বোম্বাগড়ের রাজা question answer

            বোম্বাগড়ের রাজা

প্রিয় ছাত্র ছাত্রী, 
        পঞ্চম শ্রেণীর পাঠ্যাংশের অন্তর্গত বাংলা বিভাগের বোম্বাগড়ের রাজা" কবিতা থেকে যে সকল প্রশ্নগুলি হয় সেই বিষয়ে উত্তরসহ আলোচনা করা হয়েছে।

তোমরা এগুলো খাতায় লিখে মুখস্ত করে নাও। দেখবে অনেক উপকার হবে।

এই প্রশ্নের উত্তর ছাড়াও একাধিক বিষয়ে পড়তে অথবা জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে জেনে নাও।
আমাদের ইউটিউব চ্যানেল হল- Bright Bangla point 

Bright Bangla point লিখে search করে সাবস্ক্রাইব করে সমস্ত তথ্য জেনে নাও।

বোম্বাগড়ের রাজা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর 
পেতে হলে অবশ্যই নীচে দেখে নাও। 

আমাদের এখানে আপনি স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ে প্রশ্ন উত্তর পাবেন। তাই আমাদের পেজটি ফলো করে নাও।
আমাদের সাইট হল - uniqueidea54.

            বোম্বাগড়ের রাজা 


১) বোম্বাগড়ের রাজা কার লেখা ?

👉 সুকুমার রায় 


২) বোম্বাগড়ের রাজা ছবিতে কি বাঁধিয়ে রাখে ?

👉 আমসত্ত্ব ভাজা 


৩) রানীর মাথায় কি বাঁধা থাকে ?

👉 অষ্টপ্রহর মাথায় বালিশ বাঁধা থাকে।


৪) বোম্বাগড়ের রাজা কবিতায় রানীর দাদা কি করে ?

👉 পাঁউরুটিতে পেরেক ঠোকে


৫) বোম্বাগড়ের রাজত্বে সর্দি হলে লোকেরা কি করে ?

👉 ডিগবাজি খায় 


৬) জোছনা রাতে বোম্বাগড়ের লোকেরা কি করে ?

👉 চোখে আলতা মাখায়।


৭) ওস্তাদ শব্দের অর্থ কি ?

👉 দক্ষ ব্যক্তি


৮) কারা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয় ?

👉 ওস্তাদেরা


৯) টাকের 'পরে পন্ডিতেরা কি করে ?

👉 ডাকের টিকিট মারে 


১০) রাত্রিতে ট্যাঁকঘড়িটা কিসে ডুবিয়ে রাখে ?

👉 ঘি - এ


১১) বোম্বাগড়ে রাজার বিছনা পাতে কি দিয়ে ?

👉 শিরীষ কাগজ দিয়ে


১২) রাজার কোলে বসে মন্ত্রী কি বাজায় ?

👉 কলসি বাজায় 


১৩) রাজার পিসি কি করে ?

👉 কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে 


১৪) রাজার খুড়ো কি করেন ?

👉  হুঁকোর মালা পড়ে নাচেন


১৫) বোম্বাগড়ের রাজা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে ?

👉 সুকুমার রায়ের লেখা "আবোল তাবোল" কবিতা বই থেকে। 


১৬) সুকুমার রায়ের বাবার নাম কি ?

👉 উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 


১৭) "আবোল তাবোল" কবিতার বইটি কার লেখা ?

👉 সুকুমার রায় 


১৮) সুকুমার রায়ের লেখা অন্য দুটি বইয়ের নাম লেখ।

👉 হযবরল, পাগলা দাশু 


১৯) শীরিষ কাগজ কি ?

👉 কোনো শক্ত জিনিসকে (লোহা,পাথর ইত্যাদি)  মসৃণ করার জন্য ঘোষা কাগজ বিশেষ।





Comments

Popular posts from this blog

কর্ভাস (Carvas)প্রফেসর শঙ্কুর ডায়রি

বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা কর।

আদর্শ ফুলের গঠন চিত্র ( দশম শ্রেণী)