আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ
প্রশ্নঃ আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ গুলি আলোচনা করো।
👉 ভূমিকাঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় সুরক্ষা বলয়ে আমেরিকা মহাদেশ অবস্থিত। ১৪৯৩ খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। তারপর ওয়াল্টার ব়্যালে প্রথম উপনিবেশ গড়ে তোলে। ব্রিটিশরা রেড ইন্ডিয়ানদের উচ্ছেদ করে সেখানে ইংরেজ উপনিবেশ স্থাপন করে। অষ্টাদশ শতকের মধ্যেই উত্তর আমেরিকায় 13 টি ইংরেজ উপনিবেশ গঠিত হয়। ব্রিটিশ নিয়ন্ত্রণে থাকলেও ঔপনিবেশিকরা কার্যতো স্বায়ত্তশাসন ভোগ করতো। আমেরিকার উপনিবেশ গুলির ওপর ব্রিটিশ সরকারের এই শিথিল প্রশাসন নীতিকে হিতকর উদাসীনতা বলে অভিহিত করা হয়।
আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণঃ ১৭৭৬ খ্রিস্টাব্দে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পিছনে ছিল একাধিক কারণ
জাতীয়তাবাদের উন্মেষঃ রাইকার ও রোজিটারের মতে জাতীয়তাবাদের উন্মেষের ফলেই আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়। দীর্ঘকাল পাশাপাশি বাস করে ও একই গির্জার উপাসনা করে এবং প্রতিকূল অবস্থা সঙ্গে যুদ্ধ করে ঔপনিবেশিকদের মধ্যে মানসিক ঐক্য গড়ে ওঠে। আমেরিকা থেকে ইংল্যান্ডের ভৌগোলিক দূরত্ব ও যোগাযোগের অসুবিধা ঔপনিবেশিক দের বিচ্ছিন্নতা ও স্বতন্ত্রবোধের জন্ম দিয়ে মানসিক ব্যবধান বাড়িয়ে দেয়, যা বিপ্লবের পটভূমি তৈরি করে।
সামাজিক কারণঃ সামাজিক ও ধর্মীয় দিক থেকে ইংল্যান্ডের সঙ্গে ঔপনিবেশিকদের বিরাট পার্থক্য ছিল। ব্রিটেনের সমাজে ছিল অভিজাতদের প্রাধান্য।আর আমেরিকায় বসবাসকারীরা ছিল নিম্নশ্রেণীর ও মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত। আমেরিকার ঔপনিবেশিকদের বেশিরভাগ ছিল পিউরিটান ও ব্যাপ্টিস্ট। খ্রিস্টান স্টুয়ার্ট রাজাদের ধর্মীয় অত্যাচারে দেশত্যাগী পিউরিটানদের মনে সঙ্গত কারণে ইংল্যান্ডের প্রতি ক্ষোভ ছিল।
মার্কেনটাইল নীতিঃ মার্কেনটাইল নীতি অনুসারে দ্বিতীয় চার্লস ১৬৬০ খ্রিস্টাব্দে নেভিগেশন আইন পাস করে উপনিবেশে উৎপন্ন নীল, তামাক ও চিনি ব্রিটিশ জাহাজে করে ব্রিটেনে পাঠানোর বাধ্যতামূলক করা হয় এবং উপনিবেশে কোনো কলকারখানা প্রতিষ্ঠা করার নিষিদ্ধ হয়। ইংল্যান্ডে বস্ত্র শিল্পের জন্য উপনিবেশে তুলাজাত দ্রব্য উৎপাদনের নিষিদ্ধ করা হয়। এই শোষণ মূলক অর্থনীতি আমেরিকানদের মনে তীব্র অসন্তোষ সৃষ্টি করে।
সংগ্রামী চেতনাঃ জ্ঞানদীপ্তির প্রসার ঘটলে ঔপনিবেশিকদের মনে সংগ্রামী চেতনা সৃষ্টি হয়। কমনসেন্স গ্রন্থে টমাস পেইন মন্তব্য করেন যে, আমেরিকার পক্ষে দীর্ঘদিন বিদেশি শাসনাধীন থাকা যেমন অবিশ্বাস্য তেমনি ইংল্যান্ডের মত ছোট দ্বীপের পক্ষেও আমেরিকা মহাদেশকে অনন্তকাল শাসন করাও অবাস্তব।
সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ঃঃ সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধের পর ফ্রান্স পরাজিত হয়ে কানাডার উপনিবেশ হারায়। ফলে আমেরিকানদের ফরাসি আক্রমণের ভয় দূর হয়। তাছাড়া সপ্তবর্ষব্যাপী যুদ্ধের পর ইংল্যান্ডের জাতীয় ঋণ বেড়ে গেলে ব্রিটিশ উপনিবেশ গুলির উপর তাদের আইন গুলি কঠোরভাবে প্রয়োগের চেষ্টা করে। এসবের ফলস্বরূপ আমেরিকার গৃহযুদ্ধ অবসম্ভাবী হয়ে ওঠে।
Comments
Post a Comment
Haven't doubt please let me know.