন কলেজে পড়ার সময় সাইমন কমিশন বয়কট ও পিকেটিং আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। পরে তিনি বিপ্লবী দলে যোগদান করেন এবং যুগান্তর দলের কর্মী কমলা দাশগুপ্তের কাছ থেকে একটি রিভলবার সংগ্রহ করেন। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে স্ট্যানলি জ্যাকসন বক্তৃতা দিতে শুরু করলে বিনা তাকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। সেখানেই তাকে গ্রেফতার করা হয়। তার আত্মজীবনের শৃংখল ঝংকার এক মূল্যবান গ্রন্থ।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.